নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মুনতাসীর মামুন

মোহাম্মদ মুনতাসীর মামুন

মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........

মোহাম্মদ মুনতাসীর মামুন › বিস্তারিত পোস্টঃ

অনুতপ্ত আদিমতার অনুরোধে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১



যেহেতু আবেগ গুলো ধার নেওয়া,
যেহেতু একাকিত্বটা প্রার্থনায় প্রাপ্ত,
যেহেতু আমাকে আমি মহাদেশের ভিড়ে হারিয়েছি,
যেহেতু অসভ্য জগতের সস্তা সামাজিকতায় আমি অভ্যস্ত ৷

সেহেতু তুমি আমাকে সামাজিক বলতেই পার,
আমাকে দোষ দিয়ে নিজেকে গঙ্গাজলে বিশ্বাসী ভাবতেই পার,
আমার পায়ের চিহ্নতে তোমার ছায়ার অপমান দেখতেই পার,
আবার আমাকেই পদপিষ্ট করে নিজেকে মানুষ বলে দাবি করতেই পার ৷

কারন আমি সূর্যকে তার উত্তাপে পুড়িয়ে মারি প্রতিদিন,
কারন আমার হাতেই ঘড়ির কাঁটার সময়টা খাঁচা থেকে মুক্ত হয়,
কারন আমি বয়সের ভারে তোমার ফটকের রক্ষি হই না,
কারন আমার লাল কে লাল আর কালোকে এখনো কালো দেখতে হয় ৷

তাই আমার মৃত্যু কামনা তোমার মনোচিন্তা হতেই পারে,
আমার রক্তের গন্ধ তোমার দিন-দুপুরের ঘুম নষ্ট করতেই পারে,
আমার মস্তিষ্কের অযাচিত ব্যবহার তোমার নষ্ট অনুভূতিতে আঘাত করতেই পারে,
আমাকে আমি ভেবে কখনো আমিত্বের অনুরোধে আদ্র অনুরন হতেই পারে ৷

আমি আমার মতো,
আমাকে ভালবেসো না,
দয়া করে মনে রেখোনা,জ্বালিওনা তোমার ঘৃনার আগুনে,
তোমার হাত ধরেছি হইতো কদিন অথবা বছর অর্ধশত,
আমাকে অনুভব করোনা,
দয়া করে আঙ্গুল গুলোতে চিহ্ন রেখোনা,কাঁদায়ো না তোমার অট্টহাসিতে ৷

যদি কখনো আমাকে অসামাজিক ভাবতে পারো,
কখনো অসম্ভব আদিমতায় আমাকে মনে করতে পারো,
এই রাত ফুরালে সকালটাতেও আমার কথা মনে পড়ে,
যদি তোমাকে তুমি ভেবে তন্দ্রাকে তমসার আতিথেয়তায় তাকিয়ে থাকতে দাও,

তবে,
তবেই বাঁচার ইচ্ছায় আরো কিছুক্ষন রক্তে নেশা মেশাও,
আমার বিষয়বস্তুহীন কবিতাটার নষ্ট ছন্দের সমালোচনা করে যাও,
আর একটু ঘৃনা,একটু আবেগ,সাথে এক কাপ কান্না,এক চামচ হাসি,এক চিমটি
রাত,এক মুঠো বিকেল,আর পরিমাণ মতো মৃত্যু দিয়ে যাও ৷

অথবা?

মনকে মন ভেবে মাত্রাহীন মান প্রয়োগের প্রয়োজনে মুনতাসীর কে ভুলে যাও,

দয়া করে ভুলে যাও ৷

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত!

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ ৷ দোয়া করবেন ৷

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

সালমান সজীব রিদওয়ান বলেছেন: ভালো হইছে বন্ধু

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: দোয়া করবেন । ধন্যবাদ ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: তোমার চিন্তা অনেক পরিনত, প্রকাশও শক্তিশালী। আর ৫-৬ বছর পর তুমি আরো ভালো লিখবে যদি চালিয়ে যাও। এখন অনু তাই মনে হচ্ছে। ভুলচুক যা আছে তেমন কিছু না। আমার ভালোই লাগলো। :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: আপনার মন্তব্য আমার লেখাকে পূর্ণতা দিয়ে দেয় । ধন্যবাদ অনেক গুলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.