নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিবনটা আসলেই অনেক সুন্দর!এতো বেশি সুন্দর যে, মাঝে মাঝে অসহ্য লাগে।যাহা ভাবি তাহা কেন জানি হয়েও হয় না। স্বপ্ন পূরনে ব্যর্থ হয়ে ঘুরে ফিরি। কবে হবে এর শেষ মরন এলেই বুঝি।

parvaj

ভালোবাসার মানুষ শুধু সে নয়, যে তোমার জিবনে প্রথম এসেছিলো,ভালোবাসার মানুষ তো সে যে তোমার জিবনে ছিলো আছে এবং থাকবে সারা জিবন।

parvaj › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের সর্বোচ্চ মানব হত্যাকারী সবাই অমুসলিম।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

#ইতিহাসের_সর্বোচ্চ_মানব_হত্যাকারী_সবাই_অমুসলিম।

✔ হিটলার, একজন অমুসলিম । ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো। মিডিয়া একবারও তাকে জঙ্গি বলেনি সে খৃষ্টান টেররিস্ট !!!

✔ জোসেফ স্ট্যালিন, একজন অমুসলিম । সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪. ৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে। মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান টেররিস্ট !!!

✔ মাও সেতুং একজন অমুসলিম। ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ টেররিস্ট !!!

✔ মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা করেছে ! সে কি মুসলিম ছিল ? অন্ধ মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান টেররিস্ট !!!

✔ অশোকা (কালিঙ্গা বেটল) ১ লাখ মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু টেররিস্ট !!!

✔ আর জজ বুশ ইরাকে, আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া তো বলে নাই, খৃষ্টান টেররিস্ট !!!

✔ এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষণ, লুটপাট, উচ্ছেদ করছে ! তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা টেরোরিস্ট !!!

✒ ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে নন মুসলিমরা আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে ! অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত ! বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্নঃ....☟☟☟☟

☞ যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?

☞ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল?

☞ যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল ?

☞ যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?

☞ যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড-ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল ?

☞ যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান কালো মানুষকে কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে গিয়েছিল। যাদের ৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল এবং তাদের মৃতদেহকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করা হয়েছিল, তারা কি মুসলিম ?

✒এসব মহাসন্ত্রাসী ও অমানবিক কার্যকলাপের সাথে মুসলমানরা কখনো জড়িত ছিলনা। যখন কোন অমুসলিম কোন খারাপ কাজ করে, নির্যাতন করে, খুন করে তখন এটাকে বলা হয় অপরাধ,,,,,,

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০২

শুজা উদ্দিন বলেছেন: তবুও কেন মুসলিমদেরকে সন্ত্রাসী এবং ইসলাম কে সন্ত্রাসবাদ বলছে??
কেননা, তারা মুসলিমদের জাগরণ এবং ইসলামের উত্থানকে যমের মত ভয় পায়!!!

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

নতুন বলেছেন: এরা কি তাদের ধম` সামনে রেখে , অন্য ধমের মানুষকে মেরেছে? প্রচার করেছে যে তাদের ধম`ই সেরা এবং বিশ্ব স্বাসন করতে হবে?

আইএসএস সৃস্টিকতার নামে মানুষ জবেহ করছে এবং ভিডিও প্রচার করছে....

তালেবান, আল কায়দা ... এরা দেশে তাদের ধম`কেই প্রধান বানাবার জন্য মানুষ হত্যা করেছৈ।

তাই বত`মানে বিশ্বে মুসলিমদের টেরোরিস্ট বলে...

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

শুজা উদ্দিন বলেছেন: লেখাটা ভাল। তবে মনে হচ্ছে ফেসবুক থেকে কপি করেছেন।
হ্যাশ ট্যাগটা কেটে দিতে পারতেন।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: অথচ দূষ চাপলো মুসলমানের ঘাড়ে । X((

