নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

চলেন সবাই প্রোফাইল পিকচার পাল্টায়

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৩



ফ্রান্সে সিরিয়ার শরনার্থী ক্যাম্পগুলোতে আগুন দেওয়া হচ্ছে। কথিত প্যারিস হামলাকে অজুহাত করে প্যারিস হামলার ঘণ্টা খানেকের মধ্যেই গভীর রাতে ঘুমন্ত শরনার্থী ক্যাম্পে আগুন দেয় ফ্রান্সের অধিবাসীরা। দূর থেকে প্রকাশিত ভিডিও ও ছবিতে, বিশাল অগ্নি কুণ্ডলী জ্বলতে দেখা গেছে, উল্লেখ্য আগুনে পুড়িয়ে ফেলা রিফিউজি ক্যাম্পে ৬ হাজার সিরিয় শরনার্থী বাস করতো। তবে হতাহতের কোন খবর প্রকাশ করা হয়নি।

জানাও জায়নি কতো লোককে হত্যা করা হয়েছে, তবে এসব নিয়ে টেনশন কইরেন না, এসব কোন ঘটনা না, ওগুলা মুসলমান ছিলো, মুসলমানের রক্তের কোন দাম নাই। চলে সবাই ফেসবুকের প্রোফাইল চেঞ্জ করে প্যারিসের জন্য কান্নাকাটি করি।

খবরের সূত্র:
১) Click This Link
২) http://goo.gl/C8RAch
৩)http://www.voice.pk/…/syrian-refugee-camp-in-france-set-on…/

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: সব ভন্ডামি মুর্খামি।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:

আপনারা তো প্রপাগান্ডা চালাচ্ছেন; ওদের রক্ষা করার জন্য ফ্রান্স আছে।

আপনারা যদি কাউকে আক্রমণ করেন, তাদের রক্ষার জন্য কেহ থাকবে না।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

গেম চেঞ্জার বলেছেন: ওরা কতটুকু সভ্য সেটা দেখাতে হইবে না?

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

রোষানল বলেছেন: যারা আবাল বাঙালি তারাই পুপাইলে পারাঞ্চের ফতাকা লটকাইব ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.