![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।
ভুল প্রেমে ফুল ফোট না
------------------------------------------------------------
বিরহিনী ভুল সুরে তবু গায় গান
ছুঁয়ে গেলে প্রেম তার ফুল পাবে প্রাণ।
ভুলকেই ভুল করে বেসেছিল ভলো
আঁধারেই খোঁজে আজ চন্দ্রের আলো।
ভুল প্রেমে সাড়া দিয়ে নিয়ে ছিলে পিছু
কান্নাই সাথী হলো পায়নিতো কিছু!
যেই প্রেমে মৌমাছি খোঁজে শুধু ফুল
সেই প্রেম-----প্রেম নয়,নেশাভরা ভুল।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
parvaj বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: লাখ লাখ মানুষ পানি বন্দি। আর আপনি শুরু করেছেন প্রেমের কবিতা। ছিঃ
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
parvaj বলেছেন: আপনি কি করছেন
৩| ১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৫
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: আপনার আবেগটা ভালো লেগেছে।
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:১০
parvaj বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৮
আখেনাটেন বলেছেন: গুড গুড। বানানের প্রতি আর একটু নজর দিন ব্লগার।