![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
আচ্ছা,জীবনটা যদি এক দেয়ালের হতো ?
দিনের বিরতিতে বিব্রত হয়ে রোদ্দুর গিলতে হতোনা ৷
নিজেকে ব্যস্ত বলে কলঙ্কিত করতে হতোনা ৷
পেশি গুলোতে নিরূপিত ব্যাথার নিমন্ত্রণ দেখতে হতোনা ৷
আমার অহং আমিত্বকে দৃষ্টগোচর হতে হতোনা ৷
আমার আগমনে যেদিন ঠিক সাতটায় ঘড়ির কাঁটায় বিরক্তি নামে,
যে কাকগুলো শকুনের সাথে দলবাঁধে,
যার পরিহিত বসনে লজ্জা লজ্জিত হয়ে পড়ে,
সেই লজ্জা সেই কাক-শকুনের দল আর সেই ঘড়ির কাঁটাটা ও আজ দেয়ালকে সান্ত্বনা সাধে ৷
অপরিণত ভবিষ্যতে দাঁড়িয়ে বিকেল নিয়ে ব্যস্ত শিশুর আনন্দে,
আমার প্রেমিক মনে নীলাঞ্জনার অনুপস্থিতে,
অথবা ঘাসের দলে বন্দী সবুজের হাহাকারে,
এখনো দেয়াল কেঁদে মরে অস্তিত্ব বাঁচাতে ৷
আচ্ছা,জীবনটা যদি এক দেয়ালের হতো?
বিচারকের আসনে বসে বিচারাধীন হয়ে যেতো বিচারক,
এই দুপুর প্রমাণে ব্যস্ত সূর্যের নিষ্টুরতা নিজেকে ধিক্কার দিতো,
জীবনকে মিথ্যে মনে করে হেসে উড়িয়ে দিতো প্রতারিত প্রতারক ,
আর আমাকে দেখে রাস্তার কুকুরটা একটা বিশাল হাসি দিতো ৷
যেদিন আমি খুব ভোরে উঠে একটা শীতের সকালকে কুয়াশা মুক্ত দেখব,
আমার পরিষ্কার চোখে অন্ধত্ব চোখাচোখি করবে,
শালিক ভিজবে সে সরোবরের সকালে,
সেই অন্ধত্ব সেই সরোবরের সকাল,সেই সকালের কুয়াশা আর শালিকও সেদিন দেয়ালকে দেয়াল বলে উত্তেজিত করবে ৷
কেন,কিভাবে,কখন জীবনটা এক দেয়ালে হবে ?
কার প্রার্থনায় একটা অমঙ্গল মন্দাভাবের শিকার হবে?
আমিবা কেন এই পাহাড়ের উপর ঘাস গুলোকে বিরক্ত করছি?
কেনই বা নিষ্পাপ পাপীদের পটভূমি করে কষ্ট দিচ্ছি?
আসলে আমরা দেয়ালের পর দেয়ালে বন্দী,
এখানে এক দেয়ালে ঐ আকাশ, আকাশটার মতোই অধরা ৷
আসলে আমাদের জীবনী শক্তিতে পিছুটান আমরাই দিই,
তাই জীবন এক দেয়ালে হবেনা,বাঁচবনা অনিয়ম ছাড়া ৷
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: হাতে,কাঁধে,মাথায় পায়ে সবখানে ব্যস্ততা নিয়ে শুধু দেয়াল ভেঙ্গে যাচ্ছি ৷ এটাকে জীবন মনে হয় না ৷ নিজেকে মাইনর মনেহয় ৷
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: ভাল লাগলো খুব ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৫
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লাগলো ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ । দোয়া করবেন ।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: তুমি এখনো মুক্তগদ্যেই আছো বেশি, একটা সময় কবিতাগুলোকে ফ্রেমে বেধে দেখতে পারো। অনেক অনেকবার কাটাকাটি হবে, তবে কাঠামোর আলাদা একটা ব্যাপার আছে এখনো। ভবিষ্যতে কি হবে জানিনা।
কবিতায় ভালোলাগা। শুভকামনা রইলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ফ্রেমে বাধার ব্যাপারটা বুঝলাম না । আর অনেক গুলো ধন্যবাদ আবারো ।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
খেয়ালি দুপুর বলেছেন: ভাল লেগেছে কবিতা ভিষণ। ভাল থাকা হোক।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ভাল থাকা হোক আপনার আমার সকলের ৷ ধন্যবাদ ভ্রাতা ৷ দোয়া করবেন ৷
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
জেন রসি বলেছেন: দেয়াল ভেঙ্গে নতুন দেয়াল!!!
আবার নিয়ম ভেঙ্গে নতুন নিয়ম!!!
চমৎকার কবিতা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ৷ ভাল থাকা হোক ৷ ভাল লাগা থেকে যাক কবিতায় ৷
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ । ভালো থাকা হোক ।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
শায়মা বলেছেন: এত দেওয়াল ভেঙ্গে চলতে হয় মানুষের!