![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
যা কিছু আমার নিজের নেই, তার দিকে ফোকাস করলে মন খারাপ হবেই।আমার যা কিছু আছে, তার দিকে তাকালে মনে হবে কত শত অমূল্য সম্পদই না রয়েছে আমার। যে সম্পদ গুলো কিনতে পাওয়া যায় না কখনওই।
রাস্তার পাশে হাত না থাকা একজনকে দেখে নিজের হাতের দিকে তাকাই, আমি ঢাকা থেকে যাচ্ছিলাম গাজিপুর চৌরাস্তা ছেড়ে শিমুলতলী বাজার, তারপর চত্তর বাজার গিয়ে কোনো এক ককাজে যোগদানের জন্য। শিমুলতলী বাজারের কাছে এসে এমন একজন লোককে দেখতে পেলাম সত্যই মন টা অনেক খারাপ হয়ে গেলো
আমার দুইটা হাত অক্ষত অবস্থায় রয়েছে। আর বেচারার তো হাতই নেই। আঙ্গুলে ছোট্ট একটা ক্ষত হলে কত কষ্ট হয় আমার মনে হয় ক্ষতটা না ভালো হয়ওয়া পর্যন্ত চলাই অসম্ভব, অথচ তারা মানিয়ে নিয়েছে।
পা না থাকা কারো দিকে তাকালে, নিজের পা দুইটার জন্য শুকরিয়া জানাতে ইচ্ছে করে অনেক।
আর যাদের চোখ নেই, তারা কি সুন্দর দুনিয়াটা দেখতেই পায় না… আহারে। সত্যই অনেক বেশি কান্না পায় তখন, হয়তো চিৎকার কাঁদতে পারিনা
সুস্থ শরীর থাকা মানেই অনেক কিছু। তবুও একটি বারের জন্য আমরা শুকরিয়া করি না। আমরা কত হতভাগা।
১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় , আপনার জন্যেও শুভ কামনা রইল
২| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৭
রাজীব নুর বলেছেন: সুস্থ থাকা খুব জরুরী।
এই জন্য সব সময় আমাদের সাবধান থাকা উচিত।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: ইতিবাচক মানসিকতা এবং মানসিক দিক থেকে সুস্থ থাকা, এই দুটি প্রায় সমার্থকভাবে ব্যবহৃত হয়। কিন্তু মানসিক দিক থেকে সুস্থ থাকার বিষয়টি বেশ গভীর ও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে একটি মানুষ আনন্দে থাকলেও সে যে মানসিক দিক থেকে সুস্থ আছে, সব সময় তা না হতেও পারে।
ধন্য প্রিয় ভাই আপনার সুন্দর গঠনমমুলক মন্তব্যের জন্য ………
আল্লাহ্ আমাদের প্রত্যকেই সুস্থ রাখুক এই কামনায়
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৯
মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই সুস্থ শরীর থাকা মানেই অনেক কিছু।
সামুতে আপনাকে স্বাগত।আশা করি দ্রুতই প্রথম পাতায় সুযোগ পাবেন।
আপনার জন্য অনেক শুভ কামনা রইল।