![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।
মাননীয়
----------------------------------------
দয়া করে, রোহিঙ্গাদের বাঁচান, জরুরি ভিত্তিতে কিছু একটা করুন।
প্রয়োজনে বিশ্বনেতাদের ডেকে এনে জরুরি কনভেনশন করুন।
জালিমদের বিরুদ্ধে কড়া নিন্দা জানান --অবরোধ আরোপের দাবি জানান জাতিসংঘকে।
আপাতত, আশ্রয় দিন, খেতে দিন, চিকিৎসার সুযোগ দিন, ---তাদেরকে গুলির মুখে ঠেলে দেবেননা।
এটাই হোক আপনার রাজনীতি। এমন রাজনীতি আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে ---হতে পারে ইতোপূর্বের দোষ -ত্রুটি'র ক্ষত নিরাময়ের একটি সহজ ও গ্রহনযোগ্য মলম।
অনুগ্রহ করে কিছু একটা করুন। ওদের বাঁচান। বর্তমানে ওদের চেয়ে নিরাশ্রয় দুনিয়ায় আর কেউ নাই। আর, আপনিই এদের নিকটতম অবলম্বন।
২| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
রাজীব নুর বলেছেন: সহমত।
৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০০
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: নিজের পাতে ভাত নেই , অন্যের উপর খবরদারি। নিজের দেশে বন্যা কবলিত মানুষ বাস্তুভিটা হারা হয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে , কত মানুষ মারা গেলো এই ভয়াবহ বন্যায় , তাদের জন্য আপনাদের আহাজারি কোথায় ?? ফেইসবুক এবং বিভিন্ন মিডিয়াতে বীভৎস ছবি দেখেই অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ছেন , এগুলোর সবগুলোই যে সত্য তার কোনো গ্যারান্টি নেই অথচ কতটুকু মিডিয়া কাভারেজ পেয়েছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ? হা অন্তত পক্ষে , জাতিসংঘ অথবা মিয়ানমার সরকারকে চাপ দেয়া যেতে পারে , তাদের উপর এই হামলা বন্ধে। কিন্তু আমি কোনো মতেই রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দেয়ার পক্ষপাতী নই। তারা বাংলাদেশে ঢোকা মানেই তাদের ফেরত দেয়ার ব্যাপারকে আরও জটিল করে তোলা। তাছাড়া , রোহিঙ্গাদের কার্যক্রম বাংলাদেশে প্রশ্নবিদ্ধ , তারা নানারকম অপকর্মের সাথে জড়িত দেশে এবং দেশের বাইরে। এতে বাংলাদেশিদের সম্মান প্রতিনিয়ত ক্ষুন্ন হচ্ছে। প্রধানমন্ত্রী অন্তত পক্ষে আমার মতে সঠিক পথেই আছেন।
৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২২
আহমেদ জী এস বলেছেন: parvaj ,
আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।
ব্লগারদের সবার উচিত এমন তরো পোস্ট দিয়ে ব্লগ ভরিয়ে ফেলা ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই আকুতি ওনার কাছে পৌছালে ভাল হত।