![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্মৃতি নিয়ে চলেছে দিগন্ত ছাড়িয়ে, মহাকালে রেখে দেওয়া সেই মুহূর্তগুলোর কাছে। বিনি সুতার বাঁধনে, ডানা মেলা রোদ্দুরে ফলসার ঝোপ ছাড়িয়ে নাও ভাঙা চরে, নীলাকাশ ছাড়িয়ে কাশবনের হাওয়ায় অথবা বকুলের মালায়, সেসব দিনের কথা, সেসব কথা মনে পড়ে………https://www.facebook.com/profile.php?id=100008069776412
বিশ্বাস (ঈমান) হলো সব কাজের প্রথম এবং মূল ভিত্তি;
দুনিয়া এবং আখিরাতের জন্য যেকোন কাজ যে পর্যায়ের কাজই হউক তার সফলতা বিশ্বাসের উপর নির্ভরশীল।
করনীয় যে কাজের প্রতি বিশ্বাস যত দৃঢ় হবে স্বচ্ছতার সাথে তার সফলতা ততবেশী হবে।
আর সেকাজেই আল্লাহর সাহায্য আসবে। ইনশাআল্লাহ!
যেমন কারও সাথে সম্পর্ক হলে উভয় একে অন্যের প্রতি সার্বিক বিশ্বাস যত বেশী হবে সম্পর্ক তত মজবুত হবে।
সর্বক্ষেত্রে সর্বকাজে বিশ্বাসের উপর নির্ভর করে সেই কাজের সফলতা।
"হাদিসে বর্ণিত হয়েছে ইমানদার হতে পারবেনা ততক্ষন পর্যন্ত, ততক্ষন না পার্স্পারিক সম্পর্ক স্থাপন না হয়"
সবজায়গায় এই বিশ্বাসের কমতির থাকার কারনে মজবুত সম্পর্ক গড়ে উঠেনা।এমনকি শত্রুতারও সৃষ্টি এই বিশ্বাস এবং অবিশ্বাসের কারনেই।
জীবনের প্রচেষ্টা হওয়া উচিৎ বিশ্বাসী হওয়ার জন্য, যাতে সমাজের প্রতিটি মানুষ যে কোন দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকতে পারে।
হ্যাঁ আল্লাহ্ জানিনা আমি কতটুকু বিশ্বাসী।
১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৪
অনুতপ্ত হৃদয় বলেছেন: আমিন, ছুম্মা আমিন
জাযাকাল্লাহ খাইর।
২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৫১
তারেক_মাহমুদ বলেছেন: বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদুর। ঈমানে প্রধান ভিত্তি হচ্ছে বিশ্বাস, বিশ্বাস ভঙ্গ করা অন্যায়।
১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৮
অনুতপ্ত হৃদয় বলেছেন:
অনুতপ্ত হৃদয় বলেছেন: ঈমানের সাথে আপোষ কখনওই করবে মহান আল্লাহ্ তালা
৩| ২০ শে মে, ২০১৮ দুপুর ২:০৬
পবন সরকার বলেছেন: ভালো লাগল লেখা।
২০ শে মে, ২০১৮ রাত ১০:১৬
অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই
৪| ২০ শে মে, ২০১৮ রাত ৮:৪৩
বৃষ্টি বিন্দু বলেছেন: বিশ্বাস অবিশ্বাস এর দোলাচালে না দুলে বিশ্বাস এর কাণ্ডারি হই, সেই তাওফিক দান করুন রব্বুল আলামিন।
ভালো একটি লিখা।
২০ শে মে, ২০১৮ রাত ১০:১৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: ধন্যবাদ প্রিয়, শুভ কামনা রইল
৫| ২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি মনে হয় খুব ধার্মিক মানুষ??
২৬ শে মে, ২০১৮ বিকাল ৫:৩৯
অনুতপ্ত হৃদয় বলেছেন: প্রতিটি মানুষ মুসলমান হলেও ঈমানদার/মুমিন নয়।যে চোখে দুনিয়ার মোহে অন্ধ সবাই, সেই চোখে ভয় পাওয়ার কিছুই নাই। যেমনঃ সুদ এর গুনাহ সম্পর্কে জানেনা এমন মানূষ পাওয়াই দুষ্কর, কিন্তু সুদ এর সাথে জড়িত নাই এমন মানূষও দুষ্কর। আমরা মুসলমান, কিন্তু মুমিন নই। কালেমা কে অন্তর থেকে পড়ে নিলে মুসলমান হওয়া যায়, কিন্তু কালেমা কে প্র্যাকটিস্ না করলে মুমিন হওয়া যায় না।
ভালো থাকবেন
সুস্থ থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৪৬
মীর সাজ্জাদ বলেছেন: আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বিশ্বাসী হওয়ার তেীফিক দান করুক। আমিন।