![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।
বিশ্ব বিখ্যাত গ্রীক ঐ নাট্যকার জন্ম আজ থেকে ২৫০০ বছর আগে এয়াদশীী শতাব্দীতে ফ্রান্সের প্যারিতে তার একটি জিবনীগ্রন্থ আবিস্কৃত হয়। তার জন্ম এথেন্সনগরের সন্নিকটবতী কলোনাসে গ্রামে, অনেকের মতে তার জন্ম ৪৯৬খৃষটাবদে। তার পিতা সোফুলাল এথেন্সর একজন ধনাঢ্য অস্ত্র কার বারি ছিলেন।
তিনি শৈশবে সংগীত,কাব্য,নৃত্যকলা ও জিমন্যাসটিকে শিক্ষালাভ করেন।তার বয়স তখন ১৫ বছর তখন তিনি সালমিসের নৌযুব্দে বিজয় উদযাপননের লক্ষে আয়োজিত অনুষটানের কোরাসদলের প্রধান নিবাচিত হন।
তিনি ১২০ টির বেশি নাটক রচনা করেন বলে প্রাচিন গ্রীক গবেষকের ধারনা,১২০টি নাটক এর মধ্যে শুধু ৭টি নাটক পাওয়া যায়,৭টি মধ্যে ৩টি নাটকের জন্য জগৎজোরে খ্যাতি অজন করেন। এগুলো হল - ইদিপাস,কলোনাসে ইদপাস ও আন্তিগোনে। এই তিনটি নাটকের কাহিনি একই সুএে গাঁথা।
বাকি গল্প নিয়ে আরেক দিন।
২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০৩
নতুন বলেছেন: ইদিপাস পড়ে অবাক হতে হয় যে ঐ সময়ে এই রকমের সাহিত্য রচনা করেছিলেন তিনি।
৩| ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯
রিকি বলেছেন: আলোর পাঠশালা কার্যক্রমের বদৌলতে আমার আন্টিগোনি পড়ার সৌভাগ্য হয়েছিল---- নতুন ভাইয়ের সাথে একমত, তার নাটক গুলো যেন হাত দিয়ে ছুঁয়ে দেখা যায়। অনেক অনেক অ্যাডভান্স ছিল তারা সেই সময়েই।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৭
parvaj বলেছেন: ঠিক বলেছেন রাইহান
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৪
রায়হান শাকিল বলেছেন: একই সুত্র এবং একই মানুষকে কেন্দ্র করে.।.। শেক্সপিয়ার এর আগে পর্যন্ত ধরে নেয়া হয় এই তিনটি পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি নাটক.।।।