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৫

প্রািন্ত বলেছেন: মুসলমানরা বেশী সংখ্যায় হত্যা করেনি। তবে বারুদে অগ্নি নিক্ষেপের কাজটা তারাই করে। কি দরকার ছিল মিয়ানমারের পুলিশ চৌকিতে হামরা করে ১২জন পুলিশকে হত্যা করার? আর মুসলিমরা তো নিজেদেরই হত্যা করছে। পাকিস্তানের মসজিদের জুমার নামাজে আত্নঘাতি হামলা করে ১৮৫জনের মৃত্যু হল, ইরাকের মসুলে ব্যাস্ত মার্কেটে বোমা হামলায় শত শত মানুষের মৃত্যু হল। এখনও হচেছ এবং আরও হবে।
এখন প্রশ্ন হলো- মারছে কে? উত্তরঃ মুসলমানরা।
মরছে কে? উত্তরঃ মুসলমানরা।
তবে বর্তমান যুগে পৃথিবী ব্যাপী আইএস বা মুসলিম নামধারী জঙ্গিবাদীরা যা করছে তা শুধু বিশ্ব মানবতাকেই ধ্বংস করছে না, ইসলামকেও কলঙ্কিত করছে। বিবেকবান মানুষ হিসেবে আমরা প্রতিটি হত্যাকান্ডের বিরোধীতা করি। সম্প্রতি মায়ানমার সরকার যা করছে তা এককথায় মানবতা বিরোধী। আসুন আমরা ধর্মের দোহাই না দিয়ে মানবিক বিবেক বোধ জাগিয়ে তুলি। ধিক্কার জানাই মিয়ানমারের সরকারকে। রোহিঙ্গাদের তাদের বাসস্থান ফিরিয়ে দিতে বিশ্ববিবেককে জাগিয়ে তুলি।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: খুনিদের কোন ধর্ম হয়না ব্রো!

মুসলিমদের ব্লেম এই কারনেই করা হচ্ছে যে কতিপয় তথাকথিত মুসলিম ইসলাম শব্দটা ব্যবহার করে নিরীহ মানুষ হত্যা করছে!

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৯

এ আর ১৫ বলেছেন: ✔ হিটলার, একজন অমুসলিম । ৬০ লক্ষ ইহুদি হত্যা করেছিলো। মিডিয়া একবারও তাকে জঙ্গি বলেনি সে খৃষ্টান টেররিস্ট !!!
--- উত্তর ::::: তিনি ধর্মের নামে খুন করেনি তাই তিনি খৃষ্টান টেররিস্ট নহেন , ওনাকে বলা হয় ফ্যাসিস্ট কারন ফ্যাসি বাদের নামে খুন করেছিলেন তাই
✔ জোসেফ স্ট্যালিন, একজন অমুসলিম । সে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং ১৪. ৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেছে। মিডিয়া একবারও তাকে বলেনি সে খৃষ্টান টেররিস্ট !!!
উত্তর ++ তিনি ও ধর্মের নামে খুন করেন নি করেছিলেন কমুনিজমের নামে তাই তাকে কমুনিস্ট টেররিস্ট বলা যেতে পারে , খৃস্টান ধর্মের নামে খুন করলে হতেন খৃস্টান টেররিস্ট যেমন টি বর্তমানে মুসলমান জংগিরা ধর্মের নামে করে

✔ মাও সেতুং একজন অমুসলিম। ১৪ থেকে ২০ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে বৌদ্ধ টেররিস্ট !!!
উত্তর ++্ তিনি ও ধর্মের নামে খুন করেন নি করেছিলেন কমুনিজমের নামে তাই তাকে কমুনিস্ট টেররিস্ট বলা যেতে পারে , বুদ্ধ ধর্মের নামে খুন করলে হতেন বুদ্ধ টেররিস্ট যেমন টি বর্তমানে মুসলমান জংগিরা ধর্মের নামে করে

✔ মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ হত্যা করেছে ! সে কি মুসলিম ছিল ? অন্ধ মিডিয়া একবারো বলে নাই খৃষ্টান টেররিস্ট !!!

উত্তর ====== তিনি ধর্মের নামে খুন করেনি তাই তিনি খৃষ্টান টেররিস্ট নহেন , ওনাকে বলা হয় ফ্যাসিস্ট কারন ফ্যাসি বাদের নামে খুন করেছিলেন তাই
✔ অশোকা (কালিঙ্গা বেটল) ১ লাখ মানুষ হত্যা করেছে ! মিডিয়া একবারও তাকে বলেনি সে হিন্দু টেররিস্ট !!!

