![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ২৩ মার্চ শেষ হল গিগাবাইট গেমিং কনটেস্ট। দুই পর্বে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ছয় শতাধিক গেমার।
প্রতি বছরের ন্যয় এবছরও বিসিএস কম্পিউটার সিটির মেলায় গেমিং জোনের স্পন্সর ছিল গিগাবাইট। গত ১ মার্চ বিসিএস মেলা আরম্ভ হওয়ার কথা থাকলেও বিভিন্ন প্রতিকূলতার জন্য তা ১৪ মার্চ শুরু হয়। গেমারদের রেজিস্ট্রেশন ১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলতে থাকে। পরবর্তীতে বিসিএস মেলার তারিখ পেছানো সংক্রান্ত জটিলতায় রেজিস্টার্ড গেমারদের অনুরোধক্রমে গেমিং দুই পর্বে করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রথম পর্ব ৮ মার্চ ইকবাল রোডে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়। মোট ৫ টি গেমে ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। গেমসগুলো ছিল Need For Speed Most Wanted, FIFA 13, Call of Duty 4, Defense of the Ancients (DotA) এবং Counter Strike Source। ১১ই মার্চ পর্যন্ত চলা চারদিনের এই গেমিং কনটেস্টের ফাইনালে ওঠে NFS থেকে সাদমান ও সৌরভ, FIFA 13 থেকে সিফাত ও শাওন, COD থেকে নবাগত দুটি টিম, CSS থেকে Team Crack এব Evil Gunners এবং DotA থেকে Shadow Play ও SYS।
দ্বিতীয় পর্বে ১৪ই মার্চ থেকে শুরু হওয়া বিসিএস মেলায় আয়োজিত গেমিং কনটেস্টে অংশগ্রহণ করে ১৫০ জন গেমার। এই গেমিং পর্বের জন্য নতুন করে রেজিস্ট্রেশন ওপেন করা হয় এবং খেলা শুরু হয় ১৬ মার্চ। এই পর্বের আকর্ষণ ছিল কনসোল গেমিং। এখানে মাইক্রোসফ্ট এক্স-বক্স এবং সনি প্লেস্টেশন উভয় প্লাটফর্মেই FIFA 13 এবং পিসিতে NFS খেলানো হয়। ১৫ মার্চ বিসিএস কম্পিউটার সিটিতে প্রথম পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সপ্তাহকাল ধরে চলা দ্বিতীয় পর্বের কনটেস্টের ফাইনাল অনুষ্ঠিত হয় ২২ মার্চ এবং পরেরদিন ২৩ মার্চ পুরস্কার বিতরণ করা হয়।
প্রথম পর্বের বিজয়ীরা হল: NFS সাদমান, FIFA 13 সিফাত, COD এর নতুন টিম, CSS Crack, DotA Shadow Play.
দ্বিতীয় পর্বের বিজয়ীরা হল: FIFA 13 (console) শিশির এবং NFS তৌফিক।
২৩ মার্চ বিকালে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন কম্পিউটার জগতের ডিরেক্টর এম এ হক অনু, গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা আনাস, এএমডির কান্ট্রি ম্যানেজার ইরফান, বিসিএস মেলা পরিচালনা কমিটির জিএস কামরুজ্জামান এবং বিসিএস এর সভাপতি। এছাড়া আরও ছিলেন আমব্রেলা ম্যানেজমেন্টের ম্যানেজিং ডিরেক্টর জনাব বাসিতুল ইসলাম, আমব্রেলার এক্সিকিউটিভ প্যানেলের কাজী মৈত্রী, আবিদ আশরাফ মিনার, জিয়াউল হক সৌরভ এবং রাহুল দত্ত। এছাড়াও ছিল অর্পন কমিউনিকেশন এর সায়েম এবং তার নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারবৃন্দ।
