নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

হিন্দু ধর্মের গোপন তথ্য,হযরত মুহাম্মদ (সাঃ) পরিচয়

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১

হিন্দু ধর্মের গোপন তথ্য । হিন্দু গ্রন্থে হযরত মুহাম্মদ সাঃ এর পরিচয় ও হিন্দু সম্প্রদায়কে ইসলাম গ্রহনের নির্দেশ । যে জন্য যুগে যুগে বহু সত্য সন্ধানী শিক্ষিত হিন্দু , ইসলাম গ্রহন করেন ।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ¤¤¤

কল্কি অবতারের (শেষ নবীর) নামঃ
নরাশংস । আহমদ ।

পিতার নামঃ বিষ্ণুযশ ।

মাতার নামঃ সুমতি ।

জন্মস্থলঃ সম্ভল ।

জন্মতারিখঃ মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখ ।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ¤¤¤

এবার উপরের পরিচয়টা যে হযরত মুহাম্মদ সাঃ এর সেটা দেখুন ।
নাম-
সংস্কৃতেঃ নরাসংশ = অর্থঃ প্রশংসিত(বেদঋগ্ বেদ ১-১৮-৯)

আরবীতেঃ মুহাম্মদ= অর্থঃ প্রশংসিত । (কুরঅন ৪৮-২৯, ৩৩-৪০)
এবং আহমদ শব্দ বেদঋগ্বেদে ৮-৬-১০ ,
ও কুরআনে ৬১-৬ ।

পিতার নামঃ
সংস্কৃতেঃ বিষ্ণুযশ=অর্থঃ প্রভুর দাশ , (শ্রীমদ্ভাগবত মহাপুরান ১-৩-২৫)

আরবীতেঃ আবদুল্লাহ = অর্থঃ প্রভুর দাশ

মাতার নামঃ
সংস্কৃতেঃ সুমতি=অর্থঃ শান্তি (কল্কি পুরান ১-৪),

আরবীতেঃ আমিনা=অর্থঃ শান্তি ।

জন্মস্থানঃ
সংস্কৃতেঃ সম্ভল=অর্থ শান্তির ঘর (শ্রীমদ্ভগবত মহাপুরান ১২-২-১৮)

আরবীতেঃ দারুল আমান=অর্থঃ শান্তির ঘর । মক্কাকে  বালাদুল আমিন অর্থ শান্তির শহরও বলা হয় ।

জন্ম তারিখঃ
মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশ তারিখ জন্ম গ্রহণ করবেন ।  অর্থাত বৈশাখ মাসের (শুক্লপক্ষ) প্রথম অংশে ১২ তারিখে জন্ম গ্রহণ করবেন । কল্কিপুরান ১-২-১৫ বিক্রমী ক্যালেন্ডারে বৈশাখ মাসকে বসন্ত কাল বলে ।
আরবীতেঃ রবি অর্থ= বসন্ত ,আওয়াল অর্থ= প্রথম অংশ । একত্রে রবিউল আওয়াল অর্থঃ বসন্তের প্রথম অংশ ।
দ্বাদশ অর্থ ১২ ।
প্রশিদ্ধ মতানুযায়ী ১২ রবিউল আওয়ালে হযরত মুহাম্মদ সাঃ জন্ম গ্রহন করেছেন ।
 
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤ ¤¤¤

এছাড়া আরো তথ্য আছে যা সত্য সন্ধানীদেরকে ইসলাম গ্রহনের জন্য আহ্বান করে । পরিতাপের বিষয় হল , হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরুরা এগুলো সতর্কতার সাথে লুকিয়ে রাখেন । এমন কি পাঠ করা শ্রবণ করা পর্যন্ত অনেক ক্ষেত্রে নিষিদ্ধ করেছেন । যদি এগুলো সবার হাতের নাগালে হত অবিশ্যম্ভাবী ভাবে হিন্দু জাতি শুধু ইতিহাসে থাকত ।
তথ্য গুলো সংগ্রহ করেছি শ্রী রমন কুমার রায় । পিতাঃ শ্রী পরেশ কুমার রায় । বর্তমান নাম মাহফুজূর রহমান এর বই থেকে যিনি ইতিপূর্বে এক ঠাকুরের ছেলে হয়েও ঠাকুরের পদ পদতলে পিষ্ট করে কঠিন ঈমানী পরিক্ষায় উত্তীর্ণ হয়ে এখন একজন গর্বিত মুসলিম ।

 নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম ।
(সূরা বাকারা)

