![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
অতঃপর কিছু সন্ধ্যা আসে গল্প হয়ে যাওয়া বিকাল শেষে,
আমাকে আমি আমার নিয়তি নিয়ন্ত্রনে নিযুক্ত করি ৷
আত্মমৈথুনে ব্যস্ত জন্মান্ধ মনের কটুক্তি গুলো নিহত হয় ঘোরের বেশে,
জীবিত জীবনানন্দের জৈনক মনের মূর্ছিত মরন তাই খুব স্বাভাবিক ৷
খুব স্বাভাবিক তোমার আমার বৈধ সহবাসে অবৈধ সন্দেহের আবেশ,
প্রকৃতি প্রদত্ত লিঙ্গভেদের নষ্ট অনুভূতি সঞ্চার যখন খুব গুরুত্বপূর্ন ৷
যখন চোখের চাওয়াতেই তারকাঁটাহীন হয়ে যায় দুটি দেশ,
তখনি তৃতীয় পক্ষের অপরিপক্ক সৈন্যদলে রাত আসে ৷
রাত আসে এখানে ধিক্কার নিয়ে হাজারবার জানালার পর্দা সরিয়ে ,
জানালায় আটকে থাকে আবেগ আটকে থাকে লালরঙের হাত ৷
ভাবনায় জমতে থাকা প্রতিফলন আকাশ দেখে তোমাকে নিয়ে,
সেই প্রতিফলনটা একলা দেখি খুব গোপনীয়তায় ৷
খুব গোপনীয়তায় নিজেকে আত্মকেন্দ্রিক করে রাখি,করি প্রকাশ্য বন্ধনা,
অতিরিক্ত অনাদর আপন হয়ে যায় নিজ থেকেয় ৷
কিছু পরিচিত মুখে অপরিচয় দেখি অবহেলাজমা,
সুতরাং দয়া করো আর অভ্যস্ত আমায় আমার কাজ করতে দাও ৷
করতে দাও দুর্নাম নিজের, করিডোরের পাশের দেয়ালের কাছে,
একলা একা বিষন্ন তন্দ্রাহীন তালুবন্দী সুনাম গুলোকে হাসাবো তাই ৷
সুনামগুলো হাসবে কারাগার থেকে,জানবে তাদেরও অধিকার আছে,
সেদিন খুব বৃষ্টি হবে, খুবকরে "খুব" শব্দটা প্রাণ পাবে ৷
প্রাণ পাবে তোমার আমার নিউরন নতুনত্বে ব্যস্ত ভূতবর্তমান সাজিয়ে,
কুকুরের স্তুপের উপর বালিরদল দেখে নিজের কথা আরো একবার মনে করবো ৷
অপরিপক্ক বিষয়বস্তুর ব্যক্তিত্বহীন বার্ধক্য হাসবে আমার কবিতা নিয়ে,
তবুও আমার কবিতার খাতায় বিরহ আঁকা চলমান থাকবে,ব্যস্ত থাকবো গল্প হয়ে যাওয়া বিকেল ভেবে ৷
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৩
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: কবিতায় বেঁচে থাক ভালো লাগা । ভালো থাকা হোক সকলের । অনুপ্রেরণামূলক মন্তব্য জন্য ধন্যবাদ ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: কঠিন কবিতা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: কঠিন !!!!!??? বুঝলাম না । যাইহোক । মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: বাপরে!! এই বয়সে এই ভাবনা, এমন কবিতা! ভালো কিন্তু। দারুন হচ্ছে। শুভকামনা রইলো মুনতাসীর
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৪
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: আপনার শুভকামনা বয়সটা খুব তারাতারি বাড়িয়ে দিচ্ছে । সদা-সর্বদা অনুপ্রেরনা হয়ে থাকুন । ভালো থাকুন । ধন্যবাদ ।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কবিতা।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:১১
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । দোয়া করবেন ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৯
শ. ম. দীদার বলেছেন: খুব স্বাভাবিক।
খুব স্বাভাবিক
রাত আসে ৷
রাত আসে
করতে দাও ৷
করতে দাও
প্রাণ পাবে ৷
প্রাণ পাবে
একটা নিজস্ব ঢং আছে। বাঙ্ময়তা আছে। ভালো লিখেছেন, ভালো থাকবেন, কবি। শুভকামনা।