![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল শাড়ি আর হলুদ পান্জাবি, বাহ মানিয়েছে তো আমাদের !
হিমু, তোমার সাথে আমার কথা আছে।
বলো, রুপা, তোমার কথা আমি মন দিয়ে শুনছি..
এভাবে, পথে হেঁটে হেঁটে আর কদিন!
কেনো, খারাপ কি!
না, মানে, তুমি, হিমু, বিয়ে করো, তাহলে দেখবে, তোমার পাগলামি, পথ ছেড়ে, বউয়ের দিকে, চলে যাবে..!
দেখো, রুপা আমি বুঝতে পারছি, তুমি, অনেক রাত, সকাল করেছো, আমার পথ চেয়ে.. কিন্তুু মহাপুরুষ...
থাকো, তোমার মহাপুরুষ নিয়ে, আমি চললাম..
রুপা চলে যাওয়ার, পথে নামলাম, এ বোকা মেয়েটা, জোর করলেই তো হয়, আমি পথে হাঁটলে ও তো, আমার, মহাপুরুষ হওয়ার অগোচরে, একটু ভাব -ভালোবাসা জাগে..
কিছুদূর গিয়ে, জ্যামে আটকে থাকা রুপা, কেঁদে, কেঁদে, চোখ ভাসাচ্ছে, পাশে উৎসুক জনতা, লোভাতুর চোখে, মজা নিচ্ছে..
থাকুক গে রুপা, আমি চললাম, যে, জোর করে চাইতে জানে না, তার কেঁদেই জীবন পার করা উচিত..
আজ ১৯ জুলাই, ২০১২ সালের এইদিনে দুই বাংলার অজস্র ভক্তিকে কাঁদিয়ে চলে গেলেন, প্রিয় লেখক, হুমায়ন...
©somewhere in net ltd.