![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার কাব্য-কবিতা
তোমায় ছাড়া হয়না লেখা......
চলে গেছ তুমি কোথায়
ভুলে গিয়ে এ আমায়......
মুছেফেলে সৃতিগুলো
কোন দূর অজানায়......।
ভেবে যায় মন একলা একা
কোথায় পাবে তোমার দেখা......
তুমি আমার দিবা-রাত্রি
তোমায় নিয়েই স্বপ্ন দেখা......।
বিকেল আমার তোমার জন্যে
অপেক্ষাতে বাসা বাধে......
আসবে তুমি বসবে পাশে
গল্প হবে তোমার সাথে
ভেবে যায় মন নীরবেতে.....।
তোমায় ছাড়া ভাবনা আমার
হারিয়ে যায় সব অন্ধকারে......
তাইতো আমি সকাল-সন্ধা
ভেবে যাই শুধু তোমায় নিয়ে......
দুঃখগুলো সব
ভুলে গিয়ে...... ।
©somewhere in net ltd.