নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ মুনতাসীর মামুন

মোহাম্মদ মুনতাসীর মামুন

মনে হয় বেঁচে আছি,হয়তো এখনো কিবোর্ডে হাত রাখি মস্তিষ্কের সংকেতে...........

মোহাম্মদ মুনতাসীর মামুন › বিস্তারিত পোস্টঃ

অনুসিদ্ধান্ত

২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪




একদিন কফির কাপটাতে জ্যোৎস্না পড়বে,
এভাবেই কোন বারান্দায় বসে ডায়রীর বাকি কয়েক-পাতা নষ্ট করবো ৷
হাতের-লেখা সুন্দর না দেখে জ্যোৎস্না লুকাবে,
দুরের শেষ লালবাতিটা নিভতে নিভতে বলবে,"রাত গভীর ঘুমাতে চলো " ৷

অনেকদিন কবিতা লেখা হয় না ৷
বাতাসে মোহনীয়তা মাপা হয় না ৷
মন কল্পনায় মগ্ন হয় না ৷
শহুরে রাস্তায় নিয়ন কেনা হয়না ৷

জানি স্বপ্নের মতো কোথাও এক আকাশ আছে,
থেমে থেমে সেথায় সুখ ভাসে ভাসমান মেঘের মতো ৷
জানি কল্পনার মতো কোথাও এক শহর আছে,
হেঁটে হেঁটে যেথায় পদক্ষেপ গুনে অনুসিদ্ধান্তের মতো ৷

একদিন স্বপ্ন দেখতে দেখতে মুক্ত করে দেবো সুখ,
আর নিরুদ্দেশ করে দেবো প্রিয় শহর ৷
মায়াজালের মতো বন্দি-কান্না ছুঁয়ে দেবে দূরত্বের অসুখ,
আর পলকেই চলে যাবে ঘর্মাক্ত প্রহর ৷

কৃত্রিম চোখগুলো ভুল শুধরে দেবে কবিতায় ৷
চৈত্রের রাতগুলো বজ্রপাত শুনবে মোহনীয়তায় ৷
লুকায়িত জ্যোৎস্না অপহরিত হবে কল্পনায় ৷
মুক্ত হস্তে নিয়ন দান হবে শহুরে রাস্তায় ৷

জানি শহরতলীয় শেষ রাস্তার মোড়ে একদিন আড্ডা জমবে,
লালবাতি অথবা নিকোটিনের দোকানগুলোর মতো ৷
জানি তৃতীয়তলার একদম শেষ বাসাটায় একদিন প্রেম হবে,
নীল-সাদা অথবা অপরিচয়ে পাশাপাশি হাঁটার মতো ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৬

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: ভালো লাগলো। +++++

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৩

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩০

আরাফআহনাফ বলেছেন: "একদিন স্বপ্ন দেখতে দেখতে মুক্ত করে দেবো সুখ,
আর নিরুদ্দেশ করে দেবো প্রিয় শহর ৷"
সুন্দর লিখেছেন।

শুভ কামনা জানবেন।

২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভকামনা বেঁচে থাকুক । ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.