নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা,---রোহিঙ্গাদের রক্ষায় আপনার হস্তক্ষেপ চাই।

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৫

মাননীয়
----------------------------------------

দয়া করে, রোহিঙ্গাদের বাঁচান, জরুরি ভিত্তিতে কিছু একটা করুন।
প্রয়োজনে বিশ্বনেতাদের ডেকে এনে জরুরি কনভেনশন করুন।
জালিমদের বিরুদ্ধে কড়া নিন্দা জানান --অবরোধ আরোপের দাবি জানান জাতিসংঘকে।
আপাতত, আশ্রয় দিন, খেতে দিন, চিকিৎসার সুযোগ দিন, ---তাদেরকে গুলির মুখে ঠেলে দেবেননা।
এটাই হোক আপনার রাজনীতি। এমন রাজনীতি আপনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে ---হতে পারে ইতোপূর্বের দোষ -ত্রুটি'র ক্ষত নিরাময়ের একটি সহজ ও গ্রহনযোগ্য মলম।
অনুগ্রহ করে কিছু একটা করুন। ওদের বাঁচান। বর্তমানে ওদের চেয়ে নিরাশ্রয় দুনিয়ায় আর কেউ নাই। আর, আপনিই এদের নিকটতম অবলম্বন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এই আকুতি ওনার কাছে পৌছালে ভাল হত।

২| ৩০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

রাজীব নুর বলেছেন: সহমত।

৩| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০০

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: নিজের পাতে ভাত নেই , অন্যের উপর খবরদারি। নিজের দেশে বন্যা কবলিত মানুষ বাস্তুভিটা হারা হয়ে পানিতে ভেসে বেড়াচ্ছে , কত মানুষ মারা গেলো এই ভয়াবহ বন্যায় , তাদের জন্য আপনাদের আহাজারি কোথায় ?? ফেইসবুক এবং বিভিন্ন মিডিয়াতে বীভৎস ছবি দেখেই অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ছেন , এগুলোর সবগুলোই যে সত্য তার কোনো গ্যারান্টি নেই অথচ কতটুকু মিডিয়া কাভারেজ পেয়েছে বাংলাদেশের বন্যা পরিস্থিতি ? হা অন্তত পক্ষে , জাতিসংঘ অথবা মিয়ানমার সরকারকে চাপ দেয়া যেতে পারে , তাদের উপর এই হামলা বন্ধে। কিন্তু আমি কোনো মতেই রোহিঙ্গাদের বাংলাদেশে জায়গা দেয়ার পক্ষপাতী নই। তারা বাংলাদেশে ঢোকা মানেই তাদের ফেরত দেয়ার ব্যাপারকে আরও জটিল করে তোলা। তাছাড়া , রোহিঙ্গাদের কার্যক্রম বাংলাদেশে প্রশ্নবিদ্ধ , তারা নানারকম অপকর্মের সাথে জড়িত দেশে এবং দেশের বাইরে। এতে বাংলাদেশিদের সম্মান প্রতিনিয়ত ক্ষুন্ন হচ্ছে। প্রধানমন্ত্রী অন্তত পক্ষে আমার মতে সঠিক পথেই আছেন।

৪| ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২২

আহমেদ জী এস বলেছেন: parvaj ,




আওয়াজ তুলুন "ষ্টপ জেনোসাইড" ।
ব্লগারদের সবার উচিত এমন তরো পোস্ট দিয়ে ব্লগ ভরিয়ে ফেলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.