| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"কন্যার বাপ সবুর করিতে পারিতেন, বরের বাপ চাহিলেন না" - এরকম কথা আমরা পাঠ্যবইতে পড়েছি। কেন এ কথাটা বললাম??
গত ২ সেপ্টেম্বর ছিল কোরবানীর ইদ। ৩ সেপ্টেম্বর সকালেই আমি সকাল ৭ টায় আমার মেডিকেল ভিসার জন্য কাগজপত্র জমা দিয়ে এলাম আইভ্যাক গুলশানে। ফেরত দেবার তারিখ দিল ৬ সেপ্টেম্বর। এরপর আমার আর আমার ভাইয়ের পাসপোর্ট ইন্ডিয়ান হাইকমিশন থেকে উধাও হয়ে গেল। উধাও মানে উধাও। কোনভাবেই আর খুজে পাওয়া যাচ্ছিলো না। শেষে প্রায় ১ মাস পরে, ২৮ তারিখে সেই পাসপোর্ট ফেরত পাওয়া গেল, ভিসা সহ। আমরা পরেরদিনই টিকেট কেটে ফেললাম। যেহেতু আমার পায়ে সমস্যা, পা দেখাতে নিয়ে যাচ্ছি; সেহেতু আমার এক্সট্রা লেগস্পেস (অর্থাৎ বিজনেস ক্লাস) দরকার। একদিনের ভিতর টিকিট কেনার কারণে বিজনেস ক্লাসে নরমাল ভাড়ার দ্বিগুন দিয়ে টিকেট কাটতে হল। মালদ্বিপ এয়ারলাইন্সে ঢাকা টু চেন্নাই নরমাল ক্লাস আর বিজনেস ক্লাসের টিকিটের ভাড়া জানতে চেক করুন এই ওয়েবসাইট: http://www.maldivian.aero
তখনো জানি না যে নেক্সট ১৪ দিন আমাদের কপালে কি কি দুর্ভোগ আছে!!
(চলবে)

©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯
করুণাধারা বলেছেন: পোস্টের প্রথমে ছবি দিলে তা পাঠকের আগ্রহ বাড়ায়। আপনার পোস্ট ভাল লেগেছে। পরের পরবের অপেক্ষায় থাকলাম।