উত্তর ====== উনি ধর্মের নামে খুন করলে ওনাকে অবশ্য হিন্দু টেররিস্ট বলা হোত কিন্তু তিনি করেছেন রাজনৈতিক স্বার্থে

✔ আর জজ বুশ ইরাকে, আফগানিস্থানে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ হত্যা করেছে ! মিডিয়া তো বলে নাই, খৃষ্টান টেররিস্ট !!!
উ্ত্তর _____ উনি ধর্মের নামে খুন করলে ওনাকে অবশ্য খৃস্টান টেররিস্ট বলা হোত কিন্তু তিনি করেছেন রাজনৈতিক স্বার্থে

✔ এখনো মায়ানমারে প্রতিদিন মুসলিম রোহিঙ্গাদের খুন, ধর্ষণ, লুটপাট, উচ্ছেদ করছে ! তবুও কোনো মিডিয়া বলে না বৌদ্ধরা টেরোরিস্ট !!!
উত্তর ===== এটাও ধর্মের নামে নহে

✒ ইতিহাস সাক্ষী পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে নন মুসলিমরা আর এরাই দিন রাত গণতন্ত্র জপে মুখে ফেনা তুলে ! অথচ এদের দ্বারাই মানবতা লুন্ঠিত ! বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্নঃ....☟☟☟☟
উত্তর ===== এনারা কেউ ধর্মের নামে গনহত্যা করে নি করেছে রাজনৈতিক স্বার্থ , তৈমুর লং ছিলেন মুসলমান তার হাতে দেড় মিলিয়নের মত মানুষ খুন হয় তাকে কিন্তু মুসলিম টেররিস্ট বলা হয় না বলা হয় টেররিস্ট কারন তিনি ধর্মের নামে খুন করেন নি করেছিলেন রাজনীতির নামে , সাদ্দাম হোসেন হাতে ইরাকে লক্ষ লক্ষ মানুষ খুন হয়েছিল কিন্তু মুসলিম টেররিস্ট বলা হয় নি কারন তিনি রাজনৈতিক কারনে খুন করেছিলেন ।

☞ যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল ?
উত্তর ==== তারা ধর্মের নামে যুদ্ধ করেন নি রাজনৈতিক স্বার্থে করেছিল

☞ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছিল, তারা কি মুসলিম ছিল?
উত্তর ====== তারা ধর্মের নামে যুদ্ধ করেন নি রাজনৈতিক স্বার্থে করেছিল

☞ যারা হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল, তারা কি মুসলিম ছিল ?
উত্তর ===== তারা ধর্মের নামে যুদ্ধ করেন নি রাজনৈতিক স্বার্থে করেছিল

☞ যারা অস্ট্রেলিয়া আবিষ্কারের পর নিজেদের আধিপত্য বিস্তারের জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল?
উত্তর ===== তারা ধর্মের নামে হত্যা করেন নি রাজনৈতিক স্বার্থে করেছিল

☞ যারা আমেরিকা আবিষ্কারের পর নিজেদের প্রভাব বিস্তারের জন্য উত্তর আমেরিকাতে ১০০ মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে ৫০ মিলিয়ন রেড-ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা কি মুসলিম ছিল ?
উত্তর ===== তারা ধর্মের নামে হত্যা করেন নি রাজনৈতিক স্বার্থে করেছিল

