নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

এ কেমন দেশ !

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:১০

আপনার বেশ্যাপল্লী খারাপ লাগে,বিকেল ঘণিয়ে সন্ধে নামার প্রাক্কালে বিভিন্ন মোড়ে খদ্দেরদের জন্য তারা দাঁড়িয়ে থাকে,আপনার না পুরা সমাজ তাদের ঘৃণা করে, কই, তাদের উপর তো আপনি কখনো হামলা করেন নি !

একজন মানুষের আদর্শের সাথে আপনার আদর্শ মিলছে না। ধরুন আপনার ভাইয়ের সাথে আপনার আদর্শ মিলছে না, আপনি কি তার উপর হামলা করবেন?

মানুষটা আপনার পছন্দ না হতে পারে, তাই বলে তার উপর হামলা করবেন ! তাও ধর্মের নাম করে ?
এটা কি বর্বরতা নয়? যদি আপনি যদি মনে করেন এটা সঠিক, তাহলে, হয় আপনার মাথা ব্রেনওয়াশড অথবা আপনি ধর্মের বিষয়গুলা ঘুলিয়ে ফেলছেন !

যে মানুষটা দেশের জন্য অনেক কিছু করে যাচ্ছেন, সে মানুষটা আপনার অপছন্দ, আর তাই মেরে দিলেন।! বাহ, বেশ তো।

আপনার আশেপাশে তো অনেক অপছন্দনীয় মানুষ আছে, ঘুষখোর, চাঁদাবাজ, আরো অনেকে। কই কখনো তো শুনলাম না, তাদের উপর হামলা হতে !
আপনিও সুবিধা পাওয়ার জন্য, কখনো ঘুস দিয়ে কাজ সারিয়ে নিচ্ছেন ! আপনার কি আপনাকেই হত্যা করা উচিত না? ভেবে দেখুন তো...

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


পেটের তাগিদে যারা বিনা-ইচ্ছায় জিং জিং করতে দেয়, তাদের উপর আপনার ক্ষোভ দেখছি! প্রশ্নফাঁসের সুযোগ নিচ্ছেন?

২| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:২২

রিএ্যাক্ট বিডি বলেছেন: হমমম

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

রব্বানী রবি বলেছেন: জ্বি

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৫

রব্বানী রবি বলেছেন: পেটের তাগিদেই তাহলে আজ হামলাটা হলো!

৩| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৩

আবু তালেব শেখ বলেছেন: মানুষ এখন অমানুষে রুপান্তরিত হইছে। না হলে এরকম হামলা কোন মানুষের হতে পারেনা

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৪

রব্বানী রবি বলেছেন: এটা একদিন আরো ভয়ংকর রুপ নিবে একদিন

৪| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:২৪

চাঁদগাজী বলেছেন:


যারা পড়ালেখার সুযোগ পায়নি, চাকুরী পায়নি, দেহ বিক্রয় করে চলছে, তাদের উপর হামলা না হওয়াতে আপনার মনে কষ্ট হচ্ছে? এটা ভংকর ভাবনা কিন্তু

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১০:৪৩

রব্বানী রবি বলেছেন: সুযোগ করে নিতে হয়। তাই বলে আপনি খারাপ হয়ে যেতে তো পারেন না

৫| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধর্মকে পেশা হিসেবে নিয়ে এবং নিজের চোদ্দ গুষ্ঠির ভবিষ্যৎ ভেবে আমাদের স্বার্থলোভী কাঠমোল্লা ও ধূর্তরা প্রতিনিয়ত যেভাবে ব্রেইন ওয়াশ করতে তাতে এমন আগাছা - নরপিশাচ আরো বহুগুণ বাড়লেও অবাক হওয়ার কিছু নেই।

জাতি হিসেবে আমরা.... অসচেতন। ৯০% মানুষের ভাবনা বেডরুমের মধ্যে সীমাবদ্ধ।

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪০

রব্বানী রবি বলেছেন: একজন শিক্ষকের সম্মানটা যদি একজন বুঝতো, তাহলে আজ এই রকম হতো না

৬| ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: বাবা ছিলেন একজন সৎ সাহসী মুক্তিযোদ্ধা তাঁর সন্তান আমেরিকার লোভনীয় অফার ছেড়ে দেশের মাটিকে ভালবেসে চলে আসলেন, এটা কি অপরাধ ছিলো?

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৪২

রব্বানী রবি বলেছেন: এদেশে গুণীদের কদর নেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.