![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।
কত সুন্দর করেছ এই জাহান
যে দিকে ছাহিয়া দেখি
পাই তোমারি বিচিত্র নিদরশন।
দিয়েছ মোদের পবিত্র বাণী
দেখায় মোদের সঠিক পথ।
জন্ম বিনাশ ইহকাল পরকাল
আসমান জমিন চন্দ্র রবি
দিয়েছ সবই মোদের তরে।
আদারে চলিবে যে
নিরালোক হবে সে,
যে চলিবে সরল পথে
পরলোক হবে তার দীপ্তমান।
দু'হাত তুলিয়া বিধাতা
করি তোমায় নিবেদন
চালাও মোদের উত্তম পথে
হে জগত পিতা।
©somewhere in net ltd.