নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মুনতাসীর মামুন

মোহাম্মদ মুনতাসীর মামুন

মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........

মোহাম্মদ মুনতাসীর মামুন › বিস্তারিত পোস্টঃ

একটি রাতের চোখ এবং কিছু আলোছায়া

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯




নিয়ন আলোতে এ রাত অনুভব করতে শিখেছি ৷
কাষ্ঠ ফ্লাশ লাইটের আলোকে হার মানিয়ে দিয়েছে প্রচন্ড অনুভব শক্তি ৷
সাক্ষি হয়ে নির্বাক পথিক হয়েছিলাম শতাব্দী হতে শতাব্দী ৷
তোমার সিগারেটের ধোয়াতে প্রতিহিংসা জ্বলতে দেখেছি,আমন্ত্রিত দূষন দেখেছি ৷

কত যোদ্ধার মরন দেখেছি চায়ের কাপে,
সভ্যতার অকল্পনায় অট্টহেসেছি পটভূমিতে সুর রেখে,
কত কবিতা সাজাব স্বপ্ন দেখেছি হাজার বছরের পুরনো কিবোর্ডে,
কবিতার অসুর মমতা স্থবিরতা ভেঙ্গেছে অতঃপর তার প্রসংশীত পাপে ৷

সতর্কতার সুর শুনিয়ে গেছে এই রাতে হাওয়া কতবার!
অপ্রকাশিত কবিতা গুলো ভাসিয়ে নিয়ে যাবে,
এভাবে তার কানে কানে বলে দেবে "ওতো ভাল নেই" ৷
দূর থেকে বসে ললনার মুক্ত করা করুনা হাওয়াতেই হবে ছারখার ৷

এই প্রান্তে বসে হাওয়া থেকে তখনো অক্সিজেন চুরি করে যাব ৷
তার দেহ থেকে আরো কিছু ভাইরাস মুক্ত করে দেব নিস্বার্থতায় ৷
তার মনে আরো কিছু দহন এনে দেব যেন আবার সে স্বার্থপর হয়ে যায় ৷
আর মুখ বাকিয়ে অখাদ্য করুনা গুলো ফেরত দিয়ে দেব ৷

আমি এখনো রাতের আকাশকে লাল দেখি,
বুজি এটা শুধু আকাশ নয় লাল রং এর হাত,
এখন তো রাতের একটা বাজেনি তবুও আকাশটার রং লাল,
কেউ দেখেনা এসব শুধু আমিই দেখি ৷

নেশা খোঁজা চোখটাকে আজ ঝাপসা লাইট নিজেই খুঁজে নেয় ৷
সময় গুলোকে হারিয়ে যাওয়া হাসির মত মনে হয় ৷
ঘুমন্ত গাছের ডালে একটা নিয়ন্ত্রনহীন আঘাত পড়ে,
রাত চোখ বড় করে,পথিক হাসে আর আরেকবার প্রাণ দেয় ৷

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: তোমার সিগারেটের ধোয়াতে প্রতিহিংসা জ্বলতে দেখেছি,আমন্ত্রিত দূষন দেখেছি ৷+++

চমৎকার। :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ৷ কিন্তু এই +++ জিনিসটা বুঝি না ৷ একটু দয়া করে যদি বুঝিয়ে দিতেন! !

২| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

হাসান মাহবুব বলেছেন: +++ (এটার মানে হলো, সামুতে পূর্বে লাইক বাটন ছিলো না। ছিলো প্লাস আর মাইনাস বাটন। ভালো লাগলে প্লাস, আর খারাপ লাগলে মাইনাস দেয়া হতো)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: হুম ৷ অনেক গুলো কনফিউশনের অবসান করে দিলেন ৷ অনেক অনেক ধন্যবাদ ৷ যদি বলে দিতেন একটি দুটি আর তিনটি প্লাস আর মাইনাসের মধ্যে কি আলাদা কোন অর্থ আছে?

৩| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮

ফেরেশতা বলছি বলেছেন: ভাল লাগলো :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ৷

৪| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ মুনতাসীর মামুন ,



ভালো হয়েছে । আরও লিখুন ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: দোয়া করবেন ৷ মন্তব্যের জন্য ধন্যবাদ ৷

৫| ১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২০

শতদ্রু একটি নদী... বলেছেন: Again... a nice one from u muntasir. :)

১০ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৩

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: প্রতিবারের মত আপনার উৎসাহ অনুপ্রেরণা হয়ে থাকবে ৷ অনেক অনেক অনেক ধন্যবাদ ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.