দেখুন আপনি যে সমস্থ উদাহরন দিলেন ও গুলো কোন টাই ধর্মীয় সন্ত্রাস নয় ওগুলো ক্ষমতার লড়াই । এ সমস্থ সন্ত্রাস বা অপরাধ ধর্মের নামে হয় নি । একই ভাবে ক্ষমতা লিপ্সু মুসলমান রাজা বাদশাহ খলিফারা বিভিন্ন দেশে যে সন্ত্রাস অপরাধ করেছে সে গুলো মোটেও ইসলামের নামে নয় । মুঘল আমলে যত খুনা খুনি হয়েছে ঐ গুলো কোন ধর্মীয় সন্ত্রাস নয় ।
ইসলামের নামে তালেবান, আই সিসি, রাজাকার , জামাত যা করছে তা ধর্মীয় সন্ত্রাস । ইসলামের নামে বর্তমানে যা শুরু হয়েছে তাকে জাস্টিফাই করার জন্য হিটলার, মুরসালিন , চেংগিস খান এদের ধর্মের সাথে সম্পর্ক বিহীন ক্ষমতার লড়াইকে একই কাতারে যারা আনতে চায় তারা প্রকার্ন্তরে ধর্মীয় সন্ত্রাসকে উৎসাহ দেয়। বর্তমানে মুসলমান ছাড়া দুনিয়া জুড়ে অন্য কোন ধর্মের মানুষের বিরুদ্ধে ধর্মের নামে খুনা খুনির উদাহরন খুবই নগন্য
যুদ্ধবাজ বা সন্ত্রাসী ইত্যাদি নাম করন করা হয় তারা কোন আদর্শের বা পথের বা মতের অনুসারী তার উপরে । হিটলারের সন্ত্রাসকে বলে ফ্যাসিবাদি সন্ত্রাস , সেই ভবে কমোনিষ্ট সন্ত্রাস বা বাম সন্ত্রাস যেমন নকশাল সর্বহারা ইত্যাদির সন্ত্রাস বাম সন্ত্রাস । আওয়ামী লীগের সন্ত্রাসীদের বলা হয় আওয়ামী সন্ত্রসী একই ভাবে বিএনপি সন্ত্রাসীদের বলা হয় বিএনপি সন্ত্রাসী । জামাতীদের বলা হয় ইসলামী সন্ত্রাসী ।
ইরাণ ইরাকের যুদ্ধকে কেউ বলেনি ইসলামী সন্ত্রাস। আই সি সিকে বলা হচ্ছে ইসলামী সন্ত্রাসী তাদের সাথে যুদ্ধরত মুসলমান ইরাকী বাহিনী বা সিরিয়া বাহিনীকে মুসলিম সন্ত্রাসী বলা হচ্ছে না । তালেবানদের ইসলামী জংগি বা সন্ত্রাসী বলা হচ্ছে তাদের সাথে যুদ্ধরত মুসলিম অপর পক্ষকে মুসলিম জংগি বলা হচ্ছে না

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

এ আর ১৫ বলেছেন: : প্রশ্ন ---কেন অন্য ধর্মীয় সন্ত্রাসকে জঙ্গি বলা হয় না , কেন শুধু মুসলমানদের বলা হয় ???

উত্তর : -- অন্য ধর্মীরা সন্ত্রাস করে সবগুলো ধর্মীয় সন্ত্রাস নহে তবে তাদের ধর্মীয় সন্ত্রাস বিচ্ছিন্ন প্রতিনিয়ত নহে এবং এর ব্যাপকতা বিশ্বব্যপি নহে । অথচ মুসলমানদের ধর্মীয় সন্ত্রাস প্রতিনিয়ত বিভিন্ন দলে বিশ্বব্যাপি , প্রতিনিয়ত তাদের হাতে হাজার হাজার মানুষ খুন হচ্ছে সভ্যতা ধংস হচ্ছে । এই ধরনে প্রতি নিয়ত বিশ্বব্যপি ধর্মীয় সন্ত্রাস অন্য ধর্মীদের মধ্যে দেখা যায় না । দুই একটা দেশে মাঝে মাঝে দেখা যায় তা শুধু ঐ দেশে সীমাবদ্ধ মোটেও বিশ্বব্যাপি নহে । অন্য ধর্মীদের ধর্মীয় সন্ত্রাস যদি নদি বা পুকুর হ্য় তবে মুসলমানদের ধর্মীয় সন্ত্রাস হবে মহাসমুদ্র । তালেবান আল কায়দা, জামাত , রাজাকার, আই সি (ইবলিস শয়তান) , বোকা হারাম এই জাতীয় ধর্মীয় সন্ত্রসি খুনি মানবতা বিরুধি জঙ্গি সঙ্গঠন যা বিশ্বব্যাপি ছড়িয়ে আছে এবং প্রতি নিয়ত সন্ত্রাস করে যাচ্ছে তা অন্য ধর্মালম্বিদের মাঝে দেখা যায় না । তাই একমাত্র মুসলমান ধর্মীয় সন্ত্রাসিরা জঙ্গি টাইটেল পাওয়ার যোগ্যতা অর্জন করেছে । অন্য ধর্মালম্বিরা জঙ্গি উপাধি পাওয়ার প্রতিযোগিতায় অনেক পিছিয়ে আছে তাই তরা জঙ্গি পদবীঅর্জন করতে পারিনি
জঙ্গী আর খুনে অপরাধীর মাঝে পার্থক্য আছে।
যেমন কালা জাহাঙ্গীর জঙ্গী নয়।তার অপরাধ কোন আদর্শের বিশ্বাস থেকে না।

