নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যাংগো পিপল

আমি ইসলাম ধর্মের অনুসারী । অন্য ধর্মের অনুসারীদেরও সম্মান করি, এমনকি নাস্তিক দেরও। সবারই নিজস্ব মত অনুযায়ী চলার অধীকার আছে । কিন্তু কোন ধর্মকে আক্রমন করার অধীকার কারো নাই, তাই নাস্তিক নামধারী ইসলাম বিরোধীদের আমি আইক্কাআলা বাশ নিয়া খুজতেছি, পাইলেই ........................

ম্যাংগো পিপল › বিস্তারিত পোস্টঃ

হরতালের পরিসংখান, এবং দুটি উক্তি বিশ্লেষন।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩০

আসুন দেখে নেই আওয়ামিলীগ, বিএনপি কে কত দিন হরতাল দিয়েছেঃ



১৯৯১-১৯৯৬ বিরোধী দল আওয়ামীলীগঃ ১৭৩দিন

১৯৯৬-২০০১ বিরোধী দল বিএনপিঃ ৫৩দিন

২০০১-২০০৭ বিরোধী দল আওয়ামীলীগঃ১৩০দিন

২০০৯-২০১৩ বিরোধী দল বিএনপিঃ৯০ দিন

[সুত্রঃ প্রথম আলো]





আ.লীগ মোট ৩০৩

বি.এন.পি ১৪৩




দেখা যাচ্ছে আ.লীগ হরতাল দিয়েছে বি.এন.পি-র দ্বিগুনেরও বেশী
। তার মানে এই না আমি বি.এন.পি-র হরতাল কে সমর্থন করছি বরং বি.এন.পি যদি একদিনও হরতাল দিত, এবং ঐ দিন যদি আমার কোন কাজ বাধাগ্রস্ত হতো তবে অবশ্যই আমি বি.এন.পির উপর ক্ষিপ্ত হতাম। এখনো হই ।



এত কিছু লিখলাম শেখ হাসিনার একটি উক্তি মনে পরে যাওয়ায়। যেটা আমরা সবাই হাজার বার দেখেছি এবং শুনেছি.......................



"বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধীদলে গেলেও কখনো হরতাল দিবেনা"



জনসম্মুখে এমন জ্বালাময়ী বক্তিতা দেয়ার পরও ২০০১-২০০৭ সাল পর্যন্ত ১৩০দিন হরতালের ডাক দেয়।



B:-) B:-) X( X( :(( :((



এরশাদ বলেছিলেন, আমি দালাল হয়ে মরতে চাই না, একদলীয় নির্বাচনে গেলে জনগণ আমাকের থুতু দিবে, এই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে বেহেস্তেও যেতে চাই না, কারাগারের অন্ধ প্রকোষ্ঠে যাবো কিন্তু একদলীয় নির্বাচনে যাবো না।



এরশাদ তার কথা রাখেননি।



B:-) B:-) B:-) X( X( X( =p~ =p~ =p~



এখন প্রশ্ন হচ্ছে ...................এই দুইজনের মাঝে কে বড় বেইমান ? পল্টিবাজীতে কে সেরা ? কার কথা না রাখায় জাতী বেশী ক্ষতিগ্রস্ত ?



প্রসঙ্গিক মন্তব্য অথবা গঠনমূলক সমালোচনা আশা করছি। উল্টা পাল্টা মন্তব্য করলে ...........বিপ.......বিপ,,,,,,,,,,,,,,,,,।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

আকাশদেখি বলেছেন: আমার কথা হল, হরতাল বিরোধী আইন হোক....

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

ম্যাংগো পিপল বলেছেন: ভাই, বাংলাদেশে আইন তো কতই আছে। কিন্তু প্রয়োগ নাই। যদি তিনি এই কথাটা রাখতেন ( "বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধীদলে গেলেও কখনো হরতাল দিবেনা" ) তবে হরতাল বিরোধী আইনও হইতো এবং বি.এন.পিও একই ধরনের ঘোষনা দিতে বাধ্য হইতো

২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

মদন বলেছেন: এরপরেও আওয়ামীলীগের মুখেই সবচেয়ে বেশি হরতাল বিরোধিতা শুনবেন। এরেই কয় চোরের মায়ের বড় গলা ;)

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

ম্যাংগো পিপল বলেছেন: "বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধীদলে গেলেও কখনো হরতাল দিবেনা" B-)) B-)) B-))

৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

ঢাকাবাসী বলেছেন: ক্ষমতা নামক প্রফিটেবল লোভনীয় মানি জেনারেটিং মাংসের টুকরার জন্য কতগুলো প্রানীর কামড়া কামড়ি।

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ম্যাংগো পিপল বলেছেন: শুধু তারা তারা কামরা কামড়ি করলে তো অসুবিধা ছিল না, কিন্তু ভুক্ত ভুগিতো আমরা, X( X(

৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১

তিক্তভাষী বলেছেন: "এই দুইজনের মাঝে কে বড় বেইমান ? পল্টিবাজীতে কে সেরা ?"

দুজনেই সমান সমান। ক্রিকেটের পরিভাষায় টাই। এদের একজন ১৯৮৬ সালের স্বঘোষিত জাতীয় বেঈমান আর একজন ২০১৩ সালের স্বঘোষিত থুতুখেকো।

এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ!!

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

ম্যাংগো পিপল বলেছেন: এ বলে আমায় দ্যাখ, ও বলে আমায় দ্যাখ!! =p~ =p~ =p~

কি কন ভাই B:-) B:-) !! টাই !! তাইলে তো সুপার ওভার লাগবে ;) ;)

এখন এই দুইজনের মাঝে কোন একজন, অন্যজনের সাথে বেইমানি করলেই বেইমান অব দ্যা কান্টি খতাবটা নিজের করে নিতে পারে।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১০

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধীদলে গেলেও কখনো হরতাল দিবেনা

শেখ হাসিনার এই কথাটার আগের লাইনটা ছিলো এই রকম "আজ যদি বিরোধী দলীয় নেত্রী ঘোষণা দেন, তিনি আর হরতাল করবেন না... তাহলে বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধীদলে গেলেও কখনো হরতাল দিবেনা"

অর্ধেক বলা মানে মিথ্যা বলা ।

এই রকম আরেকটা মিথ্যা (আংশিক সত্য) প্রচারনা তারা চালিয়েছিল এই ভাবে "I major Zia, hereby declare the independence of Bangladesh" যা ছিলো "I major Zia, on behalf of our great leader Bangabandhu Sheikh Mujibur Rahman, hereby....."

এরপর কিছু শুনে শেয়ার করার আগে যাচাই করে নিবেন, তা সত্য কিনা।

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

ম্যাংগো পিপল বলেছেন: ভাই, আমার কাছে ঐ বক্তব্যের কোন ভিডিও লিংক নাই, তবে মনে হয় বিটিভিতে শুধু ঐ একটা লাইনই বারবার প্রচার হইতে দিখছি। আপনার কাছে যদি নির্ভরযোগ্য কোন লিংক থাকে দয়াকরে দিবেন। ধন্যবাদ ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

তামিম ইবনে আমান বলেছেন: খালেদা জিয়া হরতাল দিলে দেশের ক্ষতি হয় বেশি /:) /:) /:) /:)

;)

২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

ম্যাংগো পিপল বলেছেন: কেমনে ???
আমার মনে হয়, যখন যেই দল হরতাল দেয়, তাদেরটাই বেশী ক্ষতিকর মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.