নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

লালন কবিতা

০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

জানা উচিত বটে নূরের ভেদ-বিচার।
নবীজী আর নিরুপ খোদা নূর কি প্রকার।।
নবীর যে আকার ছিলো
তাহাতে নূর চোঁয়ার বলো
নিরাকারে কি প্রকার
নূর চোঁয়ায় খোদার।।
আকার বলিতে খোদা
শরাতে নিষেধ সদা
আকার বিনা নূর চোঁয়ানো
প্রমান কি তার।।
জাত এলাহি ছিল জাতে
কিরুপে এলো ছিফাতে
লালন বলে নূর চিনিলে
ঘেঁচে অন্ধকার।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৬

ধুতরার ফুল বলেছেন: বেশ চমৎকার

২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:২২

এই মেঘ এই রোদ্দুর বলেছেন: ভাল হয়েছে

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫২

কানিজ রিনা বলেছেন: নীরাকারে জ্যোতীরময় যে আকারসাকার হইল
সে। একা মেরে সাঁই ফেরে সর্বঠাই মানুষে
মিশিয়া হয় ভেদান্তর।
নদী কিম্বা বিলবাওড় খাল সর্বস্থানে একই
এক জল। সে ভেদ বুজতে নারী আমি অধম
সদাই ফিরি দেশ দেশান্তর।
নানান রকম গাভীরে ভাই একই রকম দুধ।
জগৎ ভ্রমিয়া দেখি একই মায়ের পুত সবাই
একই মায়ের পুত।
তাই ইদুঁর বিড়াল গরু ছাগল সবার দুধ সাদা।
একেমন রঙ্গ দয়াল তুমি আসল আমি নকল।
লালন।
আসলে আল্লাহর জ্ঞানই নূর সেই জ্ঞানেই
নবী মোহাঃ সৃস্টি।
নূরের দড়িয়ায় স্নান করিয়া কে এলেন মক্কায়
আমিনার কোলে। নজরুল।
আমি অধম জনম কানা দেখতে নারী পরমে
পরম প্রেম জানিনা পরমে ধন দুনিয়াদাড়ী
করি যতন রতন মেলেনা অযতনে সাধন।
ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

parvaj বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.