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ভালো একটা তথ্য শেয়ার করেছেন, ধন্যবাদ ।

২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

অবিবাহিত ছেলে বলেছেন: বুদ্ধিমানদের জন্য ভাববার বিষয় । অন্ধদের জন্য বিতর্কের বিষয় ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

হোসেন মালিক বলেছেন: মুসলিমরা ৮০০ বছর ভারতবর্ষ শাসন করেছে। সুচতুর কোন ব্যক্তি বেদে এসব বানী ঢুকাতে পারে, বেদ তো কেউ মুখস্ত করে রাখে না, আর মধ্যযুগে হিন্দুদের মাঝে এমনকি ব্রাহ্মণ গোত্রের লোকেরাও মুসলিম শাসকদের সন্তুষ্টি অর্জনের চেষ্টা চালাত।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭

মঞ্জু রানী সরকার বলেছেন: হিন্দু গ্রন্থ” বলতে কি বুঝিয়েছেন? একটু পরিস্কার হলে ভালো হতো

৫| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫

েমাঃ এহ্‌েতশামুল হক বলেছেন: এই লিঙ্কে গুতানঃ https://www.youtube.com/watch?v=A4W7SUcTQfw

৬| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

প্রণব দেবনাথ বলেছেন: সুমতি মানে শান্তি!!!!!!!!!!!! সু + মতি=সু মানে শান্ত বা পরিতুষ্ট মতি মানে হৃদয় বিশেষ খেতে আত্মা ও হয় এক কথায় পরিতুষ্ট হৃদয় বা শান্ত হৃদয় বা পরিতুষ্ট আত্মা বা শান্ত আত্মা।
বিষ্ণুযশ= বিষ্ণু্+যশ, বিষ্ণু্ হলেন ভগবান বা ঈশ্বর, যশ মানে খ্যাতি বা মহিমা তাহলে বিষ্ণু্যশ মানে ঈশ্বরের খ্যাতি বা ঈশ্বরের মহিমা বা ভগবানের খ্যাতি বা ভগবানের মহিমা।।
এছাড়াও আপনার তথ্যে অনেক ভুল আছে।
আবার চেষ্টা করুন হবে।।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

প্রণব দেবনাথ বলেছেন: সুমতি মানে শান্তি!!!!!!!!!!!! সু + মতি=সু মানে শান্ত বা পরিতুষ্ট মতি মানে হৃদয় বিশেষ ক্ষেত্রে আত্মা ও হয় এক কথায় পরিতুষ্ট হৃদয় বা শান্ত হৃদয় বা পরিতুষ্ট আত্মা বা শান্ত আত্মা।
বিষ্ণুযশ= বিষ্ণু্+যশ, বিষ্ণু্ হলেন ভগবান বা ঈশ্বর, যশ মানে খ্যাতি বা মহিমা তাহলে বিষ্ণু্যশ মানে ঈশ্বরের খ্যাতি বা ঈশ্বরের মহিমা বা ভগবানের খ্যাতি বা ভগবানের মহিমা।।
এছাড়াও আপনার তথ্যে অনেক ভুল আছে।
আবার চেষ্টা করুন হবে।।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আমারতো এখন সন্দেহ হচ্ছে আমি বারাক ওবামা কিনা, আমার নাম বিশ্লেষন করে সেরকমই মনে হচ্ছে। কত্তবড় উজবুকের মতো পোস্ট!

৯| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

বাংলার ফেসবুক বলেছেন: প্রশিদ্ধ মতানুযায়ী ১২ রবিউল আওয়ালে হযরত মুহাম্মদ সাঃ জন্ম গ্রহন করেছেন ।

১০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

শাশ্বত স্বপন বলেছেন: নকসী কাঁথার মাঠ এর সাথে একমত। তবে পারভেজ নামটা কোন নবী বা দেবতার সাথে মিলে যায় কিনা একটু দেখবেন। জেনার আপাকে বলে আপনার এ লেখাটা নোবেল প্রাইজ কমিটির কাছে পাঠানোর জন্য তদবীর করব। ( বুদ্ধিমান মৌলানা মডারেটরকে বলব, কেয়ামত পর্যন্ত এই লেখাটা স্টিকি করুন, বেহেস্ত পাইলে পাইতেও পারেন)

১১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১

হাফিজ মৃধা বলেছেন: ইসলাম ধর্ম হোলো আসল ধর্ম।

১২| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: মাহফুজূর রহমান এর লিংকটা পেলে ভালো লাগতো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.