নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মুনতাসীর মামুন

মোহাম্মদ মুনতাসীর মামুন

মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........

মোহাম্মদ মুনতাসীর মামুন › বিস্তারিত পোস্টঃ

সিংহপতন

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৪



মাত্র অন্ধকার কেটে ওঠলাম ৷
দুপুরের সূর্যটা মাথার উপর মহাজাগতিক থালার মত দাঁড়িয়ে আছে ৷
অপার্থিব জগতচিন্তায় তন্দ্রাচ্ছন্ন চোখ অত্যাচার আঁকছে ৷
গা শিরশিরে হাওয়া পশ্চিমের গন্ধ এনে গায়ে মাখতে বসে আছে ৷

বিমুগ্ধ স্নানে অন্ধকারের দেশটাকে ঘুরে ঘুরে দেখাটা আমার কাজ নয় ৷
আমি শুধু চোখ বন্ধ করে অতলের পরে নিলয় পেয়ে যাব চিন্তায় ব্যস্ত ৷
অভাক করা অন্ধকার জগতটা আমাকে দেখে হাসে,
আমি সে আনাড়ি মানব তার হাসির রহস্য বুঝবই বা কত?

অতঃপর আমি ভাবনাদেশের রাজা হব বলে স্বপ্ন দেখি,
কল্পনায় অন্ধকারের মুকুট হাতে দাঁড়িয়ে আছে তটিনীর অভিমান ,
"জাঁহাপন দুঃখকে জয় করুন" বলে স্লোগান চলে সারা রাজ প্রাসাদে ৷
তখন দুপুরের সূর্যটা আলো দিয়ে ভাবনা নষ্ট করে আর সিগারেটে আগুন দিয়ে যায়, ফিরে পাই প্রাণ ৷

আমি তোমার জন্য ভেসে যাওয়া মৃত দেহ হব,
এই অন্ধকারের সাগরে সেদিন আর ডুব দিয়ে স্নান করা হবে না ৷
অর্ধ নিমজ্জিত হয়ে সূর্যটাকে আরেকবার আগুন দিতে প্রার্থনা করব ৷
তখন মুখ লুকানো সূর্যের কৃতঘ্ন আলো দেখব, এবার সে সিগারেটে আগুন দেবে না ৷

আমি বিদায় বলে দিচ্ছি,
বিদায় বলে দিয়েছি মহাকালকে,
আমি বিদায় বলে দিচ্ছি,
বিদায় বলে দিয়েছি ভাবনার সিংহাসনকে,
আমি বিদায় বলে দিচ্ছি,
আমি বিদায় বলে দেব এই আমাকে ৷

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২০

হামিদ আহসান বলেছেন: ............++

১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

২| ১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৩

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন হইছে ভাইয়া। ++

১৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:২৯

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: দোয়া করবেন ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৭

হাসান মাহবুব বলেছেন: +++

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

২১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ ৷ দোয়া করবেন ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.