![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।
খ্রীষ্টানদের সবচেয়ে মর্যাদাবান পদটি হলো পোপ। দুনিয়ার বুকে যত শক্তিশালী কিংবা ধনী খ্রীষ্টান আছেন তারা এ পোপের সামনে পুরোই মূল্যহীন। পোপকে বলা হয় সরাসরি স্রষ্টার প্রতিনিধি। এটি এমন যে খ্রিষ্টানরা মনে করে স্রষ্টা দুনিয়াতে আসতে পারেন না বলে পোপকে পাঠিয়েছেন। তিনি তাঁদের সকল পাপ মোচন করেন, সকল দুঃখ দূর করেন। পোপের নিবাস হলো ভ্যাটিকান সিটি, এই ভ্যাটিকান সিটি ইতালীর রোম শহরে অবস্থিত। কিন্তু আসল কথা হলো এটি ইতালীর মধ্যে হলেও ভ্যাটিকান স্বাধীন একটি দেশ। এ দেশের প্রধান ও কিন্তু পোপ।
বর্তমান পোপ হলে ফ্রান্সিস, তিনি ২০১৩ সালে পোপের দায়িত্ব গ্রহন করেন। তাঁর দায়িত্বের শুরু থেকেই তিনি চেষ্টা করছিলেন মুসলিমদের সাথে ভাতৃত্বপূর্ন সম্পর্ক তৈরী করতে। গত ২৫ শে মার্চ ব্রাসেলস এবং প্যারিস হামলার পর বিশ্বব্যাপী মুসলিম এবং শরণার্খীদের স্থান দেওয়ার বিরোধী অনুভূতি সৃষ্টির মুহূর্তে অভিবাসীদের পা ধুয়িয়ে দিলেন পোপ ফ্রান্সিস। ইস্টার সানডে ( যীশু ক্রশবিদ্ধ হবার দিন) উপলক্ষে বৃহস্পতিবার ইতালীর কাস্টেলনুভো ডি পোর্টোতে পোপ মুসলিম অভিবাসীদের পাঁ ধুইয়ে দেন এবং পায়ে চুমু খান।
খ্রীষ্টান বিশ্বাস অনুযায়ী ক্রশবিদ্ধ হওয়ার আগে যিশু খ্রিষ্ট তার শিষ্যদের পাঁ ধুইয়ে দেন এবং এরপর থেকে ইস্টার সানডের আগের বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রথা।
----------------------------------
নাহ কোন খ্রিষ্টানদের প্রচারে নামিনি, শুধু বলতে চাই অন্য ধর্মের মানুষদের কাছে টেনে আনার দিক্ষা তো আমার মদিনা ওয়ালার, সে দীক্ষা আজ গ্রহন করেছে খ্রীষ্টানেরা, আর তাইতো দুনিয়ার বুকে অন্যতম খ্রীষ্টান দেশ নরওয়ে এবং নেদারল্যান্ডে আসামীর অভাবে জেলখানা বন্ধ করে দিতে হয়। অথচ যে আমাদের জন্য আমার দয়াল মদিনায় বসে প্রতিনিয়ত কাঁদেন সেই আমাদের মুসলিম দেশে জেলখানা ভরে উঠেছে আব্দুল্লাহ কিংবা আব্দুর রহমান নামের মানুষদের দিয়ে। ক্বাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমরা মিথ্যা বলি, আল্লাহর নামে কসম করে মিথ্যা বলি। অন্যধর্ম তো দূরের কথা, নিজের ধর্মের মানুষকেই কাফির মুশরিক ফতোয়া দিয়ে তৃপ্তির ঢেঁকুর গিলি। কিন্তু কখনো চেষ্টা করিনা তাঁদের বুকে টেনে নিতে।
------
এতো সব হানাহানি, ধ্বংসযজ্ঞ আর ফতোয়ার অত্যাচারে দিকভ্রান্ত আমি শুধু আকাশের দিকে তাকাই আর দুনিয়ার মালিক কে বলি , ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ।
©somewhere in net ltd.