| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
শরীরে হঠাৎ গরমের তাপ লাগলো। পিছন ফিরে দেখে,বন্ধ দরজায় আগুনের হলকা!
প্রতিদিন রাতে সোহান তার প্রেমিকার সাথে কথা বলতে বের হয়। ঘরে প্রবেশের একটাই দরজা। সেটা সোহান সামনে থেকে বন্ধ করে প্রতিদিনের মতোই বের হলো। কানে হেডফোন লাগিয়ে কথা বলেই যাচ্ছে। কিন্তু সেদিন ঘরে যে বিস্ফোরণ  ঘটেছিলো,তার শব্দ তার কানেই যায় নি। হয়তো প্রেমে খুবই মত্ত ছিলো সোহান।
ফায়ার সার্ভিস এসে যখন আগুন নিভানোর পর লাশ উদ্ধার করলো, লাশগুলা পাওয়া গেলো, একেবারে দরজার সামনে !
আগুনে পুড়ে তার প্রেমিকার চেয়ে, প্রিয় মানুষেরা তার জন্যই শেষ হয়ে গেলো। দোষটা কার প্রেমের নাকি নিয়তির!
সোহান নিজেকে এখন ক্ষমা করবে কি করে!
~ রব্বানি রবি
২৫.১২.২০১৮ 
 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:১১
রব্বানী রবি বলেছেন: কি?
২| 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:২৭
যোখার সারনায়েভ বলেছেন: বিস্ফোরণ এর আওয়াজের দোষ। তার আরেকটু জোরে বিস্ফোরিত হতে হত !
 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১২
রব্বানী রবি বলেছেন: জ্বি ভাই
৩| 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: ‘‘ভালোবাসা থাকলে সব হয়।’’
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
 
২৫ শে ডিসেম্বর, ২০১৮  রাত ১০:১৩
রব্বানী রবি বলেছেন: পরিবার কি ফিরে পাওয়া যাবে?
৪| 
২৭ শে ডিসেম্বর, ২০১৮  দুপুর ১২:৪৭
ফয়সাল রকি বলেছেন: লেখা ভাল হয়েছে, আরেকটু সময় নিয়ে আরেকটু বড় করে লিখুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৮  রাত ৯:০৫
আর্কিওপটেরিক্স বলেছেন: শেষ???