বিজয়ীরা খাজা আনাস খানের হাত থেকে পুরস্কার হিসেবে মোট ৯০,০০০ টাকার চেক গ্রহণ করে। প্রতি চ্যাম্পিয়ন ১০,০০০ টাকা এবং প্রতি রানার্স আপ ৫০০০ টাকার প্রাইজ মানি পায় এবং কনসোল গেমিং এ প্রাইজ মানি ছিল চ্যাম্পিয়ন এর জন্য ৭০০০ এবং রানার্স আপের জন্য ৩০০০ টাকা।
গেমারদের অনুরোধে জনাব বাসিতুল ইসলাম ভবিষ্যতে আরো আকর্ষনীয় গেমিং কনটেস্ট আয়োজন কোর প্রত্যাশা ব্যক্ত করেন। এখানে উল্লেখ্য যে, গিগাবাইট গেমিং কনটেস্টের আয়োজক ছিল আমব্রেলা ম্যানেজমেন্ট এবং অর্পণ কমিউনিকেশন্স। কনটেস্টের কো-স্পন্সর ছিল এএমডি এবং স্মার্ট টেকনোলজিস লিমিটেড। স্থিরচিত্র ধারণ এবং সম্পাদনায়- আমব্রেলা ম্যানেজমেন্টের ফটোগ্রাফার সাকিব ইমতিয়াজ।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২
মৈত্রী বলেছেন: সামনে এপ্রিল এ আরেকটা আছে
সেটায় প্রাইজ মানি বেশি...
বেশি করে প্রিপারেশন নিয়ে ট্রাই করতে বলেন
Click This Link
২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪
ইয়েন বলেছেন: ভাই আমার কিছু প্রশ্ন ছিল ১.ফিফা ১৩ যারা খেলেছে তারা কিনিজেদের গেমপ্যাড/ডিভাইস দিয়ে খেলেছে নাকি আয়োজকরা ডিফল্ট কোন ডিভাইস/কিবোর্ড দিয়ে খেলিয়েছে? আর ২ নাম্বার প্রশ্ন হল আমি কি নিজের মত করে কি সেট করতে পারব? (মানে গ্যামপ্যাড/কিবোর্ড এ নিজের মত করে বাটন রি-এ্যারেন্জ এর সুযোগ আছে ) ....আর যারা বাসায় এ্যামেচারলি খেলে শুধু মজা পাওয়ার জন্য তারা গেলে কি হাসির পাএ হয়ে যায় ?(কারণ তারা তো খেলা টা কে শখের বসে খেললেও সেমি প্রোফেসনাল গেমার) ধন্যবাদ
২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
মৈত্রী বলেছেন:
১. আয়োজকরা গিগাবাইট/ডিলাক্স ব্যান্ডের কী-বোর্ড, মাউস দিয়েছে
আপনি চাইলে অবশ্যই বাসা থেকে আপনার নিজস্ব কীবোর্ড, মাউস, গেমপ্যাড, হেডফোন নিয়ে আসতে পারেন কোন আপত্তি নাই, কিন্তু ডিভাইসটা অবশ্যই ইউএসবি সাপোর্টেড হতে হবে...
২. দুই নাম্বারের জন্য আমি আপনাকে আয়োজকদের ফিফা এক্সপার্টদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তারা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে ফোন হাতে নিয়ে বসে আছে... ০১৬৮১৮৫২৬৬৬,
০১৬৭৭৮৩৮৩৫৮
৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাই অ্যাট ইউর সার্ভিস।
মেইল পাঠিয়ে দিয়েছি।
আপনি যোগাযোগের চেষ্টা করেছেন এবং পারেননি ভেবে লজ্জিত।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৮
সুপান্থ সুরাহী বলেছেন:
কী খবর কেমন আছো?
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪
মৈত্রী বলেছেন: আপনার হাতে আঁকা ক্যালিগ্রাফিটা দেখেছি...
যেটা আপনি জামিনদারকে দিয়েছেন।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
রিফাত হোসেন বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১০
ভুলো মন বলেছেন: রাজশাহী থেকে যাওয়া আমার Blaze Gaming Cafe-র প্লেয়াররা কিস্যুই করতে পারেনি!!