![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমে বাসে করে, সীতাকুন্ড বাজারের, পন্থিছিলায় পৌছলাম। বাজার থেকে পন্থিছিলার দূরত্ব ৫মিনিটের গাড়ি পথ। সেখান থেকে পায়ে হেঁটে, রেললাইনের দিকে যাবেন। রেললাইন ধরে হাতের বাম দিকে ২ মিনিট হাঁটলেই একটা মাটির রাস্তা পাবেন
রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অপরুপ সৌন্দর্যময় পাহাড় দেখতে পাবেন । তার কিছুদূর গিয়ে ঝিরিপথ পেয়ে যাবেন। ঝিরিপথ দিয়ে হাঁটতে থাকবেন । প্রায় ৩০ মিনিট হাঁটার পর, হাতের বামে সরু একটি ঝিরিপথ দেখতে পাবেন। সেখান দিয়ে হাঁটতে হবে। না চিনলে স্থানীয়দের হেল্প নিতে পারেন
ট্র্যাকের আসল রোমাঞ্চ, ওই ছোট ঝিরিপথেই। ৫-৭ মিনিট হাঁটার পর, একটি পাহাড়ের উপর খাড়া পথ অতিক্রম হয়ে উপরে উঠে গেছে। এখান দিয়ে উপরে উঠতে থাকুন। উপরে উঠে একটু জিরিয়ে আবার নিচের দিকে নামতে থাকেন, আবার ঝিরিপথ দেখতে পাবেন, হাতের ডানদিকে যাবেন। পুরা ট্র্যাকের এইটাই ভয়াবহ কষ্টের। এখান থেকে উপরে তাকালে চন্দ্রনাথ মন্দির দেখতে পাবেন
ঝিরি ধরে ২০ মিনিট হাঁটলেই, ঝরঝরি ঝর্ণাটি দেখতে পাবেন । সেখান থেকে বামদিকে উপরে উঠলে অনেক সুন্দর খুম এবং ক্যাসকেড দেখতে পাবেন
পুরা ট্র্যাকে ৫ঘন্টা হাঁটতে হবে..
ছবি : ক্যাসকেড
ছবি : ঝরঝরি ঝর্ণা
[img|http://s3.amazonaws.com/somewherein/pictures/MDGOLAMRABBANI2424/MDGOLAMRABBANI2424-1473435484-0e70f3c_xlarge
ছবি : ঝর্ণার খোঁজে
ছবি : পাহাড়ে ট্র্যাক
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ নতুন একটি ঝর্না দেখার ঠিকানা পাওয়া গেল ।
শুভেচ্ছা রইল ।