![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিরে তোর মতলব তো সুবিধে মনে হচ্ছে না ! ওভাবে, নৌকার দিকে তাকিয়ে আছিস কেনো ! আরে এটা তাল গাছ কেটে বানানো হয়। অনেকে নৌকা কিনতে পারে না, তাই এ ব্যবস্থা
বন্ধু সবুজ বেড়াতে গিয়েছিলো, আমার গ্রামের বাড়ি। চট্টগ্রাম শহরে তার ছোটবেলা থেকেই বসবাস, তাই গ্রামের কিছুই তার কাছে অচেনা
আমরা দাঁড়িয়ে আছি ডাকাতিয়া নদীর একপাড়ে। বিকেল বেলা একটু হাওয়া খেতে বের হলাম। বর্ষার সময় নদী আর ধানক্ষেত পানিতে এক হয়ে যায়, আর বর্ষা না থাকলে প্রস্ত ৩০ ফুট এর মতো থাকে
তালগাছ দিয়ে নৌকার মতো দেখতে একে গ্রাম্য ভাষায় "তালের কোন্দা "বলে।
সবুজ কোন্দায় উঠবে। কিন্তুু এতে ২ জনের বেশী উঠা বিপদজনক। আর সবুজ এতো মোটা যে, কোন্দায় উঠার সাথে সাথে পাড়েই সবুজ কোন্দা সহ ডুবে যাবে !
কোন্দার মালিক টাকা পাবার আশায় এবং সবুজের চাপে আমাকে সহ, কোন্দায় উঠায়।
আমার নৌকায় ঘুরতে খুবই ভালো লাগে । কিন্তুু এখন, আমার কেমন জানি কোন্দা তে ভয় লাগছে
কোন্দা মাঝ নদীতে পৌছার সাথে সাথেই সবুজ গান ধরতে শুরু করলো " ও নদীরে, তুই যাস কোথায় রে "..
আমার ভয়টা কমে যেতে লাগলো এবং আমি ও সবুজের সাথে গান ধরতে লাগলাম। অসম্ভব ভালো লাগা শুরু হলো, সাথে নদীর হাওয়া, অসাধারণ লাগছে
অনেকক্ষণ কোন্দায় ঘুরার পর, যখন পাড়ে ফিরবো, তখনি বিপদটা আমাদের মজার মুহুর্তগুলাকে মাটির সাথে মিশিয়ে দিতে লাগলো। আর দশ ফুট ও নেই পাড়ের ভিড়ার দূরত্ব। কিন্তুু তখনি সবুজ সেলফি তোলার জন্য দাঁড়ালে কোন্দা হঠাত নড়ে উঠে ডুবে যেতে লাগলো !
আমার কিছু মনে ছিলো না, কে আছে আমার সাথে । আমি পাগলের মতো সাঁতড়িয়ে পাড়ের কাছাকাছি গিয়ে মনে হলো, সবুজ তো সাঁতার জানে না !!
আমি নদীর দিকে তাকিয়ে দেখি মাঝি তার কোন্দা ডুবে যাওয়াতে বাঁচাতে ব্যস্ত ! কিন্তুু সবুজকে কোথাও দেখলাম না
আমি ভয়ে সবুজ সবুজ বলে আত্নচিৎকার দিয়ে উঠলাম, কয়েকবার
পিছন থেকে একটা হাত আমার কাঁধের উপর, ঘুরে দেখি সবুজ দাঁড়িয়ে !!
ওই বুড়ো মিয়াকে দেখছিস না? ওনি বিপদ আঁচ করতে পেরে, পাড় থেকে একটা দড়ি পাক মারছেন, প্রথম বার আমার দূরত্বে নিতে পারে নি, কিন্তুু পরের বার ঠিকই পেরেছে। পরে একটা ছেলে এসে দড়ি টেনে টেনে উপরে উঠেছে
উপরে উঠে দেখি, তুই পাগলের মতো সাঁতার কেটে পাড়ের দিকে আসতেছিস
এই বুড়ো মিয়া না থাকলে, আজ না ফেরার দেশে চলে যেতে হতো রে। আর তুই আমাকে প্রথমে বাঁচাতে আসিস নি বলে ধন্যবাদ, তাহলে ২ জনে একসাথে নদীর নিচে..
আমার কান্না পেয়ে গেলো এবং সবুজ ও আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো
বেড়াতে এসে, এমন বিপদে সবুজকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর প্রার্থনার প্রতি এ ঘটনার পর আরো দুর্বল হয়ে গেলাম।
©somewhere in net ltd.