নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

প্যারিস হামলা/ ৩য় বিশ্বযুদ্বের আগমনি বার্তা কি?

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪২

গতকাল প্যারিসে হামলার পর থেকে একটা জিনিস মাথায় ঘুরছে। সারাদিন এই ভাবনাই মনের গহীনে উঁকি দেয়, যে আইএস জঙ্গী আমেরিকার সৃষ্টি সেই জঙ্গী বাহিনী কেন আমেরিকার দোস্ত ফ্রান্সকে আক্রমন করতে গেলো। কিভাবে ফ্রান্সের নিরাপত্তা বেষ্টিনী ভেঙ্গে অনেকগুলো অস্র গোলা বোমা নিয়ে জঙ্গী বাহিনী প্রবেশ করলো। সিসি ক্যামেরাগুলোর কি হয়েছিল? কোথায় ছিলো নিরাপত্তা বেষ্টনী?

মনের গহীনের প্রশ্ন আর তথ্য উপাত্ত নতুন কিছু কথা মনে করিয়ে দিচ্ছে। আপনাদের মনে আছে টুইন টাওয়ার এর কথা, ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা হলো। দুইটা বিমান মাঝখান থেকে ঢুকে পুরা ভবন কিভাবে মাটির সাথে গুঁড়িয়ে দেয় তা আজো কারো মাথায় আসছেনা, তবে সে হামলায় যে আমেরিকার লাভ হয়েছে তা আজ প্রমানিত। এই টুইন টাওয়ারের ছুতা ধরে আমেরিকা ইরাক আক্রমন করে বসলো। পুরো মধ্যপ্রাচ্য নরকে পরিনত হলো, সে যুদ্ধ আজো থামেনী। আজো প্রতিদিন হাজার হাজার মুসলিম নরনারী লাঞ্চিত হয়,আবু গারিব কারাগারে পিশাচ নরপশুরা মুসলমানের দেহ নিয়ে উল্লাস করে, আজো বাগদাদের ঘরে ঘরে আমেরিকার সৈন্যরা নিরিহ বাগদাদীদের ধর্ষন করে, মায়ের সামনে মেয়েকে,মেয়ের সামনে মা'কে। কেউ তাদের রুখবার নেই, কেউ কিছু বলার নেই।

যে ওসামার বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করেছে বলে জানাচ্ছে সেই ওসামা কিন্তু আমেরিকারই সৃষ্টি। আবার এই আইএসও কিন্তু আমেরিকার সৃষ্টি।

ফ্রান্সে হামলা করা হলো, কিছু নিরিহ মানুষ মারা গেলো। কিন্তু দিনশেষে লাভ কিন্তু আমেরিকা আর তার মিত্র ফ্রান্সের। এ ছুতোয় তারা মধ্যপ্রাচ্য আক্রমন করে বসবে, বলবে আইএসকে শিক্ষা দিতেই আমরা সিরিয়া আক্রমন করছি, শুরু হবে আবার লুট তরাজ লিবিয়ার তেল,মাটির নিচের সব সম্পদ। মাঝখানে রাশিয়াকে একটা টাইট দেয়া যাবে।

আরেকটা কথা এই যে শ'খানেক লোক মারা গেলো, ফিলিস্তিনে কিন্তু প্রতিদিন এরচেয়ে বেশী শিশুকে হত্যা করা হয়,আমেরিকান সেনারা ইরাকে এর চেয়ে বেশী মানুষ প্রতিদিন হত্যা করে। কই তখন তো বারাক ওবামা কিংবা বিশ্ব নেতৃবৃন্দকে এতোটা উদগ্রীব হতে দেখিনা। তখন কেন বিশ্বজুড়ে নিন্দার ঝড় দেখিনা? মুসলমানের রক্ত কি এতই মূল্যহীন? প্রশ্ন রইলো পাঠকের কাছে।

ফ্রান্স আমেরিকার ভয়ংকর খেলা চলছে, ৩য় বিশ্বযুদ্ধ শুরু হওয়া এখন সময়ের ব্যপার। চারদিকে বাজছে যুদ্ধের দামামা। একদিকে আমেরিকা ও তার মিত্ররা অন্যদিকে রাশিয়া,ইরান,চায়না ব্লক। জানিনা কি পরিনতি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য।

তবে আমার মতে এ সব কিছুর জন্য দায়ী মুসলমানেরা,তারা তাদের কোরআন ভুলেছে,নবীর হাদিস ছেড়েছে, ভুলেছে তাদের অতীত ইতিহাস।

জানিনা আর কতদিন অপেক্ষা করতে হবে তারিক বিন জিয়াদ কিংবা সালাহউদ্দিন আইয়ূবীর। নাকি ইমাম মাহদি আসার সময় ঘনিয়ে এসেছে, অপেক্ষায় আছি মহামহিমের সিদ্ধান্তের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.