কিন্তু জঙ্গীরা একটি সুনির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে অবসাদগ্রস্হ হয়ে পূর্বপরিকল্পিতভাবে অপরাধ করে।সেক্ষেত্রে তার বাহানা তৈরীর পথ মনের গভীরে খোলা থাকে।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

এ আর ১৫ বলেছেন: এক মুমিন সুন্দর করে একটা পরিসংখ্যান দিল দুনিয়ার বিভিন্ন নাস্তিক, স্বৈরশাসক ইত্যাদির হাতে কত মানুষ নিহত হয়েছে। এটা তুলে ধরে মুমিন প্রমান করতে চাইল, সেই তুলনায় মুসলমানরা ইসলামের নামে প্রায় কাউকেই হত্যা করে নি, আর তাই ইসলাম হলো একমাত্র সহিহ শান্তির ধর্ম , আর মুসলমানরা হলো দুনিয়ার সব চাইতে শান্তিপ্রিয় মানুষ। তো প্রথমেই মুমিনের দেয়া পরিসংখ্যানটা দেখা যাক :
মাওসেতুং (নাস্তিক)- ৭ কোটি ৮০ লাখ
হিটলার (খ্রিষ্টান)- ১ কোটি ৭০ লাখ
জোসেফ স্তালিন (নাস্তিক)- ২ কোটি ৩০ লাখ
লিওপন্ড-২ (খ্রিষ্টান)- ১ কোটি ৫০ লাখ
হাইভেকি তোশো (বৌদ্ধ)- ৫০ লাখ
পল পট (নাস্তিক)- ৩০ লাখ
কিম ইন-সাং (নাস্তিক)- ১৬ লাখ
মেনপিশটু হেইলি মারিয়াম (নাস্তিক)- ১৫ লাখ
জর্জ ডব্লিও বুশ (খ্রিষ্টান)- ১০ লাখ -
মোট: ১৪ কোটির কিছু বেশী
মুমিনের যুক্তি : মাও সেতুং , হিটলার ,স্টালিনরা যদি তাদের রাজনীতির নামে কোটি কোটি মানুষ হত্যা করতে পারে , তাহলে মুসলমানরা যদি কিছু মানুষ হত্যা করে থাকে , তাহলে দোষের কি আছে ? অর্থাৎ সেই মুমিন কিন্তু নিজের অতি চালাকিতে তার প্রিয় ইসলাম ধর্মকে হিটলারের পৈশাচিক ও বর্বর ফ্যাসিজমের সাথে তুলনা করে ফেলেছে , এবং সে প্রমান করেছে , ইসলাম ধর্ম, হিটলারের ফ্যাসিজমের মতই বর্বর (নাউযুবিল্লাহ)- কিন্তু সে বুঝতে পারে নি।
আচ্ছা , বলুন তো উক্ত মাওসেতুং বা হিটলার বা স্টালিন কোন ধর্মের নামে মানুষ হত্যা করেছিল ? তারা যেটা করেছিল সেটা হলো সম্পূর্ন তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যে। এবার বলুন তো দুনিয়ার কোন বিবেকবান লোক তাদের এই গনহত্যাকে সমর্থন করে ? কোন লোক তাদের এই গনহত্যাকে সঠিক কাজ বলে গণ্য করে ? কেউই তাদের গনহ্ত্যাকে সমর্থন করে না , দুনিয়ার সকল বিবেকবান লোক তাদের এই গনহত্যাকে ঘৃণা করে , আর কঠিন সমালোচনা করে। তাদের এসব কর্মকান্ডকে ধিক্কার জানিয়ে, সারা দুনিয়ায় লক্ষ লক্ষ বই লেখা হয়েছে , লেখা হয়েছে নিবন্ধ , খবর আর হয়েছে কঠিন সমালোচনা। দুনিয়ার কোন বিবেকবান লোকই মাওসেতুং বা হিটলার বা স্টালিনকে সর্বকালের সর্বশ্রেষ্ট আদর্শ মানুষ তো দুরের কথা , একজন স্বাভাবিক বিবেক সম্পন্ন মানুষ বলেও স্বীকার করতে রাজি না। বরং সবাই বলে, তারা ছিল সবাই বর্বর , অসভ্য ও খুনি।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১

