![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
দূরে আকাশ দেখিস তুই
থেমে যাওয়ার জন্য আমার
ঐ দালান গুলো গুনা শেষ হওয়াটাই যথেষ্ট ৷
এখানে অনুভূতি সাজে জড় মস্তিষ্কে
ঘাসের চাদর যেখানে মৃত্তিকা প্রকাশে ব্যস্ত
সেথায় জড় মস্তিষ্কে অবস্থান বৃথা সময় নষ্ট ৷
তোকে অনুভব করি এভাবে
যেভাবে শহুরে কাক রুক্ষতা অনুভব করে,
একটু সময় নিয়ে রাস্তা পারে ব্যস্ত ৷
তোকে ছাড়া এভাবে চলছে
যেমনটা থেমে থাকা জড় উৎপাদন,
প্রভাবক যেখানে বাম হস্ত ৷
নীল গবেষকের শুভ্রতার পরিমাণ নিয়ে আক্ষেপ
যেন ভাবনা বন্ধ হয়েছে কবির,
পরের চরন তাই স্পষ্ট ৷
অল্প জায়গা খুঁজেছি তোর শহরের এক দালানে,
তুইতো দালান দিতে প্রস্তুত ছিলি,
কেন যেন শহর পাওয়ার ইচ্ছা এসে বসল ৷
মৃত্যু তোর জন্য আমার সে তো ইতিহাস,
লিখে যাওয়ার আগে কি করে যায়?
প্রতিটি তন্ত্র জুড়ে তোর অবস্থান সত্যি বলে দিল ৷
হৃদয়েরক্ষত শেষের বেলায় দেখা হবে
পচন ধরবে অভিমানী প্রেমে তখনি
প্রশ্ন করবে না " কতটা ভালবাস বল? "
এই হালকা হাওয়ারই সঙ্গি হয়ে যাব তবে,
নিজেকে বুঝতে অল্প চেষ্টা আমার ,
ভাববনা জীবনে কে ছিল কে না ছিল ৷
দুপুর শেষে এখানেও রাত নামবে
তপ্ততা ছেড়ে জ্যোৎস্না হবে প্রকাশক,
তবুও আমার এ কবিতা তোর জন্যই ছিল ৷
০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:৪৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ৷ দোয়া করবেন ৷
২| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:১৫
কিউপিড রিটার্নস বলেছেন: অল্প জায়গা খুঁজেছি তোর শহরের এক দালানে,
তুইতো দালান দিতে প্রস্তুত ছিলি,
কেন যেন শহর পাওয়ার ইচ্ছা এসে বসল ৷
হাহাহ, কবিতা পড়ে ভালো লেগেছে, কিন্তু মানুষের প্রাপ্তির ইচ্ছের যে শেষ নেই।।
০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:৪৬
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: হ্যাঁ ৷ সে জন্য কখনো কখনো অনেক আফসোসও করতে হয় ৷ দোয়া করবেন ৷ এই রিপুকে যেন ধরে রাখতে পারি নিজের নিয়ন্ত্রণে ৷ মন্তব্যের জন্য ধন্যবাদ ৷
৩| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:১০
শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন একটা কবিতা। ভাল্লাগছে।
০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:১৬
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: আপনার বিশাল অনুসারী আমি ৷ আপনার ভাল লাগছে শুনেতো আজকে আর ভাতই খাইতে হবে না ৷ ধন্যবাদ ৷ অনেক অনেক ধন্যবাদ ৷ দোয়া করবেন ৷
৪| ২৫ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৫
শতদ্রু একটি নদী... বলেছেন: এইসব কি কন? লজ্জা দ্যান ক্যান?
কবিতা খুব ভালো হইছে, ছিমছাম, গোছানো। কিন্তু অল্প কিছু বানানগত দুর্বলতা আছে মনে হইছিলো। গুনা না লিখে গোনা লিখতে পারে, গুনা আঞ্চলিক শোনায়। আবার সেথায় গতানুগতিক, সেখানেই বলেন। আবার সঙ্গী, ভালোবাসো, ভাববোনা এইসব কিছু বানান চেক করে দেইখেন। ভালোবাসো বানানটা অবশ্য আমি নিজেও নিশ্চিত না। বানান আমার আজন্ম দূর্বলতা, মাথায়ই ঢুকেনা বানানরীতি।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৫ দুপুর ২:০৯
টুম্পা মনি বলেছেন: খুব সুন্দর লিখেছেন।