![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
'সততা'- তিন অক্ষরের এই শব্দটির মাঝে কতটুকু যে বিশালতা আছে, একজন সততাবান মানুষের পক্ষেই শুধুমাত্র তা বুঝা সম্ভব।
সমাজে প্রতিটা মানুষকেই তার সহচরের সাথে দায়বদ্ধতায় আবদ্ধ থাকতে হয়। আর চলে আসে সততার প্রশ্ন। কিন্ত এ প্রশ্ন কেন ?
কেন সততার প্রশ্নে বিদ্ধ হতে হয় ?
যদিও অবিশ্বাসীর ঝড়ো বাতাসের মাঝে বিশ্বাসীর নিভু নিভু প্রদীপ নিয়ে লড়াই করা যায় না,কিন্তু তারপরও সততাই সর্বোৎকৃষ্ট পন্থা !!! এটাই চিরন্তন সত্য!
কেননা আপনার জীবনের মালিক, আপনার অন্তর বিষয়ে জ্ঞাত।
ও আরেকটা কথা বলি,সেটা এখনকার সময়ে সততা মানে বোকামি কি না জানিনা ! তবে আপনাকে অবস্যই টেকনিক্যালি চলতে হবে ! বাস্তবের রঙ্গে নিজেকে মানিয়ে চলতে হবে !
আপনার সততার কোনো দাম থাকবেনা যদি আপনি টেকনিক্যালি চলতে না পারেন !
তবে দায়িত্ব নেওয়ার চেয়ে কর্মী হওয়া অনেক ভালো।
১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:২৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: আল্লাহ আমাদের সেইসব পরীক্ষারই সম্মুক্ষীন করেন যা আমরা মোকাবেলা করতে সক্ষম,
জীবন যখন অনেক কঠিন মনে হয় শুধু একবার ভাবুন,
আল্লাহ জানেন যে,আপনি এই বিপদ মোকাবেলা করার মতই শক্তিশালী। আপনার প্রচেষ্টা অব্যাহত রাখুন, প্রতিদান আল্লাহ দিবেন।
২| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রতিদান আল্লাহ দিবেন - ফি আমানিল্লাহ
১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
অনুতপ্ত হৃদয় বলেছেন: শুকরিয়া ভাই
৩| ১৭ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: সততা মহৎগুন, একজন মানুষকে তখনই সৎ বললো যখন তার সামনে সুযোগ থাকার পরও ঘুষ খান না।
আর সারাজীবন এমন জায়গায় কাজ করলেন যেখানে অসৎ হওয়ার সুযোগ নেই। তাহলে কিভাবে বুঝবেন সে সৎ নাকি অসৎ।
শুভ ব্লগিং।
১৭ ই মে, ২০১৮ রাত ৯:৪১
অনুতপ্ত হৃদয় বলেছেন: আমার মতে, অবশ্যই। কেউ যদি সৎ থাকে তাহলে মানুষ তাকে বিশ্বাস করতে পারবে, তার উপর ভরসা করতে পারবে এবং ক্ষমা ও করতে পারবে। অনেক অন্যায় ও ভুল থেকে রক্ষা পাবে। সৎ থাকলে নিজেরই উপকার হয়। তাছাড়া যেকোনো দীর্ঘমেয়াদী সম্পর্কে সৎ থাকলে অনেক অনাকাংখিত ঝামেলা থেকে বাঁচা যায়, জীবন সুন্দর ও সহজ হয়। তাই আমার মতে সততাই সর্বকৃষ্ট পন্থা।
ধন্যবাদ ভাই
৪| ১৮ ই মে, ২০১৮ রাত ১:৪৪
শাহরিয়ার কবীর বলেছেন:
সততায় আছে শত বিপদ ......
শত শত লোক পাওয়া গেলেও কিন্তু শত লোক পাওয়া কঠিন ।
নীতিকথা সবাই বলে কিন্তু কেউ তা পালন করে না, এটাই সবচেয়ে দুঃখের বিষয় ।।
১৮ ই মে, ২০১৮ সকাল ৭:২৬
অনুতপ্ত হৃদয় বলেছেন: নীতি কথা কম বেশি সবাই বলতে পারে,কিন্তু তা গুটি কয়েকজন ও হয়তো পালন করে না।
সত্যই সৎ লোক খুঁজে পাওয়া দুষ্কর।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯
রাজীব নুর বলেছেন: সৎ মানূষের সাহস সব সময় বেশি থাকে।
২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৪৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: সে তার সাহসীকতায় অটল থাকে সব সময়
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১৩
ঠাকুরমাহমুদ বলেছেন: বইয়ে আদর্শ ভাষা হিসেবে আমরা সততা কে চিনি, বাস্তাবে আমরা যারা সততার সাথে জীবন যাপন করতে যাই তারা যানি এই রোগের কষ্ট কি কি ।