| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সবাই ভুল হয়ে যাবে
মৃত্যু নামক যন্ত্রনায়
একদিন সবাই ফুল হয়ে যাবে
ভালোবাসার বন্দনায়।
একদিন সবাই এককাতারে
হয়তো ভালো, হয়তো অাশায়
উঠবো জেগে, ওপারে।
সেদিনও কি মিষ্টি বকুল
গন্ধ ছড়াবে এপারে !
ঘ্রাণের দিকে ছুটে আসার
ব্যাকুল অাভাস, ভালো কাজের ব্যাপারে।
Fb: Rabbani Robi 
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
রব্বানী রবি বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো কবিতা, সুন্দর লিখেছেন।