নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

কখনো সুযোগ পেলে জানাবে কি?

২৬ শে মে, ২০১৬ রাত ১০:৫৫

যে বয়সটাতে আমার মারবেল খেলার
কথা ছিলো, সে বয়সটাতে আমার
তোমাকে ভালো লেগে
গিয়েছিলো । বড় বড় দান নিয়ে
পকেট ভর্তি করে বাসায় নেওয়ার
চেয়ে ও, তোমাকে দেখা আমার
দরকার ছিলো। কেন যে এ দরকার
ছিলো , সে মানসিকতা আমার
ভেতরে তখনো জন্ম নেয় নি । শুধু
জানি, তোমাকে দেখতে হবে,
লুকিয়ে কিংবা প্রখর রোদে শুকিয়ে
গিয়ে।
লাঠিম ঘোরাতে গিয়ে একদিন পাশ
দিয়ে চলে যেতে দেখলাম, আমার
ভিতর মস্তিষ্কের মাথা ঘুরে গেলো
এতো ছোট ছিলাম চেহারা কিংবা
ফিগার নিয়ে চিন্তা করার
মানসিকতা ও তখনো মগজে খেলে নি
। শুধু খেলেছে, তোমাকে আমার চাই
এ চাই চাই করতে করতে অনেক গুলো
বছর কেটে গেলো। হাওয়ায়
মিলিয়ে গেলো, লুকিয়ে দেখার শত
গল্প
তার অনেক বছর পর সুযোগ হলো, কথা
বলার। আমি তোমাতে, আমার মগজে
ডুকিয়ে রেখে, কথা চালিয়ে
যেতাম
আশ্চার্যের বিষয়, আমি পাগল হয়ে
গেলাম । খুব বেশি উদ্ভট কথা বলতে
শুরো করলাম।
তুমি তাহাতে ভয় পেয়ে সরে গেলে
..
এখন তুমি কেমন আছো জানতে ইচ্ছে
করে ? লোকের সামনে গা ভাসিয়ে
হেসে খেলে মুখশ্রী ঠিক রাখলে,
পৃথিবী জানে, তোমার মন সুখে নেই ,
হারিয়ে যাওয়া চারটি চোখের
গল্পের, কেউ ই তো সুখে নেই..
পরিবর্তন হবে সময়ের কাছে মানুষ !
কিছু স্মৃতি দাগ কেটে দেয় মন, সে
দাগ সময়, কি করে মুছে দিবে ?
কখনো সুযোগ পেলে জানাবে কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.