![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
সীমাহীন অতীত হিমালয়ে প্রলয়ের অনুকম্পা সুর,
আঘাতের ঘাতক হয়ে কার্বন সঞ্চালনে অলস সময় যাপন,
প্রশ্ন করতে ভুলে যাওয়া রাস্তার পাশের কুকুরটা মাথা নিচু করে,
ভুলের দলে সর্বনাশা ঝড় হয়ে যাবে কে,কে হবে আপন?
নিঃস্ব সুখী মানবের মনে হারানোর ভয় আসে,
শূন্যতার মাঝে বায়ুচাপের একাকিত্ব হারানোর ভয়,
এখানে কারো মন ভাঙ্গে তার আশেপাশে,
কেউবা ডুব দিয়ে শতাব্দীর দস্যুদল খোঁজে ব্যস্ত হয় ৷
হিম হয়ে যাওয়া চোখের জলে নয়ন অভিমান আঁকে,
ঐ পাড়ার দুষ্ট হাতগুলো যে আর তাকে ছুঁয়ে দেয় না,
হয়তো তার এ অতি বর্ষন পছন্দ নয়,
নাকি সে আর পথ ভুলে এ পাড়ায়ই আসে না ?
ঐ পরগাছাটা এখন অনেক আনন্দে আছে,
অতিরিক্ত দহনের অপকারিতা তার নিউরনে প্রবেশ করাবে কে?
সে তার পত্রফলকে আঘাত নাআসাটাকে জ্যোৎস্না রাত ভাবে,
প্রেমিকার হাত ভাবে এ বিরক্তি ভরা কান্ডটাকে ৷
ছেলেটা এসব দেখে,
দিনযাপন বড় সহজ মনেহয় অবেলা গুলোতে,
আবেগ গুলো আলোতে এসেছে অনেক আগে,
তাই হয়তো আর কোন অলক্ষুনে আসতে পারেনা তার ভাবনাতে ৷
৩১ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৬
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫
শতদ্রু একটি নদী... বলেছেন: কবিতা বেশ ভালো হইছে ভাইয়া। শুভকামনা রইলো।