নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষে আমাদেরকে অশান্তিতে রাখে না। মানুষ আমাদেরকে যন্ত্রণা দেয় না। আমাদের বরং নিজের দিকে তাকানো উচিৎ , নিজের গভীরে, হৃদয়ে, নিজের সত্ত্বার গভীরে। আমরা যে ঘটনাতে ত্যক্ত-বিরক্ত, সেই ঘটনাতেই দিব্যি আরেকজন হাসিমুখে কাটাচ্ছে জীবন। কষ্ট-যন্ত্রণা ঘটনার মাঝে নয়

অনুতপ্ত হৃদয়

স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412

অনুতপ্ত হৃদয় › বিস্তারিত পোস্টঃ

জীবনের সবচাইতে বলবান অনুভূতিশীল প্রাণিত অংশটি তারুণ্য

১৫ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৭

'আমি মনে করি, জীবনের সবচাইতে বলবান অনুভূতিশীল প্রাণিত অংশটি হল তারুণ্য। এই তরুণ্যের পাটাতানে দাঁড়িয়ে যেমন মনে বল আসে আকাশ ভেদ করে আল্লাহ্‌র আরশ স্পর্শ করার, স্বপ্ন থাকে ভাবনায়-কল্পনায় সমকালীন সকল অস্তিত্বকে অতিক্রম করে যাবার।

তেমনি শরীরেও বল থাকে স্বপ্ন ও সিদ্ধান্ত কে শ্রম সাধনা ও কৌশল দিয়ে ষোলকলায় পূর্ন করে তোলার! জীবনের পড়ন্ত বিকালে তো শুধু মরণের ছায়াতলে অবিরত সমর্পণের জিকির ছাড়া আর কিছুই থাকে না।

তাই ভাবতে হয়, ভাববার সময় এই তারুণ্যই। আর তাই, স্বপ্ন হলো কর্মের উৎস, পূরণ হোক আর নাই হোক করে যাই আপ্রাণ চেষ্টা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.