![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
ধরে নাও এখনো বেঁচে আছি ৷
দূর আকাশে এখনো হাত রাখি আঙ্গুলের ফাঁকে ৷
ধরে নাও এখনো তোমার কালো চুল গুলোতে অশুদ্ধ রং দেখে রাগ লাগে ৷
হাওয়া মিনতি খুঁজে তোমার চুল ছুঁয়ে দিবে,ছুঁয়ে দেখবে তোমাকে ৷
ধরেই নাওনা ছেলেটা লাল শার্ট আর কাল প্যান্ট পরে এখনো অপেক্ষা করে ৷
তোমার চোখ ভোর দেখবে আর এই পার্কের বেঞ্চিতে একটু ভার বেশি পড়বে ৷
ধরে নাও আমি আবার বলছি ভালবাসি,
সগৌরবে পকেট কাটা তোমার প্রিয় রেস্টুরেন্টটা আবার আমায় স্বাগতম বলবে ৷
ধর এই বাদামওয়ালার এখনো বিয়ে হয়নি আর সে এখনো তোমাকে আমার সাথে দেখে হিংসায় দুইটাকা বেশি চায় ৷
আমি রাগ করে বলি চল এই বেটার বাদাম লাগবেনা আর তুমিও রাগ করে বস ৷
ধর আজ বিকেলটায় আবার আমি ক্লাস ফাঁকি দিয়েছি আর মেডিকেল হয়ে তোমার চৌকাঠ মাড়াতে গেলাম ৷
তোমার ড্রাইভারটা আবার আমাকে সন্দেহ করবে আর তুমি আমার অসহায়ত্ব দেখে হাসো ৷
আজ অনেক কিছুই ভাবতে পার আমি ভাবাতে পারি ৷
আজ অনেক ভুল করতে পার আমি করাতে পারি ৷
আজ অনেক গুলো কল আসতে পারে আমি চুপ করে থাকতে পারি ৷
ধরে নাও একদিন আর পারব না ৷
তুমিও পারবে না ৷
ধরে নাও এখানে ফুল ছেঁড়া নিষেধটা আবার অমান্য করেছি,কিন্তু তোমাকে খুশি করতে পারছি না ৷
ধরে নাও, এই ব্যক্তি এখন আর মুনতাসীরই না ৷
ধরে নাও বেঁচে আছি ৷
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:৪৯
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য সব সময়ের মত ধন্যবাদ ৷
২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৪
সুমন কর বলেছেন: মাঝের দিকে একটু ছাড়া ছাড়া বাকি সবটা ভালো লাগল।
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৩:১৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
শতদ্রু একটি নদী... বলেছেন: চমতকার কবিতা মুনতাসির। ভাল্লাগছে। কেবল মাঝে একটু যতি চিহ্ন দিও, কিছু কিছু জায়গায় বিরতি বোঝানোর দরকার আছে

শুভকামনা রইলো।