নতুন বলেছেন: উপরে এ আর ১৫ ভাই যেই জবাব দিয়েছেন তাতে আপনার উত্তর পেয়েছেন আশা করি।

কালা জাহাঙ্গীর, হাতকাটা শাহিন, লেংড়া তুহিন.... এই রকমের সন্ত্রাসীর নাম শুনেছেন ???? এরা কিন্তু ধমে` মুসলিম... এদের লোকে জঙ্গী বলেনা।

কিন্তু কিছু সন্ত্রাসীর নামের সাথে জঙ্গি লাগায় কেন??

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪০

নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=ZsSLbfUGCY8

তিনি ঐ সময়ের বিশ্বের ৫ % মানুষ নিধন করেছিলেন...

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

বিষাদ সময় বলেছেন: ভাই ইয়াহিয়া খানের নামটা বলতে কি ভুলে গেলেন না চেপে গেলেন?

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তথ্যবহুল সুন্দর পোস্ট। বিশ্বের সব মুসলিম ভাল থাকুন এই কামনা করি। ধন্যবাদ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১২

নূর আলম হিরণ বলেছেন: তৈমুর লং এই উপমহাদেশে যে হত্যাকান্ড চালিয়েছে তা নিয়ে একটু পড়ে দেখুন! এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় হত্যাকান্ড! পৃথিবীর মোট জনসংখ্যার ৫% মানুষকে হত্যা করে! চিন্তা করতে পারেন কতটা হিংস্রতা ছিল তার ভিতর!

১৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

রাজীব নুর বলেছেন: মানুষ মানুষকে হত্যা করে এই ব্যাপারটাই আমি মেনে নিতে পারি না।

১৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

চুলবুল পান্ডে বলেছেন: এ আর ১ , নতুনদের জ্বলুনি সহজেই বোধগম্য, মাইরি বলচি এরা ওপারের বাবুমোশাই, মার্কা পদ্দফুল।

১৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫১

লোনার বলেছেন: দেখুন:
view this link

১৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

কাউয়ার জাত বলেছেন: পাগল ১৫ চ্যাতছে। এই পাগলটা না থাকলে সামু ব্লগে বিনোদনের অভাববোধ হইত।

২০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

এম আর তালুকদার বলেছেন: পাগলের প্রলাপ শুনে মাথা ঘোরে, পাগলদের কথায় অনুমিত হয় যে ধর্মের নামে হত্যা অপরাধ কিন্তু রাজনৈতিক স্বার্থে ইস্যু তৈরি করে মানুষ হত্যা বৈধ। তাহলে যারা ইসলামের নামে ফ্যাসিবাদ সৃষ্টি করে তাদের কি করা উচিত!?

২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

এম আর তালুকদার বলেছেন: Click This Link

২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

লোনার বলেছেন: ধর্মের নামে মানুষ হত্যা কাকে বলে জানতে হলে দয়া করে একটু ধৈর্য সহকারে দেখুন:
view this link

২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

নতুন বলেছেন: ১৭. ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩ ০
চুলবুল পান্ডে বলেছেন: এ আর ১ , নতুনদের জ্বলুনি সহজেই বোধগম্য, মাইরি বলচি এরা ওপারের বাবুমোশাই, মার্কা পদ্দফুল।


মিস্টার পান্ডে..... আপনি এতো বেশি বুঝে গেলেন এই কয়েক সপ্তায়?????

আমরা যখন থেকে ব্লগিং করছি তখন মনে হয় কম্পিউটারের নামও শুনেনই।

২৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২০

মাহিরাহি বলেছেন: কিছু মন্তব্য শুনলে, সহজেই অনুমান করা যায়, ইসলামের প্রতি বিদ্বেষে এরা দিন কানা।

এদেরকে প্রশ্ন করুন প্রোগোম কি?

খ্রীষ্টানরা দেশে দেশে কত ইহুদি হত্যা করেছে।

এক সময় এই ইহুদিরা মুসলমিদের আশ্রয়ে খ্রীষ্টানদের থেকে জান বাচিয়েছিল।
https://en.wikipedia.org/wiki/Pogrom


২৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

মাহিরাহি বলেছেন: মিথ্যাচারের নমুনা!

