নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

কপোট্টনিক ছোঁয়া

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

সেদিন BF2 সিরিজের উন্নত
মস্তিষ্কের রবোট উপহার দিয়েছে ,আমার
প্রিয় বন্ধু এবং রবোটিক্স কোম্পানির
ইমন আহমেদ ।
প্রথম কয়েকদিন ভালো কাটলে ও
পরে অসহ্য যন্ত্রনায় পিড়ীত
হয়ে গিফটের রবোট
বন্ধুকে দিয়ে বললাম ,আমার এ গিফটের
প্রয়োজন নেই ,এর জন্য আমার জীবন
বিপন্ন হয়ে যাচ্ছে
বন্ধু
কি বুঝলো জানি না ,সে আমাকে অবাক
করে দিয়ে BF2 সিরিজের প্রমিথিউস
নামক একটা মেয়েলি মস্তিষ্কের রবোট
দিয়ে বললো ,এটা নিয়ে যা অনেক
ভালো কাটবে ।তবে সাবধান এর
মধ্যে কিছুটা আবেগ দেওয়া হয়েছে ,যাই
হোক তোর জীবন ভালো কাটুক বলে বন্ধু
আমাকে বিদায় দিলো
প্রমিথিউস কে পেয়ে আমার আনন্দের
সীমা ছিলো না ।তার
কাজকর্মে আমি সন্তুষ্ট
এবং প্রমিথিউস খুবই গোছালো
কয়েকদিন পরে ২১ শতকের জনপ্রিয়
লেখক জাফর ইকবালের আমি তপু
বইটা পড়ে কিছুটা আবেগ প্রবণ
হয়ে পড়েছিলাম ,প্রথিমিউস
তা দেখে বললো মানুষের
একটা সমস্যা হলো ,তারা কিছু
মুহুর্তে এতো আবেগ প্রবণ
হয়ে পড়ে ,তা দেখে আমার মনটা হু হু
করে উঠে
আমি প্রমিথিউসকে বললাম ,তুমি হচ্ছো
জড় পদার্থের ন্যায় একটা মেয়েলি রবোট
।সে এ কথায় কিছুটা দুঃখিত
হলো বলো মনে হলো ,তার কথা শুনে ।
অবশ্য তার চেহারা দেখে তা বুঝার উপায়
ছিলো না
রাতে হঠাত্ ঘুম ভেঙ্গে দেখি প্রমিথিউস
আমি তপু বই হাতে বারান্দায়
দাঁড়িয়ে আছে ।আমি তাকে বললাম
তুমি ঘুমাও নি ?
রবোটদের ঘুম নেই জানেন না ।তার কথায়
তাকে বিমর্ষ মনে হলো
প্রমিথিউসকে আধর
করে আমি প্রমি ডাকি ,ওতো বড়ো নাম
ডাকতে ইচ্ছে হয় না
প্রমি তোমার কি হয়েছে ?
আচ্ছা তপুর এমন হলো কেনো ?তার
মা তার সাথে এমন করলো কেনো ?
আমি হতবাক
হয়ে সাথে সাথে বন্ধুকে ঘটনাটা জানালাম
।কেনো সে বই পড়ে এতো আবেগ প্রবণ
হয়ে পড়লো ?
সেদিন প্রমি আমায়
বললো আমি কি আপনার
হাতটা ধরতে পারি ?
একটা মেয়ে বললে আমি লজ্জায় লাল
হয়ে যেতাম ,কিন্তু প্রমি যেহেতু
একটা রোবট ,তাকে আমার
হাতটা বাড়িয়ে দিতে তেমন লজ্জায়
ডুবতে হলো না
হাত ধরার পর সে আমায়
বললো ,রবি তোমার হাত ধরার
পর ,আমার কপোট্টনে একটা শীতল
হাওয়া বয়ে যাচ্ছে ।আমি তোমার
প্রতি দুর্বল হয়ে যাচ্ছি ।সেদিন
তুমি যখন বাইর্ভাবাল ঠিক
করতে গিয়ে হাত কেটে ফেললে ,তখন
আমার কপোট্টনে গন্ডগোল
বেঁধে গিয়ে বারবার
রবি ,রবি বলে কপোট্টনে নাড়া দিচ্ছিলো ,
তখন আমি নিজেকে অটোমেটিক সেলার
দিয়ে নিষ্কিয় করে আধা ঘন্টার
মতো নিজেকে শান্তি দিয়েছিলাম
প্রমির কথা শুনে আমি স্তব্ধ
এবং নিজেকে প্রেমিক হিসেবে অনুমান
করতে লাগলাম ,আমি মনে করতে লাগলাম
একটা মেয়ে আমার হাত
ধরতে লাগলাম ,যেনো সে রবোট
নয় ,একজন মনের কারিগর
যখন হুশ ফিরে এলো ,তখন আমি আমার
বাইর্ভাবাল টা নিয়ে প্রমিকে নিয়ে আমার
বন্ধুর রবোটিক্সে গেলাম এবং সব
ঘটনা খুলে বললাম
বন্ধু বললো প্রমিথিউসের গাইড
কেরি ,কয়েকদিনের জন্য মঙ্গলে রবোটের
ফাইরোর উপর সেমিনারে গিয়েছে ,ও
আসলে প্রমির সব
ঘটনা বলবো এবং একটা কথা ,প্রমির
আচরণ আমাদের রবোটিক্সে এই প্রথম ।
তুই LF সিরিজের আরেকটা রোবট নিয়ে যা
সে রবোটটি আমাকে অনেক সাহায্য
করে ,কিন্তু তাতে প্রমির ছোঁয়া পাই
না ,নিজেকে আর প্রেমিক প্রেমিক
মনে হয় না ,রাতের আঁধারে কেউ আর
হাতে ধরে বলে না ,তোমার
হাতটা এতো ঠান্ডা কেনো ?....
মনটা হু হু করে কেঁদে উঠলো যখন শুনলাম
প্রমিকে ধ্বংশ
করে দেওয়া হয়েছে ,তারমধ্যে নাকি মনুষ্য
ভাইরাস
পাওয়া গিয়েছে যা নাকি রবোটিক্সের
ক্ষতি সাধন করতে পারে ,বিদ্রোহ
করে পৃথিবীকে নিজেদের করে নিতে পারে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.