নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

প্রেমের গল্পো

১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪২

ঘুম থেকে উঠেই দেখি ৭.৪৫ ।
তাড়াহুড়া করতে গিয়ে দেখি সব
এলোমেলো হয়ে যাচ্ছে ।আর কিছুক্ষণ
দেরী হলেই ভার্সিটির বাস মিস করবো ।
তাড়াহুড়া করতে গিয়ে ৬তলা থেকে
নামতে গিয়ে দেখি ছাতা নিয়ে নামা হয়নি
!অগত্যা বৃষ্টিতে ভিজেই মেইন রোডের
দিকে রওনা দিলাম ।
কিন্তু ,যেদিকে যাচ্ছি ,সেদিকে যাওয়ার
রাস্তায় পানি উঠছে এবং একটি সরু উঁচু
রাস্তা আছে যেটি দিয়ে চলাচল করা যায়

একে তো দেরী করেছি ,আর ও
দেরী করে দিচ্ছে একটি মেয়ে ,ঐ
সরুপথে ।
কিছু বলতে ও পারছি না যে একটু
তাড়াতাড়ি হাঁটুন,ভয়ে ,যদি আমাকে কিছু
বলে বসে !
হাঁটছে ধীর পায়ে ,হীল পড়ে ,এই
বৃষ্টিতে ।
ইচ্ছে করছে একটা ধাক্কা মেরে ময়লা
পানিতে ফেলে দি ।আমার
যে দেরী হয়ে যাচ্ছে !
আমার ফেলতে হলো না ,নিজেই
সরুরাস্তায় পড়ে গেলো স্লিপ খেয়ে !
মহামুসিবতে পড়লাম তো !
আমি বললাম ,কি ব্যথা পেয়েছেন ?
তাড়াতাড়ি উঠুন ,ইশ কাপড় ও
ময়লা হয়ে গিয়েছে !
আপনি কেমন পুরুষ মানুষ ?
আমি পড়ে গেলাম ,আর
আপনি মজা নিচ্ছেন ?
আমি লজ্জা পেয়ে গেলাম এবং আমার
অবচেতন মন হঠাত্ আমার
হাতখানি বাড়িয়ে দিলো ,তাকে নিচ
থেকে তোলার জন্য ।
সে আমার হাত প্রত্যাখান করে ,নিজেই
উঠতে গেলো এবং ধপাস
করে পড়ে গেলো আবার ।
এবার আমার সত্যই
হাসি পেলো এবং ধমকের সুরে বললাম
ন্যাকামি না করে হাত ধরুন উঠে পড়ুন ।
এমনিতেই ভিজে কাকতারুয়া হয়ছেন
এবং আমাকে ও ভিজেয়েছেন ।
মেয়েটি অনিচ্ছা স্বত্ত্বে আমার হাত
ধরে উঠলো ।
যখন আমার হাত
ধরে মেয়েটি উঠতে থাকলো ,তখন আমার
হ্রদয়ের পরশ
পাথরে কি একটা যেনো হয়ে গেলো এবং
তখনি ধরতে পারলাম মেয়েটি অনেক
কিউট এবং সুন্দরী ।আমি অবাক
হয়ে তাকিয়ে রইলাম তারদিকে
কি ব্যাপার ?হাতটা ছাড়ুন
সরি সরি ।আপনি বাসায় গিয়ে ফ্রেশ
হয়ে বেরহোন ,আপনার
অবস্থা দেখে যে কেউ হেসে ফেলবে ।
কোনোমতে মেয়েটিকে কাটিয়ে মেইন
রোডে যেই আসলাম ,তখন শুনলাম
ভার্সিটির লাস্ট বাস চলে গিয়েছে অনেক
আগেই !
কোনোমতে লোকালে করে ভার্সিটি চলে
গিয়েছি এবং কেনো যেনো সারাদিন
মেয়েটির কথা মনে হতে থাকলো !
সেদিন বিকালে টিউশনিতে যাওয়ার সময়
টেম্পুতে আবার সে মেয়ে ।
আমি তো অবাক
হয়ে তারদিকে তাকিয়ে আছি ,এতো সুন্দর
কেমনে হয় একটি মানুষ !
আমাকে অবাক
করে দিয়ে মেয়েটি বললো ,কেমন
আছেন ?এমন ভাবে বললো যেনো অনেক
দিনের চেনা !
এভাবে ,তারসাথে প্রায় অনেকদিনই ঐ
টেম্পুতে দেখা হয়
এবং প্রতি দেখাতে আমি যেনো নতুন
করে রিয়াকে দেখি
সে ছিলো আমার একবছর জুনিয়র ।
অনেক ভেবেচিন্তে আমি একদিন
তাকে আমার মনের কথা বলে ফেলি
সে তো রেগেই আগুন ।
আমি সাতদিন তার
সামনে যাইনি এবং যখনি তাকে রাস্তায়
দেখেছি ,লুকিয়ে তাকিয়ে দেখেছি এবং মনে
মনে বলেছি তুমি আমার রিয়া ।
সাতদিন পর একটা টঙে চা খাচ্ছিলাম ।
হঠাত্
রিয়া এসে আমাকে বললো ,আমি আপনাকে
কতো যায়গায় খুঁজেছি ,আমার কষ্ট হয়
না ।
জানেন গত সাতদিন
আমি ঘুমাতে পারি নি ,আপনার জন্য ।
আপনি আমার রাতের ঘুম কেড়েনিয়েছেন

কিছু বুঝার আগেই বন্ধুদের কাছ
থেকে ছিনিয়ে নিয়ে রিক্সায়
তুলে বললো ,আজ সারাদিন রিক্সায়
ঘুরবো ।তুমি একটি কথাও
বলবে না ,আমি বলবো তুমি শুনবে ।
সেদিন থেকে ২৫ বছর
কেটে গেলো ,কিন্তু রবির সাথে রিয়ার
ভালোবাসার একটু ও হেরফের হয়নি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.