নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মুনতাসীর মামুন

মোহাম্মদ মুনতাসীর মামুন

মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........

মোহাম্মদ মুনতাসীর মামুন › বিস্তারিত পোস্টঃ

মেঘ গুলো সরে যাবে নীলাঞ্জনাকে দেখব

২১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০


এই পিচঢালা পথটা আজ বড় অমসৃণ মনে হয়,
কেন যেন দুপুরটা বড় শান্ত লাগে,
নিশ্চুপ মনের পিয়ানোতে সুর দেখিনা ভুল করে,
প্রার্থনায় মানুষটাতে আজ খুব অপ্রাপ্তির আভাস জাগে ৷

শুভ্র মেঘের গতিবিধিকে পটভূমি করে আত্মপ্রসংশায় ব্যস্ত কাকের দল,
দিঘির জলে এক ফোটা শিশির দেওয়া মনটা আজ অপমানিত,
অতীত হিমালয়ের অস্পষ্ট স্মৃতি আজ কঠিন চোখের জল,
তাই আত্মপরিচয় গোপন করে মুক্ত কারাগারেই হচ্ছি পালিত ৷

স্বপ্নছিল ইচ্ছে গুলো ইট হয়ে যাবে,
শখের বারান্দা হয়ে যাবে কবির মন,
অপরিণত কবিতা গুলো কীর্তন করবে তোর,
সন্ধ্যা ঘুমালেই জেগে উঠব দুজন ৷

আমার গল্পের মোড় পাল্টে আজ উপসংহার অস্তিত্ব হারিয়েছে সে সন্ধ্যাতেই,
শখের স্বপ্ন গুলো পাথর হয়ে হেনেছে আঘাত,
কবির মৃত্যু হয়েছে সেই আহ্লাদি বারান্দাটাতেই,
শুধু অপরিনত কবিতা গুলো কীর্তন ছাড়েনি,ভুলেনি রাত ৷

মনে পড়ে সেই বাচ্চাটার পাগলামী গুলো,
তার স্কুল বাসের ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখেই কাটিয়ে দিত দিন,
তার গোলাপী ব্যাগের সাথে কাল ড্রেসটার অমিল দেখে ভাবুক হয়ে যেত বালক,
কাঠির পিস্তল,বাঁশের গাড়ি ফেলে নায়ক হয়ে ছুটে যেত বিরামহীন ৷

তার বিদ্যুৎ চমকানো চুলে সূর্যের হিংসা দেখে গর্ববোধ করতো প্রেমিক,
অমাবস্যাকে চোখ রাঙ্গানো পরীর রূপে মুগ্ধতা গুনতো অংকে কাঁচা ছাত্র ৷
কত ফুলের ইচ্ছে তার পূরন হয়ে যেত ছেলেটা বকা শুনতে শুনতে,
সেইসব স্মৃতি আজ মলিন,পড়ে আছে যত্রতত্র ৷

আজ তার কথা নেই,নেই তার নামের গান,
নিষ্টুরতা মেনে নিয়ে কিছু শুনার আগেই পরপারে সে,
ছেলেটা এই নিয়ম নামের অনিয়মটা মোটেও মেনে নিতে পারেনা,
"মেঘ গুলো সরে যাবে" আশায় বসে থাকে,একদিন তাকে দেখবেই আকাশে ৷

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো বুননের কবিতা। কবিতার বিস্তার ভালো হইছে। দারুন হইছে মুনতাসির :)

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: দোয়া করবেন । ধন্যবাদ ।

২| ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: "মেঘ গুলো সরে যাবে" আশায় বসে থাকে,একদিন তাকে দেখবেই আকাশে ৷
সুন্দর +

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ । দোয়া করবেন ।

৩| ২২ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৬

খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে কবিতা। ভাল থাকা হোক অনেক।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । ভালো থাকা হোক যার যার ।

৪| ২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৯

তুষার কাব্য বলেছেন: চমতকার লাগলো ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: সার্থক আমি । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.