নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

ও প্যারিস!!! প্রিয় প্যারিস

১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

ও প্যারিস!! প্রিয় প্যারিস,
আজ তোমাকেও ছুঁয়ে গেল সেইসব শহরের দীর্ঘশ্বাস .............

গাজা, হামা, আলেপ্পো, হোমস, দামেস্ক, বাইরুত, কাবুল, বাগদাদ, সানা, ত্রিপলি..........

আমি প্রতিহিংসাপরায়ন নই, তোমাকে ভালোবাসি ঠিক আগের মতই,
তোমার এই বিষাদের দিনে, খুব জানতে ইচ্ছে করছে,
কাবুল বাগদাদের শিশু আর রমনীদের কান্না
কেন তোমাকে নাড়াতে পারলোনা একটি বারও
ভেবে দেখো প্রিয়জন হারানোর বেদনা কতো কষ্টের।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:

নিজে খারাপ হলে, পৃথিবীর সবাইকে খারাপ মনে হয়; আফিমের চাষ ফ্রান্সের মানুষ এসে করে না; বাংলাদেশে লেখকদের ফ্রান্সের মানুষ এসে মারে না; পাকিস্তানে শিয়া মসজিদে বোমা ফরাসীরা ফেলে না; কুর্দীদের উপর গ্যাস বোমা ফরাসীরা ফেলেনি।

নিজে খারাপ হয়ে সবাইকে দলে টানার চেস্টা করছেন?

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই বিষাদের দিনে, খুব জানতে ইচ্ছে করছে,
কাবুল বাগদাদের শিশু আর রমনীদের কান্না
কেন তোমাকে নাড়াতে পারলোনা একটি বারও
ভেবে দেখো প্রিয়জন হারানোর বেদনা কতো কষ্টের।।

...
মানবতার তো কোন দেয়াল থাকতে নেই
মানবতার ধর্মই হল মানবতা!

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬

আমার পথ চলা ১ বলেছেন: যারা ইরাক, লিবিয়া, সিরিয়ায় গুলি ও বোমা মেরে মেরে লক্ষ লক্ষ নিরিহ মানুষ মারছে, যারা আল-কায়েদা আর আইএস জন্ম দিয়েছে, বর্তমানে তারা স্বীকারও করছে যে - তারা ইচ্ছাকৃত ভাবে এসব করেছে, তাদের দেশে সামান্য একটা ঘটনায় (তুলনামূলক) শ'খানেক মানুষ মরাতে, আমাদের দেশের মানুষের সহানুভুতি দেখে মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে! পুরো বিষয়টি দেখেতো সহজেই বোঝা যাচ্ছে - তারা তাদের কৃত কর্মের প্রতিক্রিয়ায় অক্রান্ত হচ্ছে... নিউটনের তৃতীয় সূত্রের মত

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৬

parvaj বলেছেন: চাদগাজী কেন বলছেন জানতে পারি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.