নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হারিয়ে যাওয়ার গল্প\nযে গল্পতে শুধু আমি নেই

মইন উদ্দিন আহমেদ টিপু

The Streets Will Lighten Up My Way

মইন উদ্দিন আহমেদ টিপু › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হচ্ছে এবং সমাধান

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ফেসবুকের প্রতিষ্ঠাতা নাকি বলিয়াছেন তারা ফেসবুক বন্ধ করিয়ে দিবেন এরকম পরিকল্পনা নিয়েছেন। গত ৪ বছর ধরে নিয়মিত এরকম মেসেজ ইনবক্স এ ঘুরে বেড়াচ্ছে। যদিও ফেসবুকের প্রতিষ্ঠাতা সেটা নোটিশ হিসেবে আপনাদের ওয়ালে সেটা দেখানোর ক্ষমতা রাখে। তা না করে কেনই বা অন্যদেরকে ইনবক্স করে জানানোর দায়িত্ব দিলেন? কারণ আসলে এই মেসেজ তিনি দেননি। কিছু অবুঝ বালক বালিকা না বুঝে কিছু মানুষের ফাঁদে পা দিয়ে এই কাজ করে যাচ্ছেন। কেননা তারা জানেন না এরকম মেসেজ অনেক মানুষকে দিতে থাকলে স্প্যাম বা বিজ্ঞাপন হিসেবে গন্য হয় যা ফেসবুক পছন্দ করে না এবং ফলাফল সরূপ মেসেজ দিতে থাকা মানুষের অ্যাকাউন্ট বাতিল ঘোষণা করে থাকে। অতএব আপনি এই মেসেজ পাঠিয়ে বাতিল থেকে বাঁচবেন না বরং বাতিল হবেন।

আজকে আবার অনেকেই প্রোফাইল পিকচার চেঞ্জ, ইমেইল চেঞ্জ, ফোন নাম্বার যুক্ত করা ইত্যাদি কাজ করে যাচ্ছেন কেননা শুনেছেন যে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে। আসলে যাদেরটা সাসপেন্ড হবার তাদেরটা অনেক আগেই হয়ে গিয়েছে। এর কারণ উপরের ব্যাপারটাই। ফেসবুকে সবচেয়ে বেশী স্প্যাম বা বিজ্ঞাপন পাঠানো হয়ে থাকে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে শুরু করে আশেপাশের কিছু দেশ থেকে। যেসকল অ্যাকাউন্ট থেকে অতীতে এরকম কাজ করা হয়েছে আসলে সেগুলোই এবারের টার্গেট। কেননা এরকম কাজের কারণে ফেসবুকেরও কিছুটা লস হচ্ছে। যেমন এরকম ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে অনেক ফেসবুক পেইজে লাইক বাড়ানোর কাজ করা হয়ে থাকে যেখানে সেই কাজ ফেসবুকও করে তবে অর্থের বিনিময়ে। এবং এটাই তাদের আয়। অতএব বাংলাদেশের যেসকল অ্যাকাউন্ট এর কারণে ফেসবুকের লস হচ্ছে সেসকল অ্যাকাউন্ট রাখবে না সেটাও স্বাভাবিক।

যদি অ্যাকাউন্ট বাঁচাতেই চান, স্প্যামিং বন্ধ করে নিয়মিত ফেসবুকের ভদ্র মানুষ হয়ে থাকতে চেষ্টা করুন। অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। আর অন্য কেউ ইনবক্স এ কিছু শেয়ার করার কথা বলে থাকলে সেটা ইগ্নর করুন। সেটা ধার্মিক বিষয়ও হতে পারে আবার রাজনীতি বিষয়ক অথবা উপরের টপিক এর মতো মিথ্যে কিছু। মনে রাখবেন হাদিসে কখনোই বলা হয় নি আপনি ফেসবুকে এটা ওটা শেয়ার করলে এটা ওটা হতে পারে। অতএব যে আপনাকে সেই মেসেজটি দিচ্ছে সেও না বুঝেই না জেনেই দিচ্ছে শুধু ধর্ম বিষয়ক হওয়ার কারণে।

সোর্সঃ ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড কেন হচ্ছে এবং সমাধান

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেসবুক কখনোই বন্ধ হবে না। এটাই জাকারবার্গ সাহেবের হাজার হাজার কোটি ডলার কামানোর রাস্তা।

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: সেটা এখন পর্যন্ত হাজার বার মানুষকে বুঝাবার চেষ্টা করেছি কিন্তু অবুঝরা বুঝেই না :( নিয়মিত এরকম মেসেজ ইনবক্স করেই যায়।

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বুঝানোর দরকার কী ভাই? গাধার কানে এ্যালজেব্রার ফর্মুলা জানিয়ে দিলে কী সে অংক করতে পারবে?

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৩

মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: আমার ইনবক্স যে ভরে যাচ্ছে?

৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৬

সৌমিক আহমেদ খান বলেছেন: ফেকগুলো ধরতেসে। মারা খাক ওগুলা

১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১১

মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: সেটাই। তবে আমার ৪ টা রিয়েল ফেক অ্যাকাউন্ট আছে। একটাও ধরে নাই। কারণ সব রিয়েল ফেক অ্যাকাউন্ট X((

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৫

অতঃপর হৃদয় বলেছেন: যে বেশি বুঝে তাকে না বোঝানোই ভালো...! কি বলেন?

১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২১

মইন উদ্দিন আহমেদ টিপু বলেছেন: সেটাও সত্য :প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.