নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুমায়ূন আহমেদের বই যখন পড়ি, তখন আমার লেখার ইচ্ছাটা জেগে উঠে। আপাতত ছোট গল্প দিয়ে না হয় শুরু করলাম..

রব্বানী রবি

রব্বানী রবি

রব্বানী রবি › বিস্তারিত পোস্টঃ

সেহরীতে জুলুম চলে কুমিল্লার রেস্টুরেন্টে

২৮ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১


চট্টগ্রাম - ঢাকা হাইওয়েতে সেহরীর জন্য থামে কুমিল্লায়। সেহরী খেতে হবে প্যাকেজ সিস্টেম ২৪০টাকা, ২৮০টাকা, ৩০০ টাকা। অথচ ১০০ টাকার খাবারও দেয় না।

রোজার সময় বাস থেকে নেমে ওই টাইমে অন্য কোন উপায়ও থাকে না। কার কাছে কমপ্লেইন দিবেন? প্রশাসনের পকেটে তো আগে থেকেই মাল ডুকিয়ে দিয়েছে।

সেহরীর আর ১০ মিনিট বাকি। তখন ২টা লোক এসে বসলো, সেহরী খাবে। যখন খাবারের দাম শুনলো তখন তাদের চেহারার অবস্থা দেখে আপনারও মন খারাপ হয়ে যাবে।

যারা রাতে যাবেন, তারা খাবার নিয়ে যাবেন। আল্লাহ এই জুলুমদের বিচার অবশ্যই করবে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ সুবহানু তায়ালা জুলুমকারীকে ভালোবাসেন না। তাই জুলুমকারী ব্যক্তিকে পরোকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। (সহীহ বুখারি, হাদিস নং ২২৮৬)
মজলুম ব্যক্তির ফরিয়াদ আল্লাহ কবুল করেন। এ ছাড়া কারো প্রতি জুলুম করা হাদিসের পরিভাষায় কবিরা গুনাহ। হজরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত হয়েছে, হজরত রাসূল (স.) এরশাদ করেছেন, তুমি মজলুমের ফরিয়াদকে ভয় করবে। কেননা তার ফরিয়াদের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না।

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩২

রব্বানী রবি বলেছেন: এটা যদি সবাই বুঝতো !

২| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



১নং মন্তব্যে ব্লগার নুরু সাহেব যা বলেছেন, তা কুমিল্লার সেহরী বিক্রেতাদের জানিয়ে দেবেন, সমস্যা শেষ!

২৮ শে মে, ২০১৮ রাত ৮:৩২

রব্বানী রবি বলেছেন: সবাই জেনেই এসব করে

৩| ২৮ শে মে, ২০১৮ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: স্রেফ ওরা অমানুষের বাচ্চা।

২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৬

রব্বানী রবি বলেছেন: ঠিক ভাই

৪| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:০৭

অর্থনীতিবিদ বলেছেন: তারা অবস্থার সুযোগ নেয়। এদের কঠিন শাস্তি হওয়া দরকার। কিন্তু দুঃখজনক হলো কোনো শাস্তিই হবে না। তাই লেখক যে পরামর্শ দিয়েছেন সেটা মেনে চলাই উত্তম। দূরের যাতায়াতে সবাই সাথে খাবার রাখবেন।

২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৭

রব্বানী রবি বলেছেন: দেশটাকে আমরা দেখতে চাই একরকম। কিস্তুু হয়ে যাই অন্যরকম

৫| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:১৪

গোধুলী বেলা বলেছেন: একদম সত্য বলছেন ভাইহহোটেল
গ্রীন ভিউ ১৯/০৫/১৮ তে সেহরি করলাম। খাবার আইটেম জিগালাম বলল গরু আছে।যাই হোক গরু ২৪০ শুনার পরেও অর্ডার দিলাম,গরু +সিংগেল ডিশ ভাত+৫০০ মিলি পানি=৩৫০
সিঙ্গেল ডিশ ভাত আর ৫০০ মিলি পানি = ১১০ টাকা।
নিজের ভেতর রাজকীয় ভাব চলে আসল বিল দিতে গিয়ে,
সেই আনন্দে ২০ টাকা বখশিশ ও দিয়ে এলাম।

২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৮

রব্বানী রবি বলেছেন: হা হা হা। রাজা মানুষ আপনি বটে !

৬| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৩৭

শামচুল হক বলেছেন: এরা হলো হোটেল নামে ডাকাতের বংশধর।

২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৮

রব্বানী রবি বলেছেন: ঠিক বলেছেন ভাই

৭| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪০

শিখণ্ডী বলেছেন: সবাই খায় তাই ওরা গলা কাটেে। রোজায় জিনিষ-পত্রের দাম বেড়ে যায়। ওদের গালাগাল না দিয়ে সংযমি হলে সমস্যা কোথায়? রাস্তায় বেরুতে দুটো কলা, দুটো সেদ্ধ ডিম আর পানি ব্যাগে রাখলে ওরা সোজা হয়ে যেত। আজ পানি আর চা খেয়ে রোজা ছিলাম, তো কী হয়েছে? দুই এক দিন না খেলে কী হয়?

২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৯

রব্বানী রবি বলেছেন: সেটা ভালো বলেছেন

৮| ২৮ শে মে, ২০১৮ রাত ৯:৪৯

কাইকর বলেছেন: একশন নেওয়া হোক

২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৯

রব্বানী রবি বলেছেন: কে নিবে?

৯| ২৮ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: আহ! আফসোস! কি বা করার আর।

২৮ শে মে, ২০১৮ রাত ১১:৩৯

রব্বানী রবি বলেছেন: জ্বি ভাই

১০| ২৯ শে মে, ২০১৮ সকাল ১০:১৯

হাঙ্গামা বলেছেন: ওরা টাকা নিয়ে কবরে যাবে।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৫

রব্বানী রবি বলেছেন: সেটাই

১১| ২৯ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭

কিশোর মাইনু বলেছেন: কয়েকদিন আগে চিটাগাং থেকে ঢাকায় আসছিলাম।সেহেরিতে তাজমহল হোটেলের অইখানে থামল।
ডুকলাম।
গরুর মাংস আর ভাত।
খাওয়া দাওয়া করে ভাবলাম এইখানে তো বলে দাম বেশী ২০০র মত আসতে পারে।
বাট যখন বিল আসল সেটা ছিল ২৭৫টাকার বিল।আমি মনে করলাম ভুলে হয়ত অন্য কারো বিল দিয়ে দিছে।
তখন বলল গরুর দাম ২৫০!!!

রমজান মাস,সেহেরি।
মানুষের সেহেরি করতে বাধ্য।একে ব্যবহার করে তারা শুরু করেছে ব্যবসা।

২৯ শে মে, ২০১৮ রাত ৯:৪৫

রব্বানী রবি বলেছেন: আল্লাহ সইবে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.