নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় পেলেই চারদিকের পরিবেশের এবং মানুষের জীবনের বাস্তব চরিত্র লেখার মাধ্যমে ফুটিয়ে তুলি।

এম.এইচ দিপু ভুইঞা

জীবন থেকে নেয়া!

এম.এইচ দিপু ভুইঞা › বিস্তারিত পোস্টঃ

★★সেই তুমি★★

০৩ রা মে, ২০১৬ দুপুর ২:৪৫

মানুষের জীবনে হঠাৎ করেই এক অজানা ভাললাগার আবির্ভাব হয়।কারও এই ভাললাগা ক্ষনিকের জন্য হয় আবার কারও চিরস্থায়ী হয়।এই ভাললাগা কোনো বয়স মানে না।ক্ষনিকের এই ভাললাগা শুধু ক্ষনিকের জন্য সুখ দেয় আর অন্য দিকে চিরস্থায়ী ব্যাথা দিয়ে যায়,যা ধীরে ধীরে বেড়েই যায়,কমে না।সেই তুমি আমাকে যে কিছুটা ভালবাসা দিবে,কিছুটা সুখ দিবে,অবুঝ বাবুটাকে ভালবাসতে শিখাবে।এইটা আমি কখনই ভাবিনি।তবু তুমি আমাকে ভালবাসা দিয়েছিলে,,,কিন্তু সেই ভালবাসার পুর্ণতা দেও নি।এই অপুর্ণহীন ভালবাসা আমাকে প্রতিটি মুহুর্তে কষ্টই দিয়ে যায়........................। কষ্ট দিয়েছিলে মেনেনিয়েছিলাম কিন্তু নিজেকে কেন নিয়েগেলে।এই কষ্ট আর বুকে রাখতে পারিনি বুক ফেটে বের হয়ে পড়ছে।তুমি চলে গেলে আর আমি তুমার খোজে শঙ্খচিলের মত এদিক ওদিক উড়তে শুরু করলাম তবু তোমাকে পাই নি।এখনও প্রতিটা মুহুর্তে তোমাকে খোজি & তোমার অপেক্ষাই তাকি & তাকব।সেই তুমি অাসবে বলে।


কেন তুমি অামাকে ভালবেসেছিলে অার কেনই বা চলে গেলে,,,,,,,অাজও অামি বুজতে পারিনি,,,,কিন্তু শত কষ্টের মাঝেও
সেই তোমার অপেক্ষায় এখনও অাছি অামি।

★★সেই তুমি★★

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৩:০৪

মোস্তফা সোহেল বলেছেন: আপনার অপেক্ষার অবসান ঘটুক

২| ০৩ রা মে, ২০১৬ বিকাল ৪:৩৪

কানিজ রিনা বলেছেন: ক্ষনিকের ভাল লাগা ভালবাসা কিছু কিছু
মানুষের অভ্যাস বা সভাব। আজকাল এটা
একটা ফ্যাসন। বিবাহীত হোক আর অবিবাহীত
হোক। চাতুরতা নির্লজ্জতা কাজের বুয়া,
কোন ঘরের সুন্দরী বউ এদের চাতুরতার
ফাঁদে পাদিয়ে কলংকে জড়িয়ে নিজের
জীবন নষ্ট করে দেয়। আর এরা নষ্ঠ আনন্দ
উপভোগ করে।

৩| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:৩৭

এম.এইচ দিপু ভুইঞা বলেছেন: আমি এরকম ভালবাসা চাই না,,,,যে ভালবাসায় প্রাণই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.