During World War II, Nazi German death squads encouraged local populations in German-occupied Europe to commit pogroms against Jews. Brand new battalions of Volksdeutscher Selbstschutz (trained by SD agents) were mobilized from among the German minorities, in order to make the local populations share responsibility for the killings.[55][56] During Operation Barbarossa which lasted from June 22 to December 5, 1941, Reichsführer-SS Heinrich Himmler established the Schutzmannschaft collaborationist a

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

মাহিরাহি বলেছেন: এক জনের নাম বলতে ভুলে গেছেন।

পলপট ছিলেন কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা। পলপট অত্যন্ত নিষ্ঠুর ছিলেন এবং তার চার বছরের শাসনকালে কম্বোডিয়ার ৮০ লাখ জনগোষ্ঠীর ১০ থেকে ৩০ লাখের মত লোক মারা যায়।

@ উপরের নাস্তিকরা

পোল প্যাটের নেতৃত্বে, খেমার রুজ রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সমস্ত ধর্ম নিষিদ্ধ করা হয়েছিল, ইসলাম খ্রিষ্টধর্ম, এবং বৌদ্ধধর্ম নির্মুল করাই ছিল এদের লক্ষ্য। প্রায় ২৫,০০০ বৌদ্ধ সন্ন্যাসীকে শাসন করে হত্যা করা হয়েছিল। বিশেষ করে মুসলমান, খ্রিস্টান, পশ্চিমা শিক্ষিত বুদ্ধিজীবী, সাধারণ শিক্ষিত মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি এদের লক্ষ্য ছিল।
https://en.wikipedia.org/wiki/Pol_Pot

২৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

তারেক ফাহিম বলেছেন: সকল ধর্মেই হত্যার নিষেধাজ্ঞা আছে, খুনিরা খুনিই থাকে, এদের ধর্ম হয় না।

২৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগলো।

ব্লেমগেম

২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

পুলক ঢালী বলেছেন: একটি প্রশ্ন ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিলো কারা।
ইরাক ইরান যুদ্ধে কারা কাদেরকে মেরেছিলো। সৌদীরা ইয়েমেনে কাদের মারছে?
এধরনের পোষ্ট দেওয়া উচিৎ কিনা ভাবতে বলবো।

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৪

নতুন বলেছেন: পুলক ঢালী বলেছেন: একটি প্রশ্ন ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছিলো কারা।

বাংলাদেশের ৩০ লক্ষ...

ইরাক/ইরানে ২ লক্ষ++...

ইয়ামেনে সৌদিরা ১০ হাজার+ জনগন, ৩ হাজার সৈনিক হত্যা করেছে

এরা কি বিধমী ছিলো??????

এরা মুসলমান কিন্তু এদের জঙ্গী বলেনা কেন????? কারন এদের হত্যার কারন কিন্তু ধম নিয়ে না।

বত`মানে কিছু প্রতিবন্ধি ধমের নামে মানুষ মারছে এবং কিছু সমথ`ন করছে তাই মুসলমানের নামের সাথে জঙ্গী নাম যুক্ত হইছে।

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

পুলক ঢালী বলেছেন: নতুন
পোষ্টে বলা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ মানব হত্যাকারী সবাই অমুসলিম
আসলে কি তাই? এখানে কে কেন মেরেছে সেই প্রশ্ন আসছেনা এটা সাম্রাজ্য দখল হতে পারে ধর্ম যুদ্ধের কারনও হতে পারে। পোষ্টে কারনের কথা বলা হয়নি।
পোষ্টটা দেওয়া হয়েছে বিদ্বেষ ছড়ানোর জন্য। পাকিস্তানী মুসলমানরাই ৩০ লক্ষ বাঙ্গালী মুসলমানকে মেরেছে। ভুট্টো ইয়াহিয়ার কথা বলা হয়নি কেন? ক্যাচাল করার জন্য পোষ্টটা দেওয়া হয়েছে আর সবাই এখানে ক্যাচালে সামিল হয়েছে।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১

