নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

বিধাতা

১৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

কত সুন্দর করেছ এই জাহান
যে দিকে ছাহিয়া দেখি
পাই তোমারি বিচিত্র নিদরশন।


দিয়েছ মোদের পবিত্র বাণী
দেখায় মোদের সঠিক পথ।

জন্ম বিনাশ ইহকাল পরকাল
আসমান জমিন চন্দ্র রবি
দিয়েছ সবই মোদের তরে।

আদারে চলিবে যে
নিরালোক হবে সে,

যে চলিবে সরল পথে
পরলোক হবে তার দীপ্তমান।

দু'হাত তুলিয়া বিধাতা
করি তোমায় নিবেদন
চালাও মোদের উত্তম পথে
হে জগত পিতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.