নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আর্জি ও বিচার চাই

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৮



পিতা হারানোর আঘাত কত গভীর? এইটি আপনার চেয়েও বেশি আমরা বুঝবোনা । মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার কাছে ন্যায় চাই । শহীদ ফারুকীর সন্তানদের অবস্থ্যা কেমন? এটিও আপনি ভালো বুঝবেন ।হয়তো আমার এই পোস্টটি এত বেশি দামী নয় ।আমার পোস্টটি এত গুরুত্বপূর্ণ না হলেও, এটি বিশ্বাস আছে যে, আপনার মত শহীদ ফারুকীর সন্তানরা পিতা হারিয়ে এতিম ।আজ তিন বছর হয়ে গেল,কোন অপরাধী এখনো ধরতে পারে নাই,যদি অপরাধীদের না ধরেন তা হলে এটা আগামী নির্বাচনে বড ইসু হয়ে দাডাবে,তাতে মানুষের কাছে আপনি প্রশ্নভিত হবেন,তাই আপনি পারেন, উনাদেরকে ন্যায় বিচার পেতে সাহায্য করতে । আশা করি, যে কোন প্রক্রিয়ায় আপনার নিকট আমার আর্জিটি পৌছবে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

নীল আকাশ ২০১৬ বলেছেন: এই লোকটি সারা জীবন ব্যয় করেছে জামায়াতি মাওলানাদের পিন্ডি চটকাতে আর আওয়ামী পা চাটতে। এখন মারা যাবার পর সবার চেহারা খোলাসা হতে যাচ্ছে। যাদের পা চেটে উনি ওনার জীবন শেষ করে দিলেন, তারা এখন আর কেউ ফিরেও তাকায় না।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে কোন হত্যাকান্ডের বিচার হওয়া উচিত।

৩| ২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

নতুন বলেছেন: যে কোন হত্যাকান্ডের বিচার হওয়া উচিত।

এবং সমাজে খুনী অবাধে ঘুরেবেরাচ্ছে সেটা খুবই ভয়াবহ ব্যাপার।

কিন্তু তাকে শহীদ বলে তার মাজার তৌরিকরে ব্যবসা শুরু না হয় আবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.