![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........
অবিভক্ত বাংলার এক বিভক্তিহীন প্রাণী আমি,
তোমার ডাস্টবিন না ছোঁয়া কলার খোসায় ঘর্ষন সৃষ্টিকারী এক পদার্থ আমি ৷
বিকেলের রোদ হাসা গাছের ফাঁকের অনু অনু লালচে আভা আমি ৷
মুগ্ধতার স্তনে শাবকের দহনালেপন স্নেহ আমি ৷
আমিতো ছন্দহীন,অপরিচিত,অদৃশ্য এক হাওয়ার ঝাাপটা,
তোমার শিষ্টাচারের বই ঘেটে বুলি আওড়ানো মৃত মানচিত্রটা ৷
অবাক শহরের অলিগলির নমনীয় পাথরমুখ স্পিডব্রেকার আমি ৷
প্রেমিকের হারিয়ে যাওয়া ভুল চিঠির সাক্ষি ঐ প্রেমিকা আমি ৷
খুঁজতে এসোনা বলতে এসোনা আমায় ঐ মহাজাগতিক ভিন্নতায়,
আমি একশতাব্দি বছরের নক্ষত্র মাত্র বসবাস যার গ্রহহীন পথছায়ায় ৷
তোমার অপারেটিং সিষ্টেমের রচয়িতা আমি,
যাহায় ইনষ্টল হওয়ার প্রতিটি এপস আমার প্রজা ৷
তাহাদের তৈরিকরা ভিন্নতা আমি,
ডাইনামিক ভিউ আর অনন্ত ক্লোজ বাটনের দরজা ৷
আমিতো আকাশের পরের মানব ৷
যাহার নিষ্পাপ মন ধারদেনার শুভ্র চুলধারী,
আমিতো এই পরমানু বর্জ্যের নিষ্কাষক,
তাই প্রতিদিন রেড জোনে বসবাস করি ৷
আমাকে স্বাপ্নিক নিয়মে পাবে
তোমার প্রেমী হয়ে,
তোমার জুতোর ফিতে হয়ে,
অথবা হাসিহাসি ছেলেটার সদ্য ফেলা ধর্ষিত সিগারেটটা যে খাবে ৷
আমি এমনি ,
তোমার মন হব পাখির মন চুরির দিনে ৷
"মুনতাসীর এইসব কি " বলে রাগ দেখাবে তোমরা,
হইতো ছেলেটা এসবের জন্যই দিন গুনে ৷
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৫
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
বিজন রয় বলেছেন: তবে নিজেকে জুতোর ফিতের সঙ্গে তুলনা করতে রাজি নই, হা হা হা
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৬
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: হা হা । আমারতো জুতোর ফিতেই প্রিয় ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪
বিজন রয় বলেছেন: ওহো কবিতায় +++++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ভালো লাগা বেঁচে থাক । প্রার্থনায় রাখবেন ।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রচ্ছদটা অনেক ভালো লেগেছে। কবিতাও। +++
তবে আমার ধারনা অপারেটিং|ইনষ্টল শব্দগুলো কবিতাকে দুর্বল করে দিয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ । ভালো লাগা বেঁচে থাক ।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৮
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: বেঁচে থাকুক ভালো লাগা । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
বিজন রয় বলেছেন: ব্যতিক্রমী কবিতা।