নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

ক্ষতবিক্ষত বিজয় মাস

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৫

-
মাঝে মাঝে মনে হয় ,সৃষ্টিকর্তা আমাকে
সহ এদেশের নাম
না জানা বহুলোককে বন্ঞিত
করেছেন ,মুক্তিযোদ্ধে বিজয়ের স্বাদ
থেকে ।
-কত মানুষ খালি গায়ে , সেদিন রাস্তায়
নেমেছিলো ,শুধু ২টি শব্দ বলার জন্য
"জয় বাংলা ".এ দুটি শব্দ
এতো মধুর ,সেই ব্যক্তি বুঝে যে দেশের
জন্য যুদ্ধ করে বাংলাদেশের বর্তমান
প্রক্ষাপট দেখছে
-সে ব্যক্তি ,বার বার আল্লাহর
কাছে প্রার্থনা করছে ,কেনো এসব
দেখার আগে ,আমার মরণ হলো না !
কেনো ?আমাকে ঐই যুদ্ধেই শহীদ
করে দিতে !
- আমাদের আফসোস এই
মুক্তিযোদ্ধাদের আমরা উপযুক্ত
সম্মান দিতে পারি নি ,পেটের
দায়ে তারা হয়তো কেউ
রিক্সা চালাচ্ছে কেউবা ভ্যান
গাড়িতে সিডি বিক্রেতা !
-আর কিছু প্রহরবাদে ,এই তুচ্ছ
মুক্তিযোদ্ধাদের ,হ্রদয়
হেসে উঠবে ,অনেক বেদনায়
কেঁদে উঠবে !কারণটা ,আর কিছু
নয় ,বিজয়ের মাস
-এতো কষ্টে ,অনেক প্রাণের
বিনিময়ে ,নিজ স্ত্রী বা বোনের
সম্ভ্রম হানির পরে ও ,তারা ভাবে ,এই
কি সেই দেশ ,যার জন্য
নিজেকে বিলিয়ে দিয়েছিলাম ?
-আজ আমরা ,যারা মুক্তিযোদ্ধ
দেখি নি ,তারা বন্ঞিত হচ্ছি আমাদের
মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস
প্রাপ্তি থেকে !
-৩০ লক্ষ শহীদের
তোমরা এদেশকে দেখছো কিনা জানি না ,
যদি দেখে থাকো ,তাহলে মাফ করো দিও
সে সময়ের প্রেক্ষাপট
কে ,যে প্রেক্ষাপট তোমাদের মৃত্যুর
জন্য দায়ী ,তোমরা হয়তো কখনো চাও
নি ,এমন একটি দেশ ,যে দেশ ভরা ঘৃণ্য
রাজনীতির নোনাজলে ,সাধারণ মানুষ ঘর
থেকে বের হতে ভয় পায় ?
মা বাবা ছেলেমেয়েদের
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার
সময়ে বলে ,বাবা ওদের (ছাত্র
রাজনীতি) সাথে মিশিস না ?
একটি স্বাধীনদেশ প্রতিষ্ঠার জন্য
৩০ লক্ষ শহীদ এবং ২লক্ষ মা বোনের
আত্নত্যাগ ,কখনো ভুলবার নয়
আমাদের মাফ করো ,তোমাদের
আত্নত্যাগের সবুজ
বাংলাকে ,মুখোশধারীদের হাত
থেকে বাঁচাতে পারলাম না
যেখানেই থাকো ভালো থেকো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.