নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

গুগলীয় প্রপোজ (বইমেলা :১৬,স্বপ্নচারী গল্প ষোড়শ)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

-এই রাইসা ,কেমন আছিস ?
-এইতো ভালো ,তুই ?
-আমিও ভালো ,তুই আজকে একা কেনো ?
-ইরা আজ আসে নি ,তার বোধহয় জ্বর ।আচ্ছা রবি তোকে একটা জিজ্ঞেস করি ?
-কর না ,পারমিশন নেওয়ার কি আছে ?
-কথাটা হচ্ছে ,তোকে আর ইরা কে নিয়ে ,তাই ?
-মানে ?
-তুই ইদানিং ইরার খবর নিচ্ছিস ,ব্যাপার কিরে ?
-আজব তো ,তোরা আমার ফেন্ড না ?তোদের খবর নিতেই তো পারি ,কথাটা এভাবে বলার কি আছে ?
-সেটাই ,তবে কিনা ,তোদের দুজনের মধ্যে একটা দূরত্ব দেখতে পাচ্ছি
-মানে ?
-তুই ওর অনুপস্থিতে যেভাবে খবর নিচ্ছিস ,ও সামনে থাকলে কিন্তু তত খবর নিস না
-ইয়ে মানে ..
-একটা কথা বলি তোকে ,তোর মনের কথা ওকে জানিয়ে দে
-রাইসা ,তুই কি পাগল হয়েছিস ,ও যদি বেঁকে বসে ,পরে ফেন্ডশিপটা ও যাবে ..
-তুই ওকে বন্ধু থেকে আরো কাছে পেতে চাস না ?
-ভয় তো সেখানেই ,যদি সে প্রপোজ একসেপ্ট না করে ,তখন আমার মনের কি অবস্থা হবে ,তাই জানিস .?
-তাহলে ,তুই একাই ভালবেসে মর ..ওদিকে ওর বিয়ে ঠিক হয়ে গেলে ,তোর গলায় আমিই দড়ি পড়িয়ে ,ফ্যানের সাথে ঝুলিয়ে দেবো ..
-বাসায় ফিরে ,রাইসার কথাটাই কানে বাজতে লাগলো ..আমার ইরার যদি বিয়ে হয়ে যায় ,তাহলে আমি বেঁচে কি করবো ?
-সেদিন রাতে ইরার সাথে ,চ্যাটে অনেক বন্ধুসুলভ কথা হওয়ার পরও ,আমার কেনো জানি ফাঁকা ফাঁকা লাগছিলো মনটা ..
-তখনি ,আমার মাথায় অদ্ভুত একটা প্রপোজালের কথা মাথায় আসলো ,যেহেতু আমি সিএসই'র ছাত্র ,সেহেতু অনেক কষ্ট আর বড়ভাইদের হেল্প নিয়ে ,কাজটা শুরু করে দিলাম ,এ বড়ভাইদের একজন গুগলে চাকরি করে এবং তাকে আমার সবকথা বলার পর ,ওনি একটু হাসলেন ,তারপর বললেন ,জীবনে কাউকে ভালোবাসতে পারিনি রে ,তবে তোর পাশে আমি থাকবো ..
-অবশেষে বড়ভাই ৪জন এবং আমিসহ একটা প্রোগ্রামিং তৈরী করলাম ,শুধু ইরার জন্য
-তার ৮টায় আমি আমার ফেসবুকে এবং ভার্সিটির সবাই আছে যে গ্রুপে ,সেখানে একটা স্টাটাস দিলাম "রাত ১২.০১ থেকে পরদিন রাত ১১.৫৯ পর্যন্ত যেকোন কিছু গুগলে সার্চ দেওয়ার অনুরোধ রইলো ,তারপর একটা ম্যাজিক দেখবেন ,সার্চ দাতাদের অবশ্যই চট্টগ্রামের মানুষ হতে হবে "
আমি রাত ১২টার আগেই ফোন অফ করে ,ফেসবুক ডিএক্টবেট করি দিছিলাম ..
সকালে উঠে ফোন অপেন করে মিসকল অর্লাট চালু ছিলো বলে জানতে পারলাম ১২৬টা মিসড কল ,তার মধ্যে ইরার ছিলো ১৩টা
ফেসবুক এক্টিবেট করে দেখতে পেলাম ,কয়েকজন বাদে সবাই স্টাটাস দিচ্ছে "ইরা ,আমি তোমাকে ভালবাসি ,রবি "এমনকি গুগল থেকে স্কিনর্শট নিয়ে ও
তারপর ,ব্যাপারটা বুঝতে আমি নিজেই গুগলে কিছু লিখে সার্চ দিলাম ,যেটা লিখেই সার্চ দি না কেনো ,সার্চের প্রথমে আসছে "ইরা ,আমি তোমাকে ভালবাসি ,রবি"
বড়ভাই এবং আমার কষ্ট সফল হইছে ,তখনি রাইসা ফোন দিয়া ,কইলো ,সিআরবিতে এখনি আয় ..
ভয়ে ভয়ে গেলাম ,দেখি সেখানে ইরা ও বসে আছে ,আমার তো হার্টফেল হওয়ার মত অবস্থা ..
তখনি ,জোর গলায় সে বলতে লাগলো ,তুমি আমাকে পছন্দ করো ,এটা পুরা চট্টগ্রামবাসীদের জানানো কি দরকার ছিলো ?
আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিলো না ,বোকার মত তার রাগমাখা মুখের দিকে তাকিয়ে ছিলাম ,রাগলে ও তাকে ভালো দেখায়
হঠাত্ ইরা আমার উপর ঝাপিয়ে পড়ে ,ইচ্ছে মত আঘাত করতে লাগলো ,তুমি সবার কাছে আমাকে অপমান করেছো ,এবার সে অপমানের মুখে কুলুপ দিতে ,আমাকে তোমার করে নাও
আমি তো সেখানেই ফিট !
রাতে ফেসবুক খুলে দেখি ,রাইসা ফাজিলটা একটা ছবি যেটাতে ইরা আমাকে জড়িয়ে ধরে মারছিলো ,আপলোড দিয়ে ,ইরা আর আমাকে ট্যাগ দিলো with ক্যাপশন "গুগলীয় প্রপোজের নব্য সূচনা"

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

দিল মোহাম্মদ মামুন বলেছেন: গল্পটা ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

রব্বানী রবি বলেছেন: আপনাকে ও অশেষ, ধন্যবাদ @মামুন

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

রানার ব্লগ বলেছেন: খারাপ না, বুদ্ধি টা কাজে লাগবে । :P

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

রব্বানী রবি বলেছেন: আপনি কি কাজে লাগাবেন .. ! :-D @রানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.