![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
৩১মার্চ উত্তরা চার নং সেক্টরের মসজিদে এশার নামাজ পড়ে বের হয়ে গেটে দেখি ………
একজন যুবক বয়স প্রায় ৩০/৩২ হবে, খুবই মুমূর্ষু অবস্থায় বললো ভাই দুপুর থেকে কিছুই খাইনি কয়টা টাকা দিবেন রাতে খাবো …………
আমি তিন মাস জেলে ছিলাম, আমার কাছে একটাও টাকা নাই।
কিছু না ভেবে পকেট এ হাত দিয়ে দেখলাম পকেট ৩২ টাকা আছে খুচরা, দিয়ে দিলাম রাতে খাইতে পারবে ………
তার পর মসজিদের সিকিউরিটি গার্ড বললো ওনাকে কি কোনো টাকা দিলেন । বললাম জি ……
বললো এখন দেখেন গিয়ে এখন নেশা করবে।আমারো কাজ না থাকাতে ওর পিছন পিছন হাটলাম কিছুদুর গিয়ে দেখি কার কাছ থেকে কি যেনো একটা কিনলো …
তারপর আড়ালে বসে পলিথিন মুখের মধ্যে নিয়ে টানা শুরু করে দিলো।
আর আমি দেখেই গেলাম আর ভাবতেই লাগলাম ……………
©somewhere in net ltd.