নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

বড়োলোক মানে এক অর্থে ছোটোলোক ও

১৩ ই এপ্রিল, ২০২৪ সকাল ১১:০১

বড়োলোক শব্দটির প্রকৃত অর্থ অনেক ব্যাপক। কিন্তু, সচরাচর খুব সংকীর্ণ অর্থে আমরা শব্দটি ব্যবহার করে থাকি। সাধারণের মাঝে বড়োলোক মানে বড়ো টাকাওয়ালা বা ধনী। সে বিবেচনায় একজন দারোয়ানও ব্যাংক ডাকাতি করে রাতারাতি কোটিপতি বা বড়োলোক বনে যেতে পারেন।

মানুষকে নানাভাবে ঠকানো, অর্থাৎ, ছোটলোকি স্বভাব না থাকলে আমাদের দেশে কেউ সহজে বড়োলোক হতে পারে না। সে অর্থে, বড়োলোক মানে এক অর্থে ছোটোলোক ও।

কথাগুলো মানেন কি?

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার আব্বা সাধারণত আমাদের কথা ধরেন না। একদম সেই মাপের ভুল-ভাল না বললে তৎক্ষণাত ঠিক করেও দেন না। কিন্তু তার সামনে কাউকে "বড়োলোক" বলা হলে আব্বা জিজ্ঞাসা করেন, কি কারণে সে বড়লোক। এরপর যদি উত্তর আসে উনার অনেক টাকা পয়সা আছে, তাই বড়োলোক বলেছি। তখন আব্বা বলেন, "তাহলে ধনী বলবা। তোমার টাকা নাই বলে তোমাকে তো কেউ ছোটলোক বলে না।"

২| ১৩ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৪:১৪

নাহল তরকারি বলেছেন: বিয়ে করার সময় মেয়ের বাপ ছেলের ধন সম্পদ আগে দেখে।

৩| ১৩ ই এপ্রিল, ২০২৪ রাত ১০:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি মনে করি বড় লোক মানে বড় মনের অধিকারি, আর সম্পদের মালিক মানে ধনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.