![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত ধরনের নেয়ামত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো সন্তানের জন্য পিতামাতা আর পিতা মাতার জন্য সন্তান।মনে করুন সেই গভীর রাতের কথা যে রাতে প্রসব ব্যাথায় ছটফট করছিলো আপনার মা আর আপনার বাবা সারারাত নির্ঘুম কাটিয়েছেন আপনার প্রতিক্ষায় আর সেই আপনি যখন ভুমিষ্ট হয়ে কেঁদে উঠলেন মা তাঁর প্রসব বেদনা ভূলে গেলেন। আপনার বাবা তাঁরনির্ঘুম রাতের ক্লান্তি ভুলে গেলেন।
আবার এই আপনি রাতের বেলা ডানদিকে পেশাব করে দিলেন মা আপনাকে বাম দিকে নিয়ে আসলেন আবার বাম দিকেও পেশাব করে দিলেন এবার মা আপনাকে বুকে নিয়ে সারারাত পেশাবে ঘুমিয়ে কাটালেন।
মনে করুন সে দিনের কথা যখন আপনি প্রচন্ড জ্বরে আক্রান্ত,সারারাত আপনার মা বিছানায় বসে আপনার মাথায় পট্টি দিলো আর বাবা নামাজের বসে আল্লাহর দরবারে নিজের জীবনের বদলে আপনার সুস্থতা চাইছেন।
ঐশি রহমান, মাত্র ১৭বছরের এক কিশোরী তার মা বাবাকে হত্যার পরিকল্পনা সাজালো। আজ ঐশী রহমান এর ফাঁসির সাজা ঘোষিত হয়েছে, এ খবর শুনার পর আমার এতো খারাপ লাগলো যে আর বলার মতো নয়।
আমাদের সমাজের সর্বত্র আজ পচন ধরেছে সমাজের সর্বত্র একটা ইমব্যালান্স কাজ করছে।এর একটাই মাত্র কারন পুজীবাদি ভোগবাদী সমাজ আমাদেরকে শিখায় শুধু অর্থই সবকিছুর মূল। আর তাই বাবা মা অর্থের পিছনে ছুটতে গিয়ে একবার খেয়াল ও রাখেনা তার সন্তানটি কোথায় আছে? কি করছে? কার সাথে মিশছে?
ঐশি রহমান এর এই ঘটনা আমাদের জন্য অশনী সংকেত, সমাজের সার্বিক চিত্রের ট্রেলার।
এর থেকে পরিত্রানের উপায় জানতে চান? আমার কাছে এর সমাধান আছে।
আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা ইচ্ছা বানান, তবে তার আগে আপনার সন্তানকে ধর্মের শিক্ষা দিন। এতে করে সে হবে কোরআন পড়নে ওয়ালা ডাক্তার, নামাজ পড়নে ওয়ালা ইঞ্জিনিয়ার।
বিশ্বাস করুন যদি ধর্মের আদর্শ আর শিক্ষায় আপনার সন্তানকে আদর্শবান না করেন তাহলে হয়তো কে জানে আপনার ঘরেই আরেক ঐশী জন্ম নেবে।
আল্লাহ আমাদের সহায় হোন আমিন।
২| ১৩ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১২
চলন বিল বলেছেন: ঠিক আছে ইনশা আল্লাহ
৩| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
parvaj বলেছেন: ধন্যবাদ
নিরব শান্ত ও চলন বিল
৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
"মনে করুন সেই গভীর রাতের কথা যে রাতে প্রসব ব্যাথায় ছটফট করছিলো আপনার মা আর আপনার বাবা সারারাত নির্ঘুম কাটিয়েছেন "
-গভীর রাতেই বাচ্ছা হয়?
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৯
নিরব শান্ত বলেছেন: পৃথিবীর সবকিছুয় আল্লাহতায়ালার পক্ষ থেকে নেয়ামত।
ধন্যবাদ লেখাটির জন্য।