এ আর ১৫ বলেছেন: ✔ ইয়াহিয়া খান একজন মুসলিম , তিনি ১৯৭১ সালে বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছিল. মিডিয়া তাকে কখনো জংগি বলেনি বলেনি মুসলিম টেররিস্ট :) :) :)
✔ জুলফিকার আলী ভুট্টো একজন মুসলিম , তিনি ১৯৭১ সালে বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছিল. মিডিয়া তাকে কখনো জংগি বলেনি বলেনি মুসলিম টেররিস্ট :) :) :)
✔ জেনারেল নিয়াজী একজন মুসলিম , তিনি ১৯৭১ সালে বাংলাদেশে ৩০ লক্ষ মানুষ হত্যা করেছিল. মিডিয়া তাকে কখনো জংগি বলেনি বলেনি মুসলিম টেররিস্ট :) :) :)
✔ সাদ্দাম হোসেন একজন মুসলিম , তিনি ইরাকে কয়েক লক্ষ মানুষ হত্যা করেছিল. মিডিয়া তাকে কখনো জংগি বলেনি বলেনি মুসলিম টেররিস্ট :) :) :)
✔ তৈমুর লং একজন মুসলিম , তিনি সেই আমলে ১৫ লক্ষ মানুষ হত্যা করেছিল যা ছিল পৃথিবীর মোট জনসংখার ৫ %. মিডিয়া তাকে কখনো জংগি বলেনি বলেনি মুসলিম টেররিস্ট :) :) :)
✔ সাদ্দাম হোসেন মুসলিম এবং ইরাণের খোমিনী মুসলিম, তারা পরস্পরের সাথে যুদ্ধ করে কয়েক লক্ষ মানুষ হত্যা করেছিল , মিডিয়া তাদের কে কখনো জংগি বলেনি, বলেনি মুসলিম টেররিস্ট :) :) :)
✔ সৌদী আরব মুসলিম দেশ এবং ইয়েমেন মুসলিম দেশ, তারা পরস্পরের সাথে যুদ্ধ করে প্রায় ৫০ হাজার মানুষ হত্যা করেছে , মিডিয়া তাদেরকে কখনো জংগি বোলছে না , বোলছে না মুসলিম টেররিস্ট :) :) :)
✔ নাইজেরিয়ার সেনাবাহিণী ও সরকার যারা মুসলিম তারা হাজার হাজার বোকাহারমকে হত্যা করেছে , মিডিয়া তাদের কখনো জংগি বা ইসলামী টেররিস্ট বলেনি ।
✔ সিরিয়া এবং ইরাকী সেনাবাহিণী ও সরকার যারা মুসলিম তারা হাজার হাজার আই এস আই কে হত্যা করেছে , মিডিয়া তাদের কখনো জংগি বা ইসলামী টেররিস্ট বলেনি ।

তাহা হোলে
১ ) জামাতীরা মুসলমান এবং ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষ হত্যার সহযোগি -- তাহা হইলে তাহাদের কেন মুসলিম জংগী বা টেররিস্ট বলা হয় ?
২) তালেবানরা মুসলমান এবং তারা কয়েক লক্ষ মানুষ হত্যা করেছে কিন্তু কেন তাদের কে মুসলিম জংগী বলা হয় ।
৩) আই এস আই রা মুসলমান এবং তারা কয়েক লক্ষ মানুষ হত্যা করেছে কিন্তু কেন তাদের কে মুসলিম জংগী বলা হয় ।
৫) হরকাতুল জেহাদ , তেহেরিক ইসলাম , জেএনবি ইত্যাদি মুসলমান কিন্তু কেন তাদের কে মুসলিম জংগী বলা হয় ।
৬) বোকা হারাম এরা মুসলমান, তারা কয়েক লক্ষ মানুষ হত্যা করেছে কিন্তু কেন তাদেরকে জংগী বলা হয় ????

ইয়াহিয়া ভুট্টো ৩০ লক্ষ মারলো তারা জংগী উপাধী পাইলো না তাহোলে কেন জামাতিরা পাইলো । সাদ্দাম তৈমুর লং রা লক্ষ লক্ষ মানুষ মারলো তারা জংগী উপাধী পাইলোনা পাইলো শুধু মোমিন মুসলমান তালেবান , রাজাকার , বোকাহারাম, আই এস আই রা !!!!!!!!! ইহা মোমিন মুসলমানদের বিরুদ্ধে ইহুদী নাসার স্বরযন্ত্র !!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.