![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
কন্ঠে তোমার আকুলতা,
মনের মাঝে কিসের ব্যাথা?
হস্তে তোমার তিমির থালা,
আনন্দ তাতে এক দু-বেলা ৷
অভিরুচি তার ভগ্ন আমোদ,
সমাচার পড়ে ভাবছে অবোধ ৷
এসেছি তাই নিয়ে কিছু,
আসবে সবাই পিছু পিছু ৷
আকুলতার মন্ত্র ভুলে,
বলব এবার আওয়াজ তোলে ৷
আমিও মানব চিনেছি নিজেকে,
মানবের তরে মানবকে দেখে ৷
কে বলে ভাই,
আজকাল আর সেই বাঙ্গালী নাই?
চেয়ে দেখ চোখ মেলে,
আজো তারা রক্ত দেয় ঢেলে ৷
আমার মাটির গন্ধ নিয়ে দেখ,
তাজা রক্তে দূর-দূরান্ত অনেক ৷
পারেনি কিছু রুখতে কখনো
পারেনি দেখ আজো,
কন্ঠে তোলা নতুন স্লোগান
"জয় বাংলার" মত বাজো ৷
নতুন দিনের নতুন চাওয়া,
সেই সুরে আমাদের গাওয়া ৷
বলি সবাই একই সাথে,
স্বপ্ন বুনার এই দু'হাতে ৷
দারিদ্রতা রুখব এবার,
সোনার বাংলা দেখব এবার ৷
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো । ছোট্ট লাইনে চরনগুলো ভাল হয়েছে ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪২
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১
বাউল সৌরভ বলেছেন: ভাল লাগল। তবে ছন্দ মাঝে মাঝে ভেঙে গেছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: আশা করি ভবিষ্যতে কোন অপূর্নতা থাকবে না ৷ দোয়া করবেন ৷
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৮
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++
ভালো থাকবেন ভ্রাতা