![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
প্রথম পর্ব এর পর ৷
☞
এটাকে পিঁয়াজু কেন বলে ? এটাতে তো সব ডাল ৷
আচ্ছা মুনতাসীর,মানুষের নাম কেন দিতে হয়?নাম ছাড়া কি মানুষ নাই ?
তুই ছেলে আর আমি মেয়ে কেন ?
তোকে ঐ মেয়েটা একবার গালি দেয় আবার জানু ডাকে কেন ?
তোর আম্মু তোকে গাধা,গরু ডাকে কেন ?
তোর গায়ের রং কাল কেন ?
আমাকে তুই সুন্দরী ডাকিস কেন ?
মানুষ মরলে কবর দেয় কেন ?
এরকম হাজার হাজার প্রশ্ন করে মুনতাসীরের মাথা খারাপ করে রেখেছে তানজিন ৷ সেদিনের রাতের পর আজ প্রায় ১২ দিন হয়ে গেছে ৷ আজ ১৫তম তারাবীহ অর্ধেক পড়ে আবার ঘুরতে বেরিয়ে গেছে মুনতাসীর ৷
সেদিনের রাতের পর থেকে ১২ টি দিন ছিল অনেক রোমাঞ্চকর ৷ মুনতাসীর তার ভাবনার বাইরে অনেক কিছু দেখেছে ৷ অনেক কিছু শিখেছে ৷ অনেক কিছু জেনেছে ৷ মাত্র ঘুরা শেষ করে তানজিনদের বাসার সামনে এসে বসল ৷ তানজিন আগেই বারান্দায় ছিল ৷ মুনতাসীরকে দুর থেকে দেখেই বাসার পাশের ঐ ছোট্ট কয়েকটা সিড়ির উপর বসল ৷ সব এখন স্বাভাবিক ৷ ঐ রাতের অন্ধকার ঘুটঘুটে জায়গাটা আর নেই ৷ নেই তার কোন কিছুই যা সেদিনের রাতে ছিল ৷ আর এই নেই কে নেই করার মধ্যে দিয়ে তানজিন আর মুনতাসীর অনেক ভাল বন্ধু এখন ৷
এসেই তানজিন মুনতাসীরের চুল গুলো এলোমেলো করে দিল ৷ কিরে মুনতা কি খবর তোর ?
মুনতাসীর মনে মনে খুশি হলেও মুখে বিরক্ত প্রকাশ করে বলে " ধুর ভাই তোকে বলেছি না চুল ধরবি না " ?
তানজিন ও মন খারাপ করার অভিনয় করে ৷
তখন মুনতাসীর নানান অঙ্গভঙ্গি করে তার মন ভাল করতে চেষ্টা করে ৷
কৌতুক বলে ৷ অনেক পরিচিত একটা কৌতুক যেটা শুনে তানজিন প্রতিবারই হাসে ৷ না সেই কৃত্রিম হাসিটা না যেটা ১২ দিন আগে ছিল ৷
মুনতাসীর বলে ৷
তানজিন অন্যদিকে মুখ ফিরিয়ে থাকে ৷
জানস একদিন স্বাধিন ওদের বাসার দরজা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ৷ এমন সময় তাকে দেখে প্রশ্ন করলাম দরজা নিয়ে কই যাচ্ছে ? ও বলল দরজার চাবি হারাই গেছে তাই তালা ভাঙ্গতে যাচ্ছে ৷ আমি বললাম চাবি হারাইছে তো চাবি খোঁজ ৷ তালা কেন ভাঙ্গবি ? ও বলল তালা ভাঙ্গি বাসায় যাবে ৷ আমি বললাম দরজা যে নিয়ে আসলি বাসায় তো চোর ঢুকে যাবে ৷ ও বলল দরজাতো আমার কাছে চোর কেমনে ঢুকবে ?
বরাবরের মত তানজিন শুনে মুনতাসীরের পিঠে জোরে জোরে থাপ্পড় মারতে থাকে ৷ বেচারা পিঠটা ধরে কোন মতে সহ্য করে ৷ ও বলে "ঐ বারবার একি কৌতুক বলিস কিন্তু নাম কেন চেঞ্জ করিস "? মুনতাসীর বলে তুই যেন একটু কম থাপ্পড় দেস পিঠে তাই ৷ মেয়েটা পিঠে থাপ্পড় দেওয়ার সাথে নাম পরিবর্তনের সম্পর্ক খুঁজে পাই না ৷
আবার আম্মু ফোন দিচ্ছে ৷ রিসিভ করে বরাবরের মত কিছু বকা ৷ এরপর আবারো বাসায় আসতেছি বলে রেখেদিল মুনতাসীর ৷ তানজিন কে বিদায় বলে চলে যাচ্ছে মুনতাসীর ৷ জানে কয়েকদিন পর সারাজীবনের জন্য বিদায় বলতে হবে ৷ যেটা তানজিনও জানেনা ৷
বাসায় এসে ল্যাপটপটা নিয়ে বসে আবারো মুনতাসীর ৷ খুঁজতে থাকে আসলেই কি এই সমস্যার কোন সমাধান আছে নাকি ? আম্মু খাওয়ার জন্য ডাকছে দেখে চিন্তার মাঝে বিরতি পড়ল ৷ খেয়ে এসে আবারো চিন্তাই মুনতাসীর ৷ এবার একটু ফেইচবুকে যাওয়া যাক ৷ না এখানে তানজিন নেই ৷ ফোনেও তানজিন নেই ৷ সে শুধু ঐ অন্ধকার থেকে আলো হওয়া এলাকার বাসিন্দা ৷ না ভার্চুয়াল না বাস্তবিক ৷ নিউজফিডে ঘুরতে ঘুরতে একটা পোষ্টে চোখ আটকে যায় ৷ স্কেপ বাংলাদেশের একটা ইভেন্টের পোষ্ট ৷ পোষ্টের একটা লাইন " আপনার ঈদের শপিং এর টাকা থেকে অল্প টাকা পথ শিশুদের জন্য দিয়ে তাদেরও ঈদের আনন্দ লাভের সুযোগ দিন " ৷ কেন যেন বিদ্যুৎ খেলে গেল মুনতাসীর নিউরন জুড়ে ৷ কোলে থাকা ল্যাপটপ কাঁপছে ৷ পেয়ে গেছি ৷ সমাধান পেয়ে গেছি ৷ তানজিন থাকবে ৷ আমার বন্ধুহয়ে থাকবে আরো অনেকদিন থাকবে ৷ ফেসবুক থেকে বের হয়ে সাথে সাথে নকশা ডকুমেন্টটা অন করল ৷ হ্যাঁ এইতো ৷ সম্ভবতো ৷ মুনতাসীর খুশিতে লাফিয়ে ওঠে ৷ জোরে জোরে ইয়েস ইয়েস বলতে থাকে ৷ উপর থাকে আম্মু আর আপুর গলায় বিরক্ত ভরা মুনতাসীর নামটা শুনা যাচ্ছে ৷ কিন্তু এবার তাতেও খুশি সে ৷ না তানজিন তুই থাকবি ৷ আমার সাথে থাকবি ৷ শুধু আঁধারের আলো হয়ে না ৷ আমার ফেইচবুক ফ্রেন্ডলিষ্টে ৷ আমার পাশে ৷ যখন আমরা চা খাব মামার দোকানে কখনো ৷ তুই থাকবি ৷ তোকে থাকতেই হবে ৷ জানে মুনতাসীর আজ ঘুম হবে না ৷ আরে তানজিনের দীর্ঘ ঘুমের প্রস্তুতিটা যে নষ্ট করতে হবে ৷ ঘুমাব কেন ?
( চলবে )
০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ফটিকছড়ি তে । আপনাদের ? ও হ্যাঁ ধন্যবাদ ।
২| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
শতদ্রু একটি নদী... বলেছেন: আমি বি বাড়ীয়ার। কিন্তু জানতে চাচ্ছিলাম আঞ্চলিকতার প্রভাব আছে নাকি।
শুনা, ঘুরা, হারাই, ফেইচবুক এইসব শব্দ শোনা, ঘোড়া, হারিয়ে, ফেইসবুক এইভাবে হওয়ার কথা ছিলো। এই হালকা ব্যাপারগুলা কারেক্ট করে নিলে ভালো হবে। এমনি ভালো হইতেছে। বয়সের তুলনায় অনেক ভালো।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: আসলে অনেক দুর্বল বাংলাতে ৷ তারপরও চেষ্টা করি ৷ পরের বার থেকে এ ব্যাপার গুলোও খেয়াল রাখব ৷অনেক অনেক ধন্যবাদ ৷
৩| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৭
শতদ্রু একটি নদী... বলেছেন: আমিও ঘোরা কে ঘোড়া লিইখা বইসা আছি।
০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ঐটাতো কিবোর্ডের কারনে ৷ আমি বুঝতে পেরেছি ৷
৪| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪
আবু সুফিয়ান মাসুদ বলেছেন: বলেছেন: ভাই আমি একটি বিষয় নিয়ে এই ব্লগে আমার একাউণ্ট থেকে একটি বিষয় নিয়ে লেখেছিলাম কয়েকদিনের মদ্ধে দেখলাম আমার পোস্ট টি ডিলিট করা হয়েছে আসলে আমি বুজলাম না কেউ একটু বিসস্তারিত বলবেন
৫| ২৭ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৭
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: হইতো কোন কারনে আপনার পোষ্টটি ব্লগের নিয়ম বিরোধী ছিল অথবা কেউ রিপোর্ট করেছে ৷ তাই হয়তো রিমোভ করে দিয়েছে ৷ অথবা হয়তো আপনি নিজেই ভুলে ডিলেট করে দিয়েছেন ৷
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৪
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো হইছে। মুনতাসীরদের গ্রামের বাড়ি